Tag Question

ZAHIDUL SAAD CLASSROOM
0

 


TAG QUESTIONS

'Tag' শব্দের অর্থ জুড়ে দেওয়া। বক্তার বক্তব্যের প্রতি সমর্থন পাওয়ার জন্য বিবৃত/স্বীকৃতিমূলক/আদেশ/অনুরোধ/নিষেধমূলক বাক্যের শেষে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয়, তাকে Tag Question বলে।

Tag Question করার নিয়মাবলি

1. প্রথমে প্রদত্ত Sentence-টি (যে Sentence-এ Tag Question করতে বলা হবে) অপরিবর্তিত অবস্থায় বসবে।

2. প্রদত্ত Sentence-এর শেষে full stop-এর পরিবর্তে সেখানে comma (,) দিতে হবে।

3.অতঃপর প্রদত্ত Sentence-এর Subject-এর Number, Person Tense অনুসারে Auxiliary verb (সাহায্যকারী ক্রিনয়া) 3. বসবে।

4.প্রদত্ত Sentence-টি Negative (না-বোধক) হলে Tag Question-টি Affirmative (হ্যাঁ-বোধক) হবে।

5. প্রদত্ত Sentence-টি Affirmative হলে তার Tag question-টি Negative হবে। Affirmative Sentence-এর সাথে যুক্ত Negative Tag Question-টি (Not-এর সংক্ষিপ্ত রূপ n't)-সহ Contracted form অর্থাৎ সংক্ষিপ্ত বা সংকুচিতরূপে থাকবে।

6.  সবসময়ই Tag question-এ Auxiliary verb-এর পরের Subject-টি প্রদত্ত Sentence-এর মূল Subject-এর Pronoun হবে.

7. Tag Question-এর শেষে প্রশ্নবোধক চিহ্ন বা Note of Interrogation (?) বসবে।

বিভিন্ন ধরনের Sentence-এর Tag Question করার নিয়মসমূহ

Rule-01

যেখানে Auxiliary verb কিংবা Be verb থাকবে সেখানে Tag Question-এর জন্য সেই Auxiliary verb-টিই Be

verb হিসেবে ব্যবহৃত হবে। যেমন-He is a student, isn't he?

You will go, won't you?

যেখানে Be verb কিংবা Auxiliary verb থাকবে না সেখানে, Tense ও Person অনুসারে Auxiliary verb হিসেবে do, did বা docs ব্যবহৃত হবে। যেমন- Abdul Karim works, doesn't he?

Present Indefinite Past Indefinite Tense-এর Tag Question করার নিয়ম:

(i) প্রদত্ত Sentence-টি অপরিবর্তিত অবস্থায় বসবে।

(ii) Sentence-টির শেষে কমা (,) বসবে।

(iii) Sentence-টি Affirmative হলে এর Subject ও Person অনুসারে Present Indefinite Tense-এ don't বা, doesn't বসে। (Subject Third Person Singular Number হলে Verb-এর সাথে 's' বা 'es' থাকলে সেখানে doesn't বসে। আর সবক্ষেত্রে don't হবে।) প্রদত্ত Sentence-টি Past Indefinite-এ থাকলে didn't বসে। প্রদত্ত Sentence-টি Negative হলে Subject-এর পূর্বে শুধু do বা does অথবা did বসে।

(iv) তারপর Subject বসবে। প্রদত্ত Sentence-এর Subject-টি Noun হলে তার Pronoun-রূপটি বসে এবং Subject Pronoun হলে তা সরাসরি বসে।

(v) শেষে প্রশ্নবোধক চিহ্ন বা Note of Interrogation (?) বসে। যেমন-

(a) Salam writes a letter.? Ans. Salam

writes a letter, doesn't he?

(b) Rehana drank water? Ans. Rehana drank water. didn't she?

(c) He doesn't play. -? Ans. He doesn't play, does he?

(d) He didn't go there, ? Ans. He didn't go there, did he?

(e) We didn't take tea, -? Ans. We didn't take tea, did we?

(f) We watch a TV programme, ? Ans. We watch a TV programme, don't we?

( g) They worked hard, ? Ans. They worked hard, didn't they?

(h) You played football, Ans. You played football, didn't you?

Note: Present Indefinite Tense-এ কখনো কখনো do, Verb-সহ Affirmative form-এ থাকতে পারে। সেক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। যেমন- You do take sugar in tea, don't you?


Rule-02

সাহায্যকারী Verb-যুক্ত Sentence-এর Tag Question করতে হলে-

(i) প্রথমে প্রদত্ত Sentence-টি অপরিবর্তিত অবস্থায় বসে।

(ii) Full stop উঠে সেখানে Comma (,) বসে।

(iii) প্রদত্ত Sentence-টি Negative হলে প্রদত্ত Auxiliary verb বসে এবং তার পরেই Subject-এর Pronoun বসে।

(iv) প্রদত্ত Sentence-টি Affirmative হলে প্রদত্ত Sentence-এর Auxiliary verb-এর Contracted form (সংক্ষিপ্ত রূপ) + n't বসে

(v) প্রদত্ত Sentence-এর Subject বসে। প্রদত্ত Sentence-এর Subject, Noun হলেও সবসময় তার Pronoun-টি হবে Tag Question-এর Subject.

(vi) শেষে Note of Interrogation (প্রশ্নবোধক চিহ্ন) বসবে। যেমন-

Aftab is playing, isn't he?

I am not old, am I?

They are drinking water, aren't they?

Shahid is not playing, is he?

I was reading a newspaper, wasn't I?

Rafiq has done his duty, hasn't he?

They could do the sum, couldn't they?

I shall go there, shan't I?

We should love our country, shouldn't we?

Note: Amrmative Sentence- Auxiliary verb-টি Contracted form-এ দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে Contracted form-টি চিনতে না পারলে Tag Question গঠনে ভুল হবার সম্ভাবনা থাকে। Auxiliary verb-গুলোর Contracted form নিচে উল্লেখ করা হলো.

প্রকৃত রূপ

সংক্ষিপ্ত রূপ

প্রকৃত রূপ

সংক্ষিপ্ত রূপ

I have

I've

I had

I'd

We have

We've

We had

We'd

You have

You've

You had

You'd

They have

They've

He had

He'd

He has

He's

She had

She'd

She has

She's

They had

They'd

It has

It's

 

 

 

নিচে আরো কিছু Auxiliary verb-এরে Contracted form উল্লেখ করা হলো

প্রকৃত রূপ

সংক্ষিপ্ত রূপ

প্রকৃত রূপ

সংক্ষিপ্ত রূপ

I am

I'm

I will

I'll

We are

We're

We will

We'll

You are

You're

You will

You'll

He is

He's

He will

He'll

She is

She's

She will

She'll

It is

It's

It will

It'll

They are

They're

They will

They'll

There are/has

There's

There will

There'll

I had/would

I'd

You had/would

You'd

She had/ would

She'd

We had/would

We'd

He had/would

He'd

It had/would

It'd

There had

There'd

They had/would

They'd

 

Examples

1. That's the postman, ?  Ans. That's the postman, isn't he?

2. I've done my duty. -? Ans. I've done my duty, haven't I?

3. It'll dance,-? Ans. It'll dance, won't it?

4. We aren't naughty, -? Ans. We aren't naughty, are we?

5. I am not wrong. -? Ans. I am not wrong. am I?

6. I shan't go to cinema, -? Ans. I shan't go to cinema, shall I?

7. He's going to market,?.  Ans. He's going to market, isn't he?

 8. Rabbi hasn't done it. -? Ans. Rabbi hasn't done it, has he?

N.B. আবার Affirmative Sentence-এর Tag Question যেহেতু Negative হয়, সেহেতু এ জাতীয় Contracted form (সংকুচিত রূপ) জানার পাশাপাশি Auxiliary verb-গুলো জানা অত্যাবশ্যক .

English language-এ মোট ২৪টি Auxiliary verb আছে। এগুলোর মধ্যে ১১টি সাধারণ Auxiliary এবং ১৩টি Modal Auxiliary এগুলো হলো:

সাধারণ Auxiliary

Verb to 'be'  am, is, are, was, were = 5

Verb to 'have  have, has, had = 3

Verb to 'do  do, does, did = 3

Modal Auxiliary

Shall  Should  =2

Will  Would =2

Can Could = 2

May  Might = 2

Dare, Need, Must, Ought to, Used to = 5

Negative Contracted form of different Auxiliaries

প্রকৃত রূপ

সংক্ষিপ্ত রূপ

উচ্চারণ

প্রকৃত রূপ

সংক্ষিপ্ত রূপ

উচ্চারণ

Am not

Aren't

আরন্ট

Should not

Shouldn't

শুডন্ট

Is not

Isn't

ইজন্ট

Will not

Won't

ওন্ট

Are not

Aren't

আরনট

Would not

Wouldn't

উডন্ট

Was not

Wasn't

ওয়াজন্ট

Cannot

Can't

কান্ট

Were not

Weren't

ও-এআরন্ট

Could not

Couldn't

কুডন্ট

Do not

Don't

ডোন্ট

May not

Mayn't

মেন্ট

Does not

Doesn't

ডাজন্ট

Might not

Mightn't

মাইটন্ট

Did not

Didn't

ডিডন্ট

Must not

Mustn't

মাসন্ট

Have not

Haven't

হ্যান্ডন্ট

Need not

Needn't

নীডন্ট

Has not

Hasn't

হ্যাজন্ট

Dare not

Daren't

ডেআরন্ট

Had not

Hadn't

হ্যাডন্ট

Ought not

Oughtn't

অটন্ট

Shall not

Shan't

শ্যান্ট

Use not

Usen't

ইউজন্ট

 

Rule-03

Negative Sentence-এর শেষে Non-negative Tag ব্যবহৃত হয়। এ ধরনের Sentence-এ Tag question করার নিয়ম হলো

(i) প্রথমে প্রদত্ত Sentence-টি অপরিবর্তিত অবস্থায় বসে।

(ii) Comma বসে।

(iii) Auxiliary verb-টি বসে। (Contracted form হবে না। এরূপ ক্ষেত্রে প্রদত্ত Sentence-এ Auxiliary verb-টি Contracted form-এ থাকলে তার মূল রূপটি Tag question-এ বসবে।)

(iv) তারপর Subject (Noun থাকলে তা Pronoun হবে)।

(v) শেষে প্রশ্নবোধক চিহ্ন (Note of Interrogation) বসে। যেমন: I am not an actor, am I?

Rana is not going to school, is he?      Muhin did not sing a song, did he?


Rule-04

প্রদত্ত Sentence, I am যুক্ত Affirmative Sentence হলে তার Tag question হবে 'aren't I?' যেমন- I am a student, aren't I?  I am late, aren't I?


Rule-05

Imperative Sentence-এ কাউকে কোনো কিছু আহ্বান বা আমন্ত্রণ জানালে British English-এ সাধারণত won't

you? ব্যবহৃত হয়। যেমন Sing a song, won't you?

Come and sit, won't you?

Say something, won't you?


Rule-06

Imperative Sentence-এ কাউকে কোনো কিছু করতে বললে will you?/would you?/can you?/can't you?/couldn't you? ইত্যাদি বসবে। কাউকে কোনো কিছু করতে বললে (যা করা উচিত, না করা ঠিক নয়) এমন ক্ষেত্রে can't + Subject দ্বারা Tag গঠন করতে হবে। যেমন Call him aloud, can't you?

Work hard to succeed, can't you?

Open the door, will you?

Give me a hand, will you?


Rule-07

Imperative Sentence 'Let us' বা Let's দিয়ে শুরু হলে উক্ত Sentence-এর শেষে Tag question হিসেবে Shall we যুক্ত হবে। যেমন- Let us go out for a walk, shall we?

Let's do the work, shall we?


Rule-08

There-যুক্ত Sentence-এর Subject হিসেবে there-ই হবে। যেমন : There are some problems, aren't there?

There is no opportunity now, is there?

There weren't any problem, were there?

There is a school in our village, Isn't there?


Rule-09

যেসব Sentence-এ never, nobody, hardly, scarcely, few, little-এর মতো Negative word থাকে সেসব বাক্যের শেষে Non-negative Tag ব্যবহৃত হয় এক্ষেত্রে Tag question গঠিত হবে Subject, Number, Person Tense অনুসারেই। যেমন

You never say what you are thinking, do you?

It's hardly rained in winter, has it?

He has few reasons for staying, has he?

Few politicians are really good, are they?


Rule-11

প্রদত্ত Sentence-এ nobody, somebody, everybody, no one ইত্যাদি বোঝাতে Tag question-এ Subject হিসেবে they ব্যবহৃত হয়। Nobody, no one-এর ক্ষেত্রে Non-Negative or Positive Tag এবং somebody. everybody-এর ক্ষেত্রে Tag Negative হবে। যেমন-

Nobody phoned ,.did they?

Nobody was late, were they?

Somebody called you, didn't they? Somebody wanted a drink, didn't they?

Everybody loves flower, don't they?


Rule-12

প্রদত্ত বাক্যে Non-auxiliary 'have' যদি অবস্থা বোঝায় (referring to state) তবে British English-4 Tag question have verb বা do verb দ্বারা গঠন করা যায়। (তবে American English-এ do verb-ই ব্যবহৃত হয়) এক্ষেত্রে Sentence-এর Number, Person Tense অনুসারে have, has, had বা do, does did ব্যবহৃত হয়।

যেমন-

Your father has a bad luck, hasn't he?/doesn't he?

I had a bad headache yesterday, hadn't I?/ didn't I?


Rule-13

কোনো 'Sentence-এ used to থাকলে উক্ত Sentence-টি Tag question-এ পরিবর্তন করতে প্রদত্ত Sentence Affirmative হলে didn't বসে এবং Negative হলে did বসে। তারপর প্রদত্ত Sentence-এর অনুরূপ Subject বসে। তবে কখনো used to-এর to বসে না। যেমন

You used to like him, didn't you?

The boy used to eat junk food, didn't he?

They used to play football in the afternoon, didn't they?


Rule-14

 Sentence- ought to থাকলে তার Tag question-এ oughtn't বসবে।এবং প্রদত্ত Sentence-টি Negative হলে শুধু ought বসে। তারপর Subject এবং প্রশ্নবোধক চিহ্ন বসবে। Oughtn't এর সাথে to বসবে না। যেমন-

We ought to love our country, oughtn't we?

 We ought not disobey our parents, ought we?

N.B: American English-এ Interrogative এবং Contracted form negative-4 ought to-এর ব্যবহার নেই বললেই চলে। এর পরিবর্তে should ব্যবহৃত হয়.


Rule-15

Tag question-যুক্ত Sentence-এ প্রদত্ত পূর্ববর্তী clause-এ Pronoun Subject এবং Auxiliary verb বাদ দেওয়া সাধারণ ঘটনা, একে ellipsis (বা এক অথবা একাধিক শব্দ উহ্য রেখে বাক্য গঠন) বলে। এক্ষেত্রে ভাব ও অর্থ বুঝে Tag question করতে হয়। যেমন-

(You are) Muslim, aren't you?

 (It's) a nice day, isn't it?


Rule-16

Informal English-এ Exclamatory sentence-এর Tag question করা হয়। যেমন-

What a nice bird it is, isn't it?"

 How beautiful the girl is, isn't she?


Rule-17

প্রদত্ত বাক্যে moon, earth, river, motherland, country, ship, ferry, train ইত্যাদি Feminine Gender হিসেবে গণ্য করা হয়। তাদের পরিবর্তে she বসে। যেমন-

Bangladesh is our motherland, Isn't she?

The moon shines at night, doesn't she?

Japan is a prosperous country, isn't she?


Rule-18

প্রদত্ত বাক্যে Subject যদি ইতর প্রাণী, ছোট শিশু, জড় পদার্থ ইত্যাদি হয় তবে Tag question-এ 'it' Subject হিসেবে ব্যবহৃত হয়। যেমন

The baby is crying, isn't it?

My pen writes well, doesn't it? A cat catches mice, doesn't it?


Rule-19

প্রদত্ত Sentence-এ had better থাকলে Tag question- hadn't এবং would rather থাকলে wouldn't বসে।

যেমন- You'd better stay, hadn't you?

You would rather go, wouldn't you?

কিন্তু You'd go to school, wouldn't you? You'd gone to school, hadn't you?


Rule-20

Imperative Sentence দ্বারা আদেশ, উপদেশ, প্রস্তাব বোঝালে Tag question গঠিত হবে shall/will + Subject সহযোগে। কিন্তু অনুরোধ বোঝালে won't you সহযোগে Tag question হবে। যেমন-

Let's go back, shall we?

Please lend me some money, won't you?

Please give me a glass of water, won't you?


Rule-21

যদি Sentence-এ Subject হিসেবে One থাকে তবে Tag question-এ One/they subject হিসেবে ব্যবহৃত হয়।

যেমন-One can eat a dozen apple, can't one/can't they?

One should do one's duty, shouldn't one/shouldn't they?


Rule-22

প্রদত্ত Sentence-এ Subject হিসেবে this, that থাকলে Tag question-এ এর Subject it হয়। আবার প্রদত্ত Sentence-এর Subject যদি these বা those হয় তা হলে Tag question-এর Subject they হয়। যেমন-

This is a pen, isn't it?

This is a doll, isn't it?

These are books, aren't they?

That was Rahim's book, wasn't it?


Rule-23

প্রদত্ত Sentence বা Statement-এর শুরুতে কোনো Adjective-এর পূর্বে the বসে Common Noun হিসেবে বাক্যের Subject রূপে বসলে তাকে Plural-রূপে বিবেচনা করা হয় এবং এক্ষেত্রে Tag question-এর Subject হিসেবে they হবে। যেমন-

The rich are not always happy, are they?

The pious are always happy, aren't they?

The rich should help the poor, shouldn't they?


Rule-24

যেসব Present Indefinite Past Indefinite Tense 'Verb to be' অর্থাৎ (am, is, are, was, were) বা Verb to have (have, has, had) দ্বারা গঠিত হয় তাদের Tag question করতে do, does বা did-এর সাহায্য নিতে হয় না। শুধু সে Verb 'to be' বা Verb 'to have' দ্বারা গঠিত প্রদত্ত Sentence লিখে কমা দিয়ে সেই Auxiliary verb লিখতে হবে (এবং Statement affirmative হলে n't যুক্ত হবে, Negative হলে n't. যুক্ত হবে না); তারপর Subject-এরPronoun বসবে এবং শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন বসবে। কিন্তু am থাকলে aren't হবে। যেমন-

He is a student, isn't he?

I am a student, aren't I?

He had a pet, hadn't he?

She was a girl, wasn't she?

I am not a teacher, am I?


Rule-25

Sentence 'It' দিয়ে শুরু হলে Tag question-এও 'it' Subject হবে। যেমন-

It is very nice, isn't it?

It is not very hard, is it?


Rule-26

Common gender-রূপে ব্যবহৃত Singular Noun-এর পর Tag question-এ শুধু he বসে। She বা they হবে না। যেমন-

It is all right, isn't it?

A teacher teaches his students, doesn't he?

A doctor serves the sick, doesn't he?

 Man is mortal, isn't he?


Rule-27

Main verb বা Action verb-যুক্ত Exclamatory Sentence-এর পর Tag question-রূপে don't, doesn't, didn't বসে। যেমন-

What a hard work he did, didn't he?

 How well he played, didn't he?

How well she sings, doesn't she?


Rule-28

Statement-টিতে যদি has been, have been, had been থাকে তবে Tag question-এ শুধু has, have বা had Auxiliary হিসেবে ব্যবহৃত হয়। যেমন-

She has been suffering from fever for a week, hasn't she?

He had been waiting for you, hadn't he?

 He has been reading for three hours, hasn't?


Rule-29

কোনো Sentence বা Statement-এ যদি some of, none of, many of, most of, any of থাকে তবে তার Tag question-এ সব বাদ দিতে হবে। এক্ষেত্রে Tag question-এর Subject হিসেবে they বা it হবে। যেমন-

Some of the fishes were rotten, weren't they?

 Most of the students are gentle, aren't they?

None of them can do the work, can they?

Some of it is bad, isn't it?


Rule-30

i) Complex Sentence-এর Tag question করার ক্ষেত্রে সাধারণত Main Clause-এর verb-টি Tag question রূপে ব্যবহৃত হয়। তবে Subordinate Clause-এর বক্তব্যটি যদি অধিক গুরুত্বপূর্ণ হয়, সেক্ষেত্রে Subordinate Clause-এর verb-টি Tag question-রূপে ব্যবহৃত হয়। যেমন-

What he told was true, wasn't it?

I know that he is honest, isn't he?

(ii) Compound Sentence-এর Tag question করার ক্ষেত্রে যে-কোনো অংশের Verb-টি Tag question-রূপে ব্যবহৃত হতে পারে। তবে যে অংশের উপর বেশি গুরুত্ব (emphasis) প্রদান করা হয়, সে অংশের verb-টি সাধারণত Tag question রূপে ব্যবহৃত হয়। যেমন-

It is a good book and everybody likes it, isn't it?/don't they?

 I lent him money but he did not give it back, did he?


  • Older

    Tag Question

Post a Comment

0 Comments
Post a Comment (0)

Made with Love by

NewsLite Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which i…
To Top