পদার্থবিজ্ঞান - অধ্যায় -- ২ - জ্ঞান মূলক প্রশ্ন ও সমাধান

 

 পদার্থবিজ্ঞান 


অধ্যায় - ২  ( গতি )
জ্ঞান মূলক প্রশ্ন ও সমাধান 


প্রশ্ন ১। জড়তা কাকে বলে? [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা;'সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ঢাকা; মাইলস্টোন কলেজ, ঢাকা]
উত্তর: বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে।

প্রশ্ন ২। পরম গতি কী? [বরিশাল জিলা স্কুল, বরিশাল] 
উত্তর: পরম-স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিই পরম গতি।

প্রশ্ন ৩। গতি কাকে বলে? [রা. বো. '১৯] 
উত্তর: সময়ের সাথে যখন বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে গতি বলে।

প্রশ্ন ৪। প্রসঙ্গ কাঠামো কাকে বলে? [সি. বো. '১৯]
উত্তর: যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতি বর্ণনা করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে।

প্রশ্ন ৫। স্থিতি কাকে বলে?   [ঢা. বো. '২২] [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর] 
উত্তর: সময়ের পরিবর্তনের সাথে যখন কোনো বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে স্বীয় অবস্থানের পরিবর্তন ঘটে না তখন এর অবস্থাকে স্থিতি বলে।

প্রশ্ন ৬। ঘূর্ণন গতি কাকে বলে? [রা. বো. '২২: চ. বো: '২১]
উত্তর: কোনো নির্দিষ্ট বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে।

প্রশ্ন ৭। পর্যাবৃত্ত গতি কাকে বলে? [ঢা. বো. '২০: রা. বো. '২০; সি. বো. '২১. '২০; দি. বো. '২৩; ম. বো. '২৩, '২১]
উত্তর: কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। এ গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে।

প্রশ্ন ৮। চলন গতি কাকে বলে? [ঢা. বো. '২১; ব. বো. '২২]
উত্তর: কোনো বস্তু যদি  এমনভাবে চলতে থাকে যাতে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ঐ গতিকে চলন গতি বলে।

প্রশ্ন ৯। স্পন্দন গতি কাকে বলে? [চ. বো. '২২, '১৯; ব. বো. '২৪]
উত্তর: পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে ঐ বস্তুর গতিকে স্পন্দন গতি বলে।

প্রশ্ন ১০। সরল ছন্দিত স্পন্দনের সংজ্ঞা দাও। (বরিশাল ক্যাডেট কলেজ, বরিশাল)
উত্তর: স্পন্দনরত কোনো কণার গতিপথ যদি সরলরৈখিক হয়, ত্বরণ সর্বদা সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক হয় এবং ত্বরণ সরণের বিপরীত অর্থাৎ সাম্যাবস্থান অভিমুখী হয়, তবে কণার সেই স্পন্দনকে সরল ছন্দিত স্পন্দন বলে।

প্রশ্ন ১১। গতি কাকে বলে? [রা. বো. '১৯]
উত্তর: সময়ের সাথে যখন বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন অকে গতি বলে।

প্রশ্ন ১২। স্কেলার রাশি কাকে বলে? [জামালপুর জিলা, জামালপুর]
উত্তর: 'যে সকল রাশির শুধমাত্র মান আছে, দিক নেই তাদেরকে স্কেলার রাশি বলে।

প্রশ্ন ১৩। ভেক্টর রাশি কাকে বলে? [য. বো. '২১: কু. বো. '২১; দি. বো. ১৫]
উত্তর: যেসব ভৌতরাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাদেরকে ভেক্টর রাশি বলে। 

প্রশ্ন ১৪। সরণ কোন ধরনের রাশি?   [দি. বো, '২০]
উত্তর: সরণ একটি ভেক্টর রাশি।

প্রশ্ন ১৫। সরণ কাকে বলে?  [ঢা. বো. '১৯; রা. বো. '১৬; চ. বো. '১৬; সি. বো, '২৩ং দি. বো. '২৪. '২০]
উত্তর: একটি নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর আদি এবং শেষ অবস্থানের ন্যূনতম সরলরৈখিক দূরত্বকে সরণ বলে।

প্রশ্ন ১৬। দ্রুতি কী? [দি. বো. '২১; ম. বো, '২২]
উত্তর: দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। অর্থাৎ কোনো বস্তুর একক সময়ে অতিক্রান্ত দূরত্বই দ্রুতি।

প্রশ্ন ১৭। গড় দ্রুতি কাকে বলে? [ব. বো. ২১, ২০]
উত্তর: বস্তু যদি সুষম দ্রুতিতে না চলে তাহলে তার অতিক্রান্ত মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়। একে গড় দ্রুতি বলে।

প্রশ্ন ১৮। তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে? [ কু. বো, '২১; সি. বো, '১৫; দি. বো, '২৪] 
উত্তর: গতিশীল কোনো বস্তুর কোনো একটি বিশেষ মুহূর্তের দ্রুতিকে তাৎক্ষণিক দ্রুতি বলে।

প্রশ্ন ১৯। বেগ কাকে বলে?  [য. বো. '২৪; কু. বো. '২২; ম. বো, '২২] [সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ, গাজীপুর, সন্ধানী স্কুল এন্ড কলেজ, মেহেরপুর। 
উত্তর: সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে।

প্রশ্ন ২০। গড়বেগ কাকে বলে?  [কু. বো. '২৩; ব. বো. ২৩] [ময়মনসিংহ জিলা স্কুল, ময়মনসিংহ। 
উত্তর: বস্তু যদি সুষম দুতিতে না চলে তাহলে তার অতিক্রান্ত মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে যে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়। তাকে গড় বেগ বলে।

প্রশ্ন ২১। ঢাল কাকে বলে?
উত্তর: কোন সরলরেখা অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে সরলরেখাটির ঢাল বলা হয়।

প্রশ্ন ২২। ত্বরণ কাকে বলে?  [রা. বো. '২৪; যবো, '২০; চ. বো, '২৪; সি. বো, '১৭; দি. বো. '২২, '২১] 
উত্তর: সময়ের পরিপ্রেক্ষিতে কোনো একটি বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে।

প্রশ্ন ২৩। মন্দন কাকে বলে?  [সকল বোর্ড '১৮; য, বো, '২৩; ব. বো. ১৫; ম. বো. '২১]
উত্তর: সময়ের সাথে বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলা হয়।

প্রশ্ন ২৪। সুষম ত্বরণ কাকে বলে?   [কু. বো. '২৩; সি. বো. '২৪]
উত্তর: কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে সে ত্বরণকে সুষম ত্বরণ বলে।

প্রশ্ন ২৫। পড়ন্ত বস্তুর প্রথম সূত্রটি লেখ। [চ. বো. '২১]
উত্তর: পড়ন্ত বস্তুর প্রথম সূত্রটি হলো- স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে।

প্রশ্ন ২৬। পড়ন্ত বস্তুর ২য় সূত্রটি লিখ। [ঢা. বো. '২৩, '২১; সি. বো. '২০]
উত্তর: পড়ন্ত বস্তুর ২য় সূত্রটি হলো- স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত হয় তা ঐ সময়ের সমানুপাতিক।

প্রশ্ন ২৭। পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটি বিবৃত কর।  [য. বো. '১৭; চ. বো. '২৩, '২০]
উত্তর: পড়ন্ত বস্তুর ৩য় সূত্রটি হলো- স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ঐ সময়ের বর্গের সমানুপাতিক।