এসএসসি পদার্থবিজ্ঞান - অধ্যায় -- ৩ - জ্ঞান মূলক প্রশ্ন ও সমাধান

ZAHIDUL SAAD CLASSROOM

 


অধ্যায় - ৩  ( বল )
জ্ঞান মূলক প্রশ্ন ও সমাধান 

প্রশ্ন ১। নিউটনের গতির প্রথম সূত্রটি বিবৃত কর। [গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ধানমন্ডি, ঢাকা।
উত্তর: নিউটনের গতির প্রথম সূত্রটি হলো- বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে। 

প্রশ্ন ২। জড়তা কাকে বলে? [ঢা. বো. '২৩, '১৭; রা. বো, '২৩;য. বো. '১৯; কু. বো. '১৫: সি. বো. '২২; ব. বো. '২২]
উত্তর: বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্মকে জড়তা বলে।

প্রশ্ন ৩। স্থিতি জড়তা কাকে বলে?  [রা. বো. '২২]
উত্তর: স্থিতিশীল বস্তু চিরকাল স্থিতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা সেই ধর্মকে স্থিতি জড়তা বলে।

প্রশ্ন ৪। গতি জড়তা কাকে বলে?  [ঢা. বো. '২৪]
উত্তর: গতিশীল বস্তুর চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা একই গতি অক্ষুণ্ণ রাখতে চাওয়ার যে ধর্ম তাকে গতি জড়তা বলে।

প্রশ্ন ৫। বল কাকে বলে?  [কু, বো. '২৪; দি, বো. '১৫]
উত্তর: যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে, তাকে বল বলে। 

প্রশ্ন ৬। মৌলিক বল কাকে বলে?   [চ. বো. '২৪]  [রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা।
উত্তর: যেসব বল মূল বা স্বাধীন অর্থাৎ যেসব বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের কোনো রূপ নয় বরং অন্যান্য বল এসব বলের কোনো না কোনো রূপের প্রকাশ তাদেরকে মৌলিক বল বলে।

প্রশ্ন ৭। স্পর্শ বলের সংজ্ঞা দাও।  [রা. বো. '১৭]
উত্তর: যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় তাকে স্পর্শ বল বলে।

প্রশ্ন ৮। তাড়িতচৌম্বক বল কী?  [ব. বো. '১৫]
উত্তর: সলিনয়েডের ভিতরে কোনো কাঁচা লোহা বা ইস্পাতের দণ্ড ঢুকিয়ে সলিনয়েডে তড়িৎ প্রবাহ চালালে দণ্ডটি যে চুম্বক বল লাভ করে তাই তাড়িতচৌম্বক বল।

প্রশ্ন ৯। দুর্বল নিউক্লিয় বল কাকে বলে? [মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা]
উত্তর: যে স্বল্প পাল্লার এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে তাকে দুর্বল নিউক্লীয় বল বলে।

প্রশ্ন ১০। অস্পর্শ বল কাকে বলে?  [ঢা. বো. '২৪] [পুলিশ লাইন স্কুল ও কলেজ, বগুড়া]
উত্তর: দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে।

প্রশ্ন ১১। সাম্য বল কাকে বলে?  [রা. বো.. '১৯; য. বো, '১৫; চ. বো. '১৯, '২০: ব. বো. '১৭, '১৯; ম. বো. '২৪] 
উত্তর: কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় অর্থাৎ বস্তুটি সাম্যাবস্থায় থাকে, তবে ঐ বলগুলোকে সাম্য বল বলে।

প্রশ্ন ১২। অসাম্য বল কাকে বলে?  [চ. বো. '২৩: য. বো. '২০]
উত্তর: কোনো বস্তুর উপর এক বা একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি কাজ করে অর্থাৎ বস্তুর ত্বরণ হয় তখন বস্তুটি সাম্যাবস্থায় থাকে না। যে বল বা বলগুলো এ অসাম্যাবস্থার সৃষ্টি করে তাকে অসাম্য বল বলে।

প্রশ্ন ১৩। ভরবেগ কাকে বলে?  [য: বো, '২৪; কু. বো, '২০]
উত্তর: কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে।

প্রশ্ন ১৪। ভরবেগ সংরক্ষণ সূত্রটি বিবৃত কর'।  [য. বো. ২২, '১৭; কু. বো. '২২: দি. বো. '২৩]
উত্তর: ভরবেগের সংরক্ষণ সূত্রটি হলো- একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না।

প্রশ্ন ১৫। বলের ঘাত কী?  [মির্জাপুর ক্যাডেট কলেজ, টাংগাইল।
উত্তর: কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং এর ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলা হয়।

প্রশ্ন ১৬। ঘাত বল কী? সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ়, টঙ্গী, গাজীপুর। 
উত্তর: খুব অল্প সময়ের জন্য যে বল প্রযুক্ত হয়, তাই ঘাত বল।

প্রশ্ন ১৭। নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি লিখ।  [কু. বো. '১৭: চ. বো. '১৭: ব. বো. '২৩: দি. বো. '২২]
উত্তর: নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি হলো- বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।

প্রশ্ন ১৮। এক নিউটন (IN) বল কাকে বলে? (মাইলস্টোন কলেজ, ঢাকা। ]
উত্তর: যে পরিমাণ বল 1 kg ভরের কোনা বস্তুর উপর ক্রিয়া করে 1`ms^-2` ত্বরণ সৃষ্টি করে তাকে এক নিউটন (1N) বল বলে।

প্রশ্ন ১৯। মহাকর্ষ বল কী?  [সি, বো: '১৭]
উত্তর: এ মহাবিশ্বে প্রত্যেক বস্তু একে অপরকে একটি বল দ্বারা আকর্ষণ করে। মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যকার এ পারস্পরিক আকর্ষণ বলই মহাকর্ষ বল।

প্রশ্ন ২০। অভিকর্ষ বল কী?  [সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ঢাকা]
উত্তর: কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলে।

প্রশ্ন ২১। নিউটনের তৃতীয় সূত্রটি লিখ।  [সি. বো. '২৩]  [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
উত্তর: নিউটরে তৃতীয় সূত্রটি হলো- যখন একটি বস্তু অন্য একটি বস্তুর ওপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুটির ওপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে।

প্রশ্ন ২২। নিউটনের ৩য় সূত্র হতে কোন সূত্রটি বের করা যায়? [নোয়াখালী জিলা স্কুল, নোয়াখালী।
উত্তর: নিউটনের ৩য় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র বের করা যায়।

প্রশ্ন ২৩। ঘর্ষণ কী? [ঢা. বো, '১৫: রা. বো. '২৩: কু. বো. '২০; দি. বো. '২৪] অথবা, ঘর্ষণ বল কাকে বলে?
উত্তর: একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়, এ বাধাকে ঘর্ষণ বলে এবং গতির বিরুদ্ধে যে বল উৎপন্ন হয় তাকে ঘর্ষণ বল বলে।

প্রশ্ন ২৪।প্রবাহী ঘর্ষণ কাকে বলে?  [সি. বো. '২০; ম. বো. '২০]
উত্তর: কোনো বস্তু প্রবাহী পদার্থের মধ্যে গতিশীল হলে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে প্রবাহী ঘর্ষণ বলে।

প্রশ্ন ২৫।আবর্ত ঘর্ষণ কাকে বলে?   [ঢা. বি. '২২: দি. বো. '২০]
উত্তর: একটি বস্তু অপর একটি তলের উপর দিয়ে গড়িয়ে চলার সময় গতির বিরুদ্ধে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ বলে।

প্রশ্ন ২৬। পিছলানো ঘর্ষণ বা বিসর্প ঘর্ষণ কী? [য. বো. '১৬; ব. বো. '২০]
উত্তর: একটি বস্তু যখন অন্য একটি বস্তু তথা তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘষে চলতে চেষ্টা করে বা চলে তখন যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে পিছলানো ঘর্ষণ বা বিসর্প ঘর্ষণ বলে।


Made with Love by

NewsLite Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which i…
To Top