এস.এস.সি || জীববিজ্ঞান অধ্যায় - ১: জীবন পাঠ
১. অ্যারিস্টটল ছিলেন?
ক) দার্শনিকখ) চিকিৎসকগ) শিক্ষকঘ) সাহিত্যিক২. প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের সম্পর্ক বিষয়ক বিজ্ঞানকে কী বলে?ক) Agricultureখ) Soil scienceগ) Embryologyঘ) Ecology৩. পৃথিবীর প্রথম জীবের আগমনের পূর্বে কোন বিজ্ঞানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল?ক) উদ্ভিদবিজ্ঞানখ) প্রাণিবিজ্ঞানগ) প্রকৃতি বিজ্ঞানঘ) জীববিজ্ঞান৪. রক্ত সংবহনতন্ত্র পেশিতে রক্তের মাধ্যমে জোগান দেয়-
i. অক্সিজেন
ii. পুষ্টি
iii. খাদ্য
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৫. কেমোসিনথেটিক বা ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে কোন রাজ্যের জীব?ক) মনেরাখ) প্রোটিস্টাগ) ফাইজাইঘ) প্লানটি৬. জীববিজ্ঞানের জনক কে?ক) লিনিয়াসখ) অ্যারিস্টটলগ) থিওফ্রাসটাসঘ) ডাল্টন হুকার৭. ক্যারোলাস লিনিয়াস তার Systema Naturac নামক গ্রন্থে-
i. দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন
ii. গণ ও প্রজাতির সংজ্ঞা দেন
iii. জীবজগতকে ৫টি রাজ্যে ভাগ করেন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৮. এদের বৈশিষ্ট্য হলো-
i. ক্লোরোপ্লাস্ট বর্তমান
ii. কোষ বিভাজন মিয়োসিস
iii. খাদ্য গ্রহণ শোষণ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৯. Whittaker Five kingdom-এর প্রস্তাব করেন কত সালে?ক) ১৯৮৫ সালেখ) ১৯৭৫ সালেগ) ১৯০৩ সালেঘ) ১৯৬৯ সালে১০. অ্যারিস্টটল খ্রীষ্টপূর্ব কত সালে জন্ম গ্রহণ করেন?ক) ৩৮১খ) ৩৮২গ) ৩৮৩ঘ) ৩৮৪১১. কোনটি এককোষী প্রোক্যারিওটিক জীব?ক) Protistaখ) Plantaeগ) Moneraঘ) Animalia১২. শ্রেণিবিন্যাসের মৌলিক একক কোনটি?ক) গণখ) গোত্রগ) উপ-প্রজাতি, গণ, গোত্রঘ) প্রজাতি১৩. বনসম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান কোনটি?ক) ফিশারিজখ) মৃত্তিকা বিজ্ঞানগ) ফরেস্ট্রিঘ) বায়োকেমিস্ট্রি১৪. Nymphea nouchali কোন পরিবেশে জন্মায়?ক) স্থলজ পরিবেশেখ) জলজ পরিবেশেগ) মরুজ পরিবেশেঘ) লবণাক্ত জলজ পরিবেশে১৫. টমাস কেভলিয়ার কত সালে প্রোটিস্টা জগতকে ভাগ করেন?ক) ২০০১খ) ২০০২গ) ২০০৩ঘ) ২০০৪১৬. অ্যানিম্যালিয়া রাজ্যভুক্ত জীবদের অনন্য বৈশিষ্ট্য কোনটি?ক) বহুকোষীখ) হেটাট্রাফিকগ) প্লাস্টিডহীনঘ) ভ্রূণস্তর সৃস্টি১৭. জীবের প্রাণ রাসায়নিক কার্য প্রণালি, রোগ ইত্যাদি কোন শাখার আলোচ্য বিষয়?ক) Physiologyখ) Chemistryগ) Biochemistryঘ) Biotechnology১৮. বহুকোষী শৈবালের বৈশিষ্ট্য কোনটি?ক) খাদ্য গলাধঃকরণ করেখ) এককোষী জীবগ) এরা উদ্ভিদ বা প্রাণী নয়ঘ) নিজে খাদ্য তৈরি করতে পারে১৯. ফানজাই রাজ্যের জীবগুলো-
i. মৃতজীজী ও পরজীবী
ii. কাইটিন বস্তু দিয়ে গঠিত কোষপ্রাচীরবিশিষ্ট
iii. সালোকসংশ্লেষণে সক্ষম
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২০. তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়?ক) ভৌত জীববিজ্ঞানখ) ফলিত জীববিজ্ঞানগ) উদ্ভিদবিজ্ঞানঘ) প্রাণিবিজ্ঞান২১. কোষের গঠন, কার্যাবলি ও বিভাজন সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়?ক) Morphologyখ) Anatolmyগ) Histologyঘ) Cytology২২. কেভলিয়ার স্মিথ জীবজগৎকে মোট কয়টি রাজ্যে ভাগ করেছেন?ক) ৬খ) ৫গ) ৪ঘ) ৩২৩. কোন বিজ্ঞানে জীবনহীন পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়?ক) ভৌত বিজ্ঞানে ও জড়বিজ্ঞানেখ) পরিবেশ বিজ্ঞানেগ) জীববিজ্ঞানে ও জড়বিজ্ঞানেঘ) কৃষি বিজ্ঞানে ও ভৌত বিজ্ঞানে২৪. টমাস কেভলিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন?ক) অক্সফোর্ডখ) স্টামফোর্ডগ) নিউইয়র্কঘ) ক্যালিফর্নিয়া২৫. দ্বিপদ নামের দ্বিতীয় অংশটি কী?ক) প্রজাতিখ) গণগ) রাজ্যঘ) শ্রেণি২৬. প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি?ক) জীববিজ্ঞানখ) কৃষিবিজ্ঞানগ) উদ্যানবিজ্ঞানঘ) উদ্ভিদবিজ্ঞান২৭. ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম কী?ক) Plasmodium vivaxখ) Vibrio choleraeগ) Apis indicaঘ) Copsychus saularis২৮. ক্যারোলাস কোন দেশের অধিবাসী ছিলেন?ক) সুইডেনখ) স্পেনগ) গ্রিকঘ) ইংল্যান্ড২৯. “শোষণ” পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে কোন রাজ্যভুক্ত জীবেরা?ক) মনেরাখ) প্রোটিস্টাগ) ফানজাইঘ) প্লানটি৩০. ফাস্ট ফুডে কোনটির অভাব রয়েছে?ক) শ্বেতসার ও আমিষখ) আমিষ ও স্নেহ পদার্থগ) স্নেহ পদার্থঘ) ভিটামিন ও খনিজ পদার্থ৩১. জীববিজ্ঞানের স্বতন্ত্র শাখা নিচের কোনটি?ক) জীবপরিসংখ্যান বিদ্যানখ) অঙ্গসংস্থান বিদ্যাগ) শারীরবিদ্যাঘ) শ্রেণিবিন্যাস বিদ্যা৩২. Monera কিংডমের রিকম্বিনেশন-
i. একমুখী
ii. দ্বিমুখী
iii. ভাইরাস নিয়ন্ত্রিত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৩. জীব পরিসংখ্যান বিষয়ক শাখা কোনটি?ক) Biostatisticsখ) Statisticsগ) Soil scienceঘ) Botany৩৪. মনেরা রাজ্যের জীবদের কোষে অনুপস্থিত-
i. রাইবোসোম, ক্রোমাটিন বস্তু
ii. প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া
iii. এন্ডোপ্লাজমিক জালিকা, নিউক্লিওলাস
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৫. জীববিজ্ঞানের প্রধান শাখা কয়টি?ক) ২টিখ) ৩টিগ) ৪টিঘ) ৫টি৩৬. প্লাস্টিডবিহীন জীব-
i. প্রথম নমুনা
ii. দ্বিতীয় নমুনা
iii. চতুর্থ নমুনা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩৭. জড় পদার্থের গুণাগুণ কোন শাখায় পর্যালোচনা করা হয়?ক) প্রাণিবিজ্ঞানখ) উদ্ভিদবিজ্ঞানগ) চিকিৎসাবিজ্ঞানঘ) পদার্থবিজ্ঞান ও রসায়ন৩৮. হুইটটেকার কত সালে ফাইভ কিংডম পদ্ধতি প্রস্তাব করেন?ক) ১৯৬৬খ) ১৯৬৭গ) ১৯৬৮ঘ) ১৯৬৯৩৯. কোনটি বিজ্ঞানের অন্যতম মৌলিক শাখা?ক) অণুজীববিজ্ঞানখ) জীববিজ্ঞানগ) মৎসবিজ্ঞানঘ) মৃত্তিকাবিজ্ঞান৪০. পেশিতে O2, পুষ্টি ও শক্তি যোগায় কোনটি?ক) পরিপাকতন্ত্রখ) পৌষ্টিকতন্ত্রগ) শ্বসনতন্ত্রঘ) রক্ত সংবহনতন্ত্র৪১. ICBN স্বীকৃত শ্রেণিবিন্যাসের ধাপসমূহ বড় থেকে ছোট ক্রমধারায় নিম্নরূপ-ক) Kingdom>Phylum>Class>Order>Family>Genus>Speciesখ) Phylum>Class>Order>Family>Genus>Speciesগ) Class>Phylum>Order>Family>Genus>Speciesঘ) কোনটিই সঠিক নয়৪২. মাশরুমের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত?ক) লিপিডখ) লিগনিনগ) কাইটিনঘ) সুবেরিন৪৩. শ্রেণিবিন্যাসের লক্ষ্য মূলত কয়টি?ক) একটিখ) দুটিগ) চারটিঘ) পাঁচটি৪৪. বিরূপ পরিবেশে জীবের অস্তিত্ব রক্ষায় কোনটির ভূমিকা অপরিসীম?ক) চিকিৎসাবিজ্ঞানখ) কৃষিবিজ্ঞানগ) মৃত্তিকা বিজ্ঞানঘ) জীববিজ্ঞান৪৫. জীববিজ্ঞানের ভৌত শাখা হলো-
i. কীটতত্ত্ব
ii. কোষবিদ্যা
iii. শারীরবিদ্যা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) i ও iiiগ) iiiঘ) ii ও iii৪৬. দেহে জটিল টিস্যুতন্ত্র থাকে কোন রাজ্যে?ক) মনেরাখ) প্রোটিস্টাগ) ফানজাইঘ) অ্যানিমেলিয়া৪৭. Applied Biology এর অন্য নাম-
i. মৌলিক জীববিজ্ঞান
ii. ভৌত জীববিজ্ঞান
iii. ফলিত জীববিজ্ঞান
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) iiiঘ) i, ii ও iii৪৮. এন্ডোক্রাইলোলজিতে কী নিয়ে আলোচনা করা হয়?ক) এনজাইমখ) হরমোনগ) যকৃতঘ) কোষ৪৯. এককোষী প্রাণীরা বেঁচে থাকার জন্য ব্যবহার করে-
i. অক্সিজেন
ii. পুষ্টি
iii. শক্তি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৫০. ভবিষ্যতে সব জীবের বর্ণনা শেষ হলে আনুমানিক সংখ্যা কত দাঁড়াবে?ক) প্রায় এক কোটিখ) প্রায় দেড় কোটিগ) প্রায় দুই কোটিঘ) প্রায় আড়াই কোটি৫১. বিজ্ঞানের কোন শাখায় জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ক জ্ঞান আলোচনা হয়?ক) Endocrinologyখ) Embryologyগ) Physiologyঘ) Palaceontology৫২. নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত?ক) বাস্তুবিদ্যাখ) ফার্মেসিগ) জীবভূগোলঘ) জেনেটিক্স৫৩. উদ্ভিদ জগতের শ্রেণিবিস্যাসের সুনির্দিষ্ট ধাপগুলোকে কী বলে?ক) কিংডমখ) ডিভিশনগ) ক্লাসঘ) ট্যাক্সা৫৪. শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য হলো-
i. পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষেপে উপস্থাপন
ii. জীবজগৎ সংরক্ষণ
iii. প্রজাতির সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৫৫. দ্বিপদ নামকরণের ভাষা কোনটি?ক) ইংরেজিখ) স্পেনিসগ) গ্রিকঘ) ল্যাটিন৫৬. জীববিজ্ঞান শিক্ষায় জয়লাভ করা যায়-
i. উদ্ভিদ সম্পর্কে
ii. প্রাণী সম্পর্কে
iii. মানবজীবন সম্পর্কে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৫৭. টমাস কেভলিয়ার স্মিথ জীবজগতের Protista কে কয়টি ভাগে ভাগ করেন?ক) ২টিখ) ৩টিগ) ৪টিঘ) ৫টি৫৮. দ্বিপদ নামকরণের জনক কে?ক) লিনিয়াসখ) উইলিয়াম হার্ভেগ) গ্রেগর জোহান মেন্ডেলঘ) অ্যারিস্টটল৫৯. জীবটির ক্ষেত্রে বলা যায়-
i. হেটারোট্রফিক ও জটিল টিস্যু
ii. ডিপ্লয়েড গ্যামেট সৃষ্টিকারী
iii. ভ্রূণ বিকাশ করে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৬০. আজ পর্যন্ত কত প্রজাতির প্রাণীর নামকরণ ও বর্ণনা করা হয়েছে?ক) প্রায় ১০ লক্ষখ) ৮ লক্ষগ) ১৫ লক্ষঘ) প্রায় ১৩ লক্ষ৬১. জীববিজ্ঞানে আলোচনা করা হয়-
(i) জীবের গঠন
(ii) জৈবনিক ক্রিয়া
(iii)জীবনধারা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৬২. উক্ত জীবগুলো কোন জগতভুক্ত?ক) মনেরাখ) প্রোটিস্টাগ) ফানজাইঘ) প্লানটি৬৩. জাতীয় পাখি দোয়েল-এর বৈজ্ঞানিক নাম কী?ক) Pantheratigrisখ) Copsychus saularisগ) Temualosailishaঘ) Apisindica৬৪. প্রোটিস্টা; কিংডম ভুক্ত, জীবদের বৈশিষ্ট্য হলো-
i. এককোষী বা বহুকোষী
ii. একক বা কলেনিয়াল বা ফিলামেন্টাস
iii. আদি কোষী
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৬৫. সমুদ্র সম্পর্কিত শাখা কোনটি?ক) Sea scienceখ) Oceanographyগ) Oceanologyঘ) Seaology৬৬. কোষে ক্রোমোটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলঅস ও নিউক্লিয়ার পর্গা নেই কোনটির?ক) Nostocখ) Spyrogyraগ) Penicilliumঘ) Shaccaro myces৬৭. প্রোটিস্টা রাজ্যভুক্ত জীবদের যৌন প্রজনন ঘটে কোন প্রক্রিয়ায়?ক) অ্যামাইটোসিসখ) কনজুগেশনগ) মাইটোসিসঘ) মিয়োসিস৬৮. সোনালী আঁশের (পাট) উদ্ভিদতাত্ত্বিক নাম কী?ক) Labeo rohitaখ) Catla catlaগ) Oryza sativaঘ) Corchorus capsularies৬৯. জীবের জীবন ও গুণাগুণ কোন শাখার আলোচ্য বিষয়?ক) জীববিজ্ঞানখ) প্রাণিবিজ্ঞানগ) রসায়নঘ) পদার্থবিজ্ঞান৭০. মালিহা সুন্দরবনে গিয়ে বাঘ, হরিণ, কুমির, বানর ইত্যাদি প্রাণী দেখলো। সে এগুলো সম্পর্কে বিস্তারিত জানবে কোন বিজ্ঞানে?ক) অণূজীব বিজ্ঞানেখ) বনবিজ্ঞানগ) পরিসংখ্যাবিদ্যাঘ) বনপ্রাণিবিদ্যা৭১. ইলিশের বৈজ্ঞানিক নাম কোনটি?ক) Tenualosa ilishaখ) Labeorohitaগ) Pantheraleoঘ) Pantheratigris৭২. শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য হলো-
i. জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা
ii. ভিন্নতা থেকে আহরিত জ্ঞানকে সংক্ষেপে উপস্থাপন করা
iii. জীবের নামকরণ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৭৩. Monera কিংডমের উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্যগ্রহণ করে-
i. শোষণ প্রক্রিয়ায়
ii. ফিটোসিনথেটিক প্রক্রিয়ায়
iii. কিমোসিনথেটিক প্রক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৭৪. Lebeo rohita দ্বারা কোনটি বোঝায়?ক) একটি জীব প্রজাতিখ) একটি জীব গোত্রগ) একটি জীব গণঘ) একটি জীব রাজ্য৭৫. দ্বিপদ নামের প্রথম অংশকে কী বলে?ক) Classখ) Orderগ) Genusঘ) Species৭৬. মাটি, মাটির গঠন ও পরিবেশ নিয়ে আলোচিত হয় কোন শাখায়?ক) Ecologyখ) Soil scienceগ) Environmentalঘ) Forestry৭৭. জীববিজ্ঞানের কোন শাখায় উৎপত্তি ও ক্রোমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়?ক) মরফোলজিখ) ইকোলজিগ) ইভোলিউশনঘ) সাইকোলজি৭৮. উদ্ভিদ, প্রাণী ও মানবজীবন সম্পর্কে জ্ঞান লাভ করা যায় কোন বিজ্ঞানের মাধ্যমে?ক) প্রকৃতিবিজ্ঞানখ) উদ্ভিদবিজ্ঞানগ) প্রাণিবিজ্ঞানঘ) জীববিজ্ঞান৭৯. জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয় কোন শাখায় আলোচিত হয়?ক) মৌলিক জীববিজ্ঞানেখ) ভৌত জীববিজ্ঞানেগ) ফলিত জীববিজ্ঞানেঘ) কৃষিবিজ্ঞানে৮০. Prokaryota পর্বেভুক্ত জীবেরা নিম্নলিখিত ধরনের-
i. আদিকোষ বিশিষ্ট এককোষী
ii. অণুবীক্ষণিক
iii. আদি কোষ বিশিষ্ট বহুকোষী
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৮১. দ্বিপদ নামের দ্বিতীয় অংশ কোনটির নাম থাকবে?ক) Classখ) Orderগ) Genusঘ) Species৮২. নিচের কোনটি মনেরা রাজ্যের অন্তর্গত?ক) সায়ানোব্যাকটেরিয়াখ) শৈবালগ) ছত্রাকঘ) উদ্ভিদ৮৩. জীবের বৈজ্ঞানিক নামে-
i. দুটি পদ থাকে
ii. প্রথম অংশটি প্রজাতির নাম
iii. দ্বিতীয় অংশের সব অক্ষর Small Letter হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৮৪. মনেরা জগতের জীব বিশেষ ক্ষেত্রে কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে?ক) রাসায়নিক সংশ্লেষণখ) শোষণগ) ব্যাপনঘ) অভিস্রবণ৮৫. নিচের কোন গ্রুপটি সঠিক?ক) T2 ফায TMVžভাইরাসžজগৎ:মনেরাখ) Mucor, Agaricusžশৈবালžজগৎ:প্রোটোকিটস্টাগ) ধান, নারকেলžনগ্নবীজীžজগৎ:প্লান্টঘ) কাঁঠাল, পেয়ারাžদ্বিবীজপত্রীžজগৎ:মনেরা৮৬. দ্বিপদ নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের এবং বাকিগুলো কী রকম হবে?ক) সবগুলো বড়খ) সবগুলো ছোটগ) একটি বড়, একটি ছোট করেঘ) যেকোনোটি৮৭. সাইটোলজিতে নিচের কোন বিষয়টি আলোচনা করা হয়?ক) জীবের শ্রেণিবিন্যাসখ) জীব কোষের গঠনগ) জীবের বিবর্তনঘ) টিস্যুর গঠন৮৮. জীবদেহের নানা অঙ্গ-প্রতঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি কোন শাখার আলোচ্য বিষয়?ক) Morphologyখ) Histologyগ) Cytologyঘ) Physiology৮৯. জীবদেহে নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি কোন শাখায় আলোচনা হয়?ক) ফিজিওলোজিখ) মরফোলজিগ) হিস্টোলজিঘ) সাইটোলজি৯০. তথ্যে প্রদত্ত নামগুলোর শব্দ কোন দেশি?ক) গ্রিকখ) ইংরেজিগ) ল্যাটিনঘ) হিব্রু৯১. ক্যারোসাস লিনিয়াস কোন দেশের প্রকৃতি বিজ্ঞানী ছিলেন?ক) জার্মানীখ) ইতালীগ) সুইডেনঘ) আমেরিকা৯২. গোলআলুর বৈজ্ঞানিক নাম কী?ক) Solanunখ) Oryzaগ) Tuberosumঘ) Labeo৯৩. বৈশিষ্ট্যগুলো দেখা যায় সঠিক?
i. ঈস্ট
ii. পেনসিলিয়াম
iii. মাশরুম
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৯৪. সৃষ্টি জগতে জীবকোষের মধ্যে কোন বিষয়টি একটি রহস্যপূর্ণ বিষয়?ক) শক্তি উৎপাদনখ) প্রাণের স্পন্দনগ) জৈবিক ক্রিয়াঘ) পুষ্টি গ্রহণ৯৫. জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়সমূহ জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়?ক) ফলিত জীববিজ্ঞানখ) ভৌত জীববিজ্ঞানগ) মৌলিক জীববিজ্ঞানঘ) ব্যবহারিক জীববিজ্ঞান৯৬. ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের জীব। এগুলো আমরা ব্যবহার করি-
i. সার হিসেবে
ii. খাদ্য হিসেবে
iii. ঔষধ প্রস্তুতিতে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৯৭. কোনটি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভূক্ত?ক) কীটতত্ত্বখ) প্রাণরসায়নগ) পরিবেশবিজ্ঞানঘ) জীব ভূগোল৯৮. মানুষসহ অন্যান্য প্রাণির জীবন, রোগ, প্রতিকার, প্রতিরোধ সম্পর্কিত বিজ্ঞান কোনটি?ক) ভ্রূণবিদ্যাখ) শারীরবিদ্যাগ) চিকিৎসাবিদ্যাঘ) জিন প্রযু্ক্তি৯৯. কীটপতঙ্গ নিয়ে আলোচিত হয় কোন শাখায়?ক) Zoologyখ) Entomologyগ) Microbiologyঘ) Parasitology১০০. পরিবেশ বিপর্যয় রোধ করার উপায় কোনটি?ক) ইকোলজির প্রয়োগখ) হিস্টোলজির প্রয়োগগ) ফিজিওলজির প্রয়োগঘ) জেনেটিক্সের প্রয়োগ১০১. Embryology (ভ্রুণবিদ্যা) এর আলোচ্য বিষয় কোনটি?ক) পৃথিবীতে প্রানের বিকাশখ) কোষের গঠনগ) ভ্রুণের পরিস্ফুটনঘ) হরমোন এর কার্যকারিতা১০২. জীবের গঠন, বৈজনিক ক্রিয়া এবং জীবনধারণ সম্পর্কে আলোচনা করা হয় কোন বিজ্ঞানে?ক) কোষবিদ্যাখ) শারীরবিদ্যাগ) বিবর্তন বিদ্যাঘ) জীববিদ্যা১০৩. পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবকে বিভিন্ন দলে বিভক্তিকরণকে কী বলে?ক) শ্রেণিকরণখ) শ্রেণিবিন্যাসগ) প্রজাতিকরণঘ) নামকরণ১০৪. জিন ও বংশগতির ধারা সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়?ক) হিস্টোলজিখ) এন্ডোক্রাইনোলজিগ) জেনেটিক্সঘ) ফার্মেসি১০৫. পরিবেশে আর্দ্রতা বৃদ্ধি পেলে কোনটি?ক) জীবাণুর বৃদ্ধিখ) জীবাণুর হ্রাসগ) ব্যাকটেরিয়ার হ্রাসঘ) ছত্রাকের হ্রাস১০৬. প্ল্যান্টি রাজ্যের জীবের বৈশিষ্ট্য-
i. ভ্রূণ সৃষ্টি হয়
ii. হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়
iii. আর্কিগোনিয়া তৈরি হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১০৭. জীবের জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয় কোন শাখায়?ক) জীবভূগোলেখ) প্রত্নতত্ত্ববিদ্যায়গ) কীটতত্ত্বেঘ) সমুদ্র বিজ্ঞানে১০৮. জীবের শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ একক কোনটি?ক) গণখ) পর্বগ) জগৎঘ) প্রজাতি১০৯. জীববিজ্ঞান কোন শাখায় Tissue নিয়ে আলোচনা করা হয়?ক) Geneticsখ) Histologyগ) Gytologyঘ) Physiology১১০. কম্পিউটার নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য বিশ্লেষণ কোন শাখার আলোচ্য বিষয়?ক) Biosystematicsখ) Systematicsগ) Bioinformaticsঘ) Biostatisties১১১. দ্বিপদ নামের প্রথম অংশ হবে কোনটির নাম?ক) Classখ) Orderগ) Genusঘ) Species১১২. ক্যারোলাস লিনিয়াস চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভ করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে?ক) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়খ) উপসালা বিশ্ববিদ্যালয়গ) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ঘ) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়১১৩. ভৌত বিজ্ঞানের আলোচ্য বিষয় কী?ক) তত্ত্বীয়খ) ফলিতগ) কীটতত্ত্বঘ) জীনতত্ত্ব১১৪. আমাদের প্রধান খাদ্য হিসেবে চিহ্নিত করা হয় কোনটিকে?ক) Crochorus capularisখ) Oryza sativaগ) Mangifera indicaঘ) Artocarpus heterophylus১১৫. জীববিজ্ঞানের ফলিত শাখা হলো-
i. চিকিৎসা বিজ্ঞান
ii. ইকোলজি
iii. কৃষিবিজ্ঞান
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১১৬. Systema Naturae গ্রন্থে লিনিয়াস-
i. গণ ও প্রজাতির সংজ্ঞা দেন
ii. জীবজগৎকে ৫টি রাজ্যে ভাগ করেন
iii. দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১১৭. জীবের যাবতীয় শারীয়বৃত্তীয় কার্যক্রম কোন শাখার আলোচ্য বিষয়?ক) Physiologyখ) Cytologyগ) Morphologyঘ) Embryology১১৮. ল্যাটিন শব্দ Bios এর অর্থ কী?ক) জ্ঞানখ) আবিষ্কারগ) বায়ুঘ) জীবন১১৯. ঔষধশিল্প ও প্রযুক্তি বিষয়ক জ্ঞান কোনটি?ক) ফার্মেসিখ) জিনপ্রযুক্তিগ) অণুজীব বিজ্ঞানঘ) প্রাণরসায়ন১২০. লিনিয়াস জীব নমুনার বৈশিষ্ট্যের উপর জীবজগতকে কয়টি ভাগে বিভক্ত করেনে?ক) ২টিখ) ৩টিগ) ৫টিঘ) ৬টি১২১. কোন রাজ্যের জীবকোষের ক্রমোটিন থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পদার্থ অনুপস্থিত?ক) ফানজাইখ) প্লানটিগ) মনেরাঘ) প্রোটিস্টা১২২. জাতীয় ফুলের (শাপলা) বৈজ্ঞানিক নাম কী?ক) Nymphea nouchaliখ) Labeo rohitaগ) Oryza sativaঘ) Homo sapiens১২৩. ক্যারোলাস লিনিয়াস কী ছিলেন?ক) প্রকৃতিবিদখ) উদ্ভিদবিদগ) গণিতবিদঘ) দার্শনিক১২৪. জিন প্রযুক্তি বিষয়ক শাখা কোনটি?ক) Genetic engineeringখ) Microbiologyগ) Embryologyঘ) Anatomy১২৫. শ্রেণিবিন্যাসে উল্লেখযোগ্য অবদান কার?ক) লুই পাস্তুরখ) ক্যারোলাস লিনিয়াসগ) থিওফ্যাসটাসঘ) জগদীশ চন্দ্র বসু১২৬. “মনেরা” রাজ্যভুক্ত জীব কোনটি?ক) নীলাভ সবুজ শৈবালখ) শৈবালগ) ছত্রাকঘ) উদ্ভিদ১২৭. উদ্ভিদটির বৈশিষ্ট্য হলো-
i. সালৌকসংশ্লেষণকারী
ii. উৎপাদক
iii. আর্কিগোনিয়েট
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১২৮. কুনোব্যাংঙের বৈজ্ঞানিক নাম কী?ক) Tenualosa ilishaখ) Apis indicaগ) Panthera tigrisঘ) Bufo melanostictus১২৯. পৃথিবীতে প্রাণের বিকাশ,জীবের বিবর্তন ও ক্রমবিকাশের তথ্য কোন শাখার আলোচ্য বিষয়?ক) Evolutionখ) Taxonomyগ) Biogeographyঘ) Embryology১৩০. আলোচনার বিষয় বস্তুর ভিত্তি বা দিকের ভিত্তিতে জীববিজ্ঞানের শাখা হলো-
i. ভৌত জীববিজ্ঞান
ii. মৌলিক জীববিজ্ঞান
iii. ফলিত জীববিজ্ঞান
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৩১. আমাদের চারপাশে যা আছে তার সবকিছু নিয়ে আলোচনা হয় ফলিত জীববিদ্যার কোন শাখায়?ক) বনবিজ্ঞানখ) পরিবেশ বিজ্ঞানগ) বন্যপ্রাণিবিদ্যাঘ) জীবপ্রযু্ক্তি১৩২. Protista জগতভুক্ত জীবসমূহ হলো-
i. প্রোটোজোয়া
ii. এককোষী শৈবাল
iii. ডায়াটম
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৩৩. টমাস কেভলিয়ার স্মিথ প্রোটিস্টা রাজ্যকে কয় ভাগে ভাগ করেন?ক) ২খ) ৩গ) ৪ঘ) ৫১৩৪. কলেরা জীবাণুর বৈজ্ঞানিক নাম কী?ক) Vibrio vivaxখ) Plasmodium vivaxগ) Vibrio choleraeঘ) Panthera tigris১৩৫. দ্বিপদ নামের প্রথম অংশের প্রথম অক্ষর কী রকম হবে?ক) বড়খ) ছোটগ) সর্বদা ছোটঘ) যে কোনটি১৩৬. শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য কোনটি?ক) প্রতিটি জীবের দল ও উপদল সম্পর্কে জ্ঞান আহরণখ) প্রতিটি জীবের দল ও উপদলের অর্থনৈতিক গুরুত্ব জানাগ) প্রতিটি জীবের দল ও উপদলের ব্যবহার জানাঘ) প্রতিটি জীবের দল ও উপদলের জ্ঞানকে পরিবর্ধন করা১৩৭. জীববিজ্ঞানের প্রধান দুটি শাখা কী কী?ক) জড় ও জীবখ) কৃষি ও বলগ) উদ্ভিদ ও প্রাণীঘ) পদার্থ ও রসায়ন১৩৮. ধানের বৈজ্ঞানিক নাম কী?ক) Panthera tigrisখ) Panthera leoগ) Plasmdium vivaxঘ) Vibriocholerae১৩৯. বিবর্তনবিদ্যায় কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়?ক) টিস্যুর গঠনখ) জিন ও বংশগতি ধারাগ) পৃথিবীতে প্রাণের বিকাশঘ) হরমোন১৪০. Eukaryota; সুপার কিংডমভুক্ত জীবদের বৈশিষ্ট্য হলো-
i. প্রকৃত কোষ বিশিষ্ট এককোষী বা বহুকোষী
ii. এককভাবে বাস করে না
iii. কলোনি আকারে বাস করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৪১. ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অন্যঅনর্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞানকে কী বলে?ক) Parasitologyখ) Entomologyগ) Microbiologyঘ) Palaeontology১৪২. আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের নামকরণকৃত প্রজাতির সংখ্যা-ক) প্রায় ৫ লক্ষখ) প্রায় ৭ লক্ষগ) প্রায় ৪ লক্ষঘ) প্রায় ১৩ লক্ষ১৪৩. প্রাণিজগৎকে শ্রেণিবিন্যাস করার প্রয়োজনীয়তা প্রথমে কারা অনুভব করেছিল?ক) শ্রেণিবিন্যাস বিদগণখ) প্রকৃতি বিদগণগ) প্রাণী বিজ্ঞানীগণঘ) প্রাণী বিশেষজ্ঞগণ১৪৪. কোনটি প্রকৃতি বিজ্ঞানের অন্যতম শাখা?ক) চিকিৎসাবিজ্ঞানখ) পদার্থবিজ্ঞানগ) রসায়নঘ) জীববিজ্ঞান১৪৫. মানুষের বৈজ্ঞানিক নাম কী?ক) Apis indicaখ) Vibrio choleraeগ) Copsychus saularisঘ) Homo sapiens১৪৬. কোন শাখায় টিস্যুর গঠন, বিন্যাস ও কার্যাবলি আলোচনা হয়?ক) এমব্রায়োলজিখ) হিস্টোলজিগ) সাইটোলজিঘ) ইকোলজি১৪৭. মাছ উৎপাদন, ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত শাখা কোনটি?ক) Fishcultureখ) Apicultureগ) Sericultureঘ) Fisheries১৪৮. জীববিজ্ঞান-
i. জীবের জীবন ও গুণাগুন নিয়ে আলোচনা করে
ii. প্রকৃতি বিজ্ঞানের একটি প্রাচীনতম শাখা
iii. বিজ্ঞানের অন্যতম একটি মৌলিক শাখা
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৪৯. Biology শব্দটি কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত?ক) Bio ও logusখ) Bios ও logicগ) Bious ও logusঘ) Bios ও logos১৫০. ‘bios’ শব্দের অর্থ কী?ক) জ্ঞানখ) পরিধিগ) জীবনঘ) সংখ্যা১৫১. বেঁচে থাকার জন্য পরিবেশের উপাদানে কোন বিষয়ের মূল ভিত্তি অন্তর্নিহিত রয়েছে?ক) কৃষিবিজ্ঞানখ) বিবর্তন বিদ্যাগ) পরিবেশবিজ্ঞানঘ) জীববিজ্ঞান১৫২. জীবের শ্রেণিবিন্যাস ও রীতিনীতিসমূহ কোন শাখার আলোচ্য বিষয়?ক) Soil Ccienceখ) Biogographyগ) Texonomyঘ) Ecology১৫৩. ICBN অনুযায়ী দ্বিপদ নামকরণের নিয়ামাবলি হলো-
i. কোন জীব প্রজাতির নাম দুটি অংশ নিয়ে গঠিত
ii. ল্যাটিন ভাষায় দ্বিপদ নাম করতে হয়
iii. দ্বিপদ নাম ডান দিকে একটু বাঁকা করে বা মোটা অক্ষরে ছাপাতে হবে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৫৪. উদ্দীপকের উদ্ভিদগুলো কোন রাজ্যেভুক্ত-ক) Moneraখ) Protistaগ) Fungiঘ) Plantee১৫৫. ক্যারোলাস লিনিয়াসের আগ্রহ ছিল-
i. বিভিন্ন ধরনের উদ্ভিদ সংগ্রহে
ii. বিভিন্ন ধরনের ফুল সংগ্রহে
iii. বিভিন্ন জীবের শ্রেণিবিন্যাসে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৫৬. Two kingdom শ্রেণিবিন্যাসের সময়কাল কোনটি?ক) ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে ঊনবিংশ শতাব্দিখ) ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে বিংশ শতাব্দিগ) ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে এক বিংশ শতাব্দিঘ) ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে একবিংশ শতাব্দি১৫৭. ফাইজাই জগতে অন্তর্গত হলো-
i. ঈস্ট
ii. Penicillium
iii. মাশরুমক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৫৮. নিচের কোনগুলো বেঁচে থাকার জন্য প্রয়োজন?ক) অক্সিজেন ও পানিখ) শক্তি ও পানিগ) অক্সিজেন ও শক্তিঘ) খাদ্য ও পানি১৫৯. ইউক্যারিয়টের বৈশিষ্ট্য কোনটি?ক) ক্রোমোজামের একটিখ) অপেক্ষাকৃত জটিলগ) প্লাস্টিড অনুপস্থিত সংখ্যাঘ) DNA বৃত্তাকার১৬০. জীবের নতুন নামকরণের ক্ষেত্রে ব্যবহার করতে হয়?ক) RNA বারকোডখ) MRNA বারকোডগ) DNA বারকোডঘ) rDNA বারকোড১৬১. ICBN এর পূর্ণরূপ কোনটি?ক) International Code of Botanical Nameখ) International Code of Botanical Nomenclatureগ) International Code of Botanical Nominationঘ) Internal Code of Botanical Nomination১৬২. বন সম্পর্কিত শাখা কোনটি?ক) Ecologyখ) Environmental scienceগ) Forestryঘ) Wildlife১৬৩. কে Monera কে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনঃনামকরণ করেন?ক) Johann Mendelখ) Thomas Hunt Morganগ) Robert Hookeঘ) Thomas Cavalier-Smith১৬৪. বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কত সালে মৃত্যু বরণ করেন?ক) ১৭০৭খ) ১৭৩৫গ) ১৭৫৮ঘ) ১৭৭৮১৬৫. Plasmodium কী ধরনের জীব?ক) ডিপ্লেয়েড বহুকোষীখ) হ্যাপ্লয়েড বহুকোষীগ) সরল বহুকোষীঘ) এককোষী১৬৬. ফানজাই রাজ্যের জীবদের বৈশিষ্ট্য হলো-
i. অধিকাংশ স্থলজ, মৃতজীবী বা পরজীবী
ii. দেহ এককোষী বা মাইসেলিয়াম গঠিত
iii. নিউক্লিয়াস আদি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৬৭. কোন জীবটি খাদ্য শোষণ করে?ক) জীব-১খ) জীব-২গ) জীব-৩ঘ) জীব-৪১৬৮. লিনিয়াস-বৈশিষ্ট্যের ভিত্তিতে উদ্ভিদকে বিভিন্ন শ্রেণি ও বর্গে বিভক্ত করেছেন-
i. পুংকেশর
ii. স্ত্রীকেশর
iii. পত্রবিন্যাস
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৬৯. প্রকৃতির সাথে জীবের আন্তঃ সম্পর্ক কোন শাখার আলোচ্য?ক) Ecologyখ) Histologyগ) Evolutionঘ) Embryology১৭০. জীবনের সব কারণে কোষের অবদান অনস্বীকার্য, কারণ-
i. জীব কোষ হতে বিকশিত হয়
ii. জীব কোষের কার্যকলাপে বৃদ্ধি ও পূর্ণ হয়
iii. জীব কোষের মাধ্যমেই বংশবৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৭১. উদ্ভিদের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ পদ্ধতি হতে হবে-ক) ICZN অনুযায়ীখ) ICBN অনুযায়ীগ) IMVN অনুযায়ীঘ) IMCB অনুযায়ী১৭২. পরিবেশ সম্পর্কিত শাখা কোনটি?ক) Environmental scienceখ) Ecologyগ) Soil scienceঘ) Biogeography১৭৩. উদ্ভিদ শ্রেণিবিন্যাসে বর্গ এর শেষে নিচের কোনটি যুক্ত করতে হয়?ক) Opridaখ) alesগ) aceaeঘ) phyta১৭৪. নিচের কোনটি মৌমাছির বৈজ্ঞানিক নাম?ক) Vibrio choleraeখ) Apis indicaগ) Labeo rohitaঘ) Periplaneta Americana১৭৫. কোনটির নিউক্লিয়াস নির্দিষ্ট করা যায়?ক) Protistaখ) Fungiগ) Moneraঘ) Plantae১৭৬. প্রাগৈতিহাসিক জীবের বিবরণ ও জীবাশ্ম কোন শাখার আলোচ্য বিষয়?ক) Palaeontologyখ) Soil scienceগ) Botanyঘ) Zoology১৭৭. ATP তৈরিতে সক্ষম জীবকোষ রয়েছে-
i. জীব-১ এ
ii. জীব-২ এ
iii. জীব-৩ এ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৭৮. এ ধরনের নামকে বলা হয়-
i. বৈজ্ঞানিক নাম
ii. দ্বি-পদ নাম
iii. সাধারণ নাম
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৭৯. প্রাণিবিজ্ঞানী মুস্তাফিজুর রহমান একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন। তিনি এর স্বীকৃতি নিতে কোনটির অনুসরণ করবেন?ক) ICBN এরখ) ICZN এরগ) IBCN এরঘ) INCZ এর১৮০. নিচের কোনটি বৈজ্ঞানিক নাম?ক) Oryza sativaখ) Nymphea nouchaliগ) Mangifera indicaঘ) Corcuras capsularies১৮১. জীববিজ্ঞান কোনটির প্রাচীনতম শাখা?ক) দর্শনেরখ) প্রকৃতি বিজ্ঞানেরগ) যু্ক্তিবিদ্যারঘ) সমাজবিজ্ঞানের১৮২. বিজ্ঞানী লিনিয়াস সম্পর্কে তথ্য হলো-
i. জীবের দ্বিপদ নামকরণের প্রবর্তক
ii. তিনি ছিলেন পেশায় একজন ডাক্তার
iii. তাঁর বিখ্যাত গবেষণা পুস্তক ‘Theory of Natural Selection’
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৮৩. এই বিশাল বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা যায়-ক) বায়োইনফরমেটিকস দ্বারাখ) শ্রেণিবিন্যাস দ্বারাগ) বিবর্তনবিদ্যা দ্বারাঘ) জীবপরিসংখ্যান বিদ্যা দ্বারা১৮৪. এককোষী, ফিলামেন্টাস ও কলোনিয়াল বৈশিষ্ট্যধারী জীব কোন রাজ্যভুক্ত?ক) মনেরাখ) প্রোটিস্টাগ) ফাইজাইঘ) প্লানটি১৮৫. Parasitology-র আলোচ্য বিষয় কোনটি?ক) পোষক ও পরজীবীর সম্পর্কখ) পরজীবীর জীবন প্রণালিগ) পোষকের রোগঘ) উপরের সবগুলো১৮৬. জীববিজ্ঞানের ভৌত শাখা হলো-
i. Biochemistry
ii. Biotechnology
iii. Biogeography
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) iiগ) iiiঘ) i, ii ও iii১৮৭. কোনটির অবদান জীবনের সব ধাপে অনস্বীকার্য?ক) কোষেরখ) পুষ্টি গ্রহনেরগ) পেশিরঘ) প্রজননের১৮৮. জীবজগতকে মোট ছয়টি রাজ্যে ভাগ করেছেন কোন বিজ্ঞানী?ক) আর.এইচ. হুইটটেকারখ) মারগুলিসগ) টমাস কেভলিয়ার স্মিথঘ) লিনিয়াস১৮৯. জীবের ভৌগলিক বিস্তারের সাথে ভূমন্ডলের শ্রেণিবিভাগ কোন শাখায় আলোচিত হয়?ক) Geographyখ) Biogeographyগ) Ecologyঘ) Evolution১৯০. Bufo Melanostictus নামটিতে কয়টি ভুল আছে?ক) ৩টিখ) ৪টিগ) ৫টিঘ) ৬টি১৯১. জীববিজ্ঞানের ইংরেজি পরিভাষা কোনটি?ক) Botanyখ) Biochemistryগ) Biostatisticsঘ) Biology১৯২. প্রকৃতিতে বিদ্যমান পদার্থের ধরন কয়টি?ক) দুটিখ) তিনটিগ) পাঁচটিঘ) ছয়টি১৯৩. টমাস কেভলিয়ারের মতে Protozoa ও Chromista কোন রাজ্যের অন্তর্ভূক্ত?ক) Plantaeখ) Moneraগ) Protistaঘ) Animalia১৯৪. উক্ত এ জগতভুক্ত জীবদের বৈশিষ্ট্য হলো-
i. খাদ্য গ্রহণ শোষণ, গ্রহণ বা ফটোসিনথেটিক
ii. যৌন ও অযৌন জনন ঘটে
iii. ভ্রূণ গঠিত হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii১৯৫. কোনটি আর্কিগোনিয়েট ও পুষ্পক উদ্ভিদ?ক) পেনিসিলিয়ামখ) মাশরুমগ) স্পাইরোগাইরাঘ) ব্যাকটেরিয়া১৯৬. প্রোটোজোয়া কোন জাতিভূক্ত?ক) মনেরাখ) প্রোটিস্টাগ) ফানজাইঘ) প্লানটি১৯৭. জীববিজ্ঞান কোনটির প্রাচীন শাখা?ক) দর্শনেরখ) প্রকৃতি বিজ্ঞানেরগ) যুক্তিবিদ্যারঘ) সমাজবিজ্ঞানের১৯৮. জীবের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠনের বর্ণনা পাওয়া যায় কোন শাখায়?ক) শারীরবিদ্যায়খ) হিস্টোলজিতেগ) অঙ্গসংস্থানেঘ) ভ্রূণবিদ্যায়১৯৯. কোনটি মসবর্গীয় উদ্ভিদ?ক) Mucorখ) Agaricusগ) Bryumঘ) Pinus২০০. জীববৈচিত্র্য গঠিত হয়-
i. জিনগত বৈচিত্র্য নিয়ে
ii. প্রজাতিগত বৈচিত্র্য নিয়ে
iii. পরিবেশগত বৈচিত্র্য নিয়ে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২০১. প্রাণীর বেঁচে থাকার জন্য কোনগুলো প্রয়োজন?ক) অক্সিজেন ও পানিখ) পানি ও খাদ্যগ) অক্সিজেন ও খাদ্যঘ) অক্সিজেন, পুষ্টি ও শক্তি২০২. ফলিত জীববিজ্ঞানের শাখা হলো-
i. Biogeography
ii. Biostatistics
iii. Bioinformatics
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২০৩. মারগুলিস কত সালে হুইটটেকারের শ্রেণিবিন্যাসকে বিস্তারিত রূপ দেন?ক) ১৯৭১খ) ১৯৭২গ) ১৯৭৩ঘ) ১৯৭৪২০৪. খাদ্য নষ্টের জন্যে জাতীয় ব্যাকটেরিয়া কর্তৃক উৎপন্ন বিষাক্ত উপাদানগুলো কী বলে?ক) Enzymeখ) Poisonগ) Toxinঘ) Venom২০৫. কম্পিউটার প্রযুক্তিনির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য আলোচিত হয় কোনটিতে?ক) এন্ডোক্রাইনোলজিখ) বায়োটেসনোলজিগ) বায়োস্ট্যাটিসটিকসঘ) বায়োইনফরমেটিকস২০৬. ভ্রূণের পরিস্ফুটণ নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়?ক) ফিজিওলজিখ) মরফোলজিগ) এমব্রায়োলজিঘ) সাইটোলজি২০৭. কোন রাজ্যের কিছু কিছু সদস্য কেমেোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে?ক) মনেরাখ) প্লানটিগ) প্রোটিস্টাঘ) ফানজাই২০৮. উদ্দীপকের চিত্রে প্রদর্শিত জীবটির বৈশিষ্ট্য হচ্ছে, এরা- (চিত্র:-পাঞ্জেরী-১নং পৃষ্ঠায়)
i. চলনে সক্ষম
ii. খাদ্য তৈরিতে সক্ষম
iii. নিউক্লিয়াস সুগঠিত
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২০৯. মানব ও পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযু্ক্তি সম্পর্কিত শাখা কোনটি?ক) Environmental scineceখ) Biotechnologyগ) Biochemistryঘ) Genetic engineering২১০. নিচের কোনটি জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান?ক) Agricultureখ) Biostatisticsগ) Fisheriesঘ) Soil science২১১. দ্বিপদ নামের দ্বিতীয় অংশের প্রথম অক্ষর ও বাকি অক্ষরগুলো কী রকম হবে?ক) সবগুলো ছোটখ) সবগুলো বড়গ) নির্দিষ্টতা নেইঘ) বড় ছোট বলে প্রজাতিভেদে২১২. “মনের” রাজ্যভুক্ত জীবদের কোষ বিভাজন কোন প্রক্রিয়ায় সম্পন্ন হয়?ক) মাইটোসিসখ) অ্যামাইটোসিসগ) মিয়োসিসঘ) মিয়োসিস ও মাইটোসিস২১৩. জাতিজনি শ্রেণিবিস্যাস পদ্ধতির প্রবর্তক-
i. এঙ্গলার ও প্রাস্টল
ii. বেসি ও হার্চিনসন
iii. ডারউইন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২১৪. পিয়াজের বৈজ্ঞানিক নাম কী?ক) Allium sativumখ) Allium cepaগ) Apis indicaঘ) Oryza sativa২১৫. Monera রাজ্যের অন্তর্ভুক্ত কোনটি?ক) ঈস্টখ) ডায়াটমগ) ব্যাকটেরিয়াঘ) বহুকোষী শৈবাল২১৬. আরশোলার বৈজ্ঞানিক নাম কী?ক) Calta cattaখ) Apisindicaগ) Periplaneta americanaঘ) Vibrio cholera২১৭. বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা কোন অক্ষরে লিখতে হয়?ক) ইটালিকখ) গ্রিকগ) উর্দুঘ) রোমান২১৮. অ্যানিম্যালিয়া রাজ্যভুক্ত জীবদের অনন্য বৈশিষ্ট্য হলো-
i. কোষ জড় প্রাচীরবিহীন
ii. কোষ প্লাস্টিডবিহীন
iii. কোষ; কোষগহব্বরহীন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২১৯. কোনটি Protista এর উদাহরণ?ক) মাশরুমখ) নীলাভ সবুজ শৈবালগ) ডায়াটমঘ) উন্নত সবুজ শৈবাল২২০. পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান কোনটি?ক) পরিবেশবিজ্ঞানখ) কৃষিবিজ্ঞানগ) চিকিৎসাবিজ্ঞানঘ) প্রত্নতত্ত্ব বিজ্ঞান২২১. কোন রাজ্যের জীবগুলো বহুকোষী ফটোসিনথেটিক?ক) Animaliaখ) Plantaeগ) Moneraঘ) Protista২২২. এন্ডোক্রাইনোলজিতে জীবদেহের কোনটির কার্যকারিতা বিষয়ক জ্ঞান আলোচনা করা হয়?ক) হরমোনেরখ) ভ্রূণেরগ) কোষেরঘ) রক্তের২২৩. জীবের বেঁচে থাকার জন্য কোনগুলো প্রয়োজন?ক) কার্বন ডাইঅক্সাইড ও শক্তিখ) নাইট্রোজেন ও আলোগ) অক্সিজেন ও শক্তিঘ) পানি ও তাপ২২৪. আমিষের উৎস হিসেবে খাদ্য তালিকায় স্থান দিবে নিচের কোনটিকে?ক) Allium cepaখ) Labeo rohitaগ) Panthera leoঘ) Oryza sativa২২৫. মাশরুম কোনটির অন্তর্ভুক্ত হবে?ক) নমুনা-১খ) নমুনা-২গ) নমুনা-৩ঘ) নমুনা-৪২২৬. জিন ও বংশগতির ধারা কোন শাখায় আলোচিত হয়?ক) Neneticsখ) Cylologyগ) Embryologyঘ) Morphology২২৭. আমরা উপাদেয় খাদ্য হিসেবে গ্রহণ করি কোনটি?ক) মিউকরখ) মসগ) মাশরুমঘ) কনিডিওফোর২২৮. একটি জীবকে প্রজাতি পর্যন্ত বিন্যাসের ক্ষেত্রে মূলত কয়টি ধাপ আছে?ক) ২খ) ৫গ) ৭ঘ) ৯২২৯. ক্যারোলাস লিনিয়াসের জীবনকাল কোনটি?ক) ১৬০৭-১৬৭৮খ) ১৭০৫-১৭৬৩গ) ১৭০৭-১৭৭৮ঘ) ১৭০৫-১৭৭৮২৩০. Five Kingdom এর প্রস্তাবক কে?ক) লিনিয়াসখ) বেন্থাম হুকারগ) হুইটটেকারঘ) থিওফ্রাসটাস২৩১. আর.এইচ. হুইটটেকার জীবজগৎকে কয়টি রাজ্য বা কিংডমে ভাগ করার প্রস্তাব করেন?ক) ২খ) ৩গ) ৪ঘ) ৫২৩২. কোনটি এককোষী এককোষী ইউক্যারিওটিক জীব?ক) Protistaখ) Fungiগ) Moneraঘ) Plantae২৩৩. লিনিয়াস উপসালা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ের অধ্যাপক ছিলেন?ক) Physiologyখ) Biochemistryগ) Anatomyঘ) Pharmacy২৩৪. কত সালে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তিত হয়?ক) ১৬৫৮খ) ১৭০৫গ) ১৭৬৮ঘ) ১৭৫৮২৩৫. গ্রিক শব্দ Logos এর অর্থ কী?ক) চিহ্নখ) প্রতীকগ) জ্ঞানঘ) ধ্যান২৩৬. প্লানটি রাজ্যের সদস্যদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস ধরনের। অ্যানাইসোগ্যামাস হলো-ক) একই আকারের গ্যামেটের মিলনখ) ভিন্ন আকারের গ্যামেটের মিলনগ) ভিন্ন আকারের গ্যামেটের মিলনঘ) একই আকারে২৩৭. হাঁটাচলার সময় পা পরিচালনার সাথে জড়িত কোনটি?ক) পেশিখ) পেশিকলাগ) স্নায়ুতন্ত্রঘ) অস্থিতন্ত্র২৩৮. ক্যারোলাস লিনিয়াস Systema Naturac গ্রন্থের কততম সংস্করণে দ্বিপদ নামকরণের নীতি প্রবর্তন করেন?ক) ৭মখ) ৮মগ) ১০মঘ) ১১তম২৩৯. সর্বাধিক মিলনসম্পন্ন জীব হলো-
i. Panthera tigris
ii. Panthera leo
iii. Vibrio cholerae
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৪০. ফানজাই এর ক্ষেত্রে প্রযোজ্য-
i. এরা প্রধানত মৃতজীবী
ii. কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত
iii. অধিকাংশ বহুকোষী
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৪১. ICBN বা ICZN code-
i. পুস্তকাকারে লিখিত দলিল
ii. জীবের নামকরণে ব্যবহৃত হয়
iii. একটি অলিখিত দলিল
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৪২. ফানজাই এর ক্ষেত্রে প্রযোজ্য-ক) এরা প্রধানত মৃতজীবীখ) কোষ প্রাচীর সেলুলোজ নির্মিতগ) নিজ ক্ষমতায় নড়াচড়া করতে পারেঘ) এদের জননাঙ্গ বহুকোষী২৪৩. কোষবিদ্যায় আলোচনা করা হয়-
i. কোষের গঠন সম্পর্কে
ii. কোষের বিভাজন সম্পর্কে
iii. কোষের কার্যাবলি সম্পর্কে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৪৪. ভৌত বিজ্ঞানের শাখা কয়টি?ক) ৮টিখ) ৯টিগ) ১০টিঘ) ১১টি২৪৫. শ্রেণিবিন্যাসের মূল ধাপ কয়টি?ক) ৪টিখ) ৫টিগ) ৬টিঘ) ৭টি২৪৬. উদ্ভিদ শ্রেণিবিন্যাসে শ্রেণি-এর শেষে কোনটি যুক্ত করতে হয়?ক) Opsidaখ) alesগ) ceaeঘ) phyta২৪৭. চিকিৎসা সম্পর্কিত শাখা কোনটি?ক) Medical scienceখ) Biochemistryগ) Pathologyঘ) Parasiology২৪৮. কারা প্রোটোজোয়া ও এককোষী শৈবাল?ক) Moneraখ) Plantaeগ) Animaliaঘ) Protista২৪৯. কত সালে লিনিয়াস চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করেন?ক) ১৬৩৫খ) ১৭৩৫গ) ১৮৩৭ঘ) ১৮৩৪২৫০. জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক বা দৈহিক গঠন নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়?ক) মরফোলজিখ) সাইটোলজিগ) ট্যাক্সিনমিঘ) ফিজিওলজি২৫১. বৈশিষ্ট্যগুলো কোন রাজ্যে দেখা যায়?ক) অ্যানিমেলিয়াখ) প্ল্যান্টিগ) মনেরাঘ) ফানজাই২৫২. অধিক পরিমাণে চিনি কোনটির জন্যে ক্ষতিকর?ক) দাঁত ও ত্বকখ) চুল ও নখগ) যকৃত ও প্লীহাঘ) জিহ্বা ও ঠোঁট২৫৩. প্রোসিস্টা রাজ্যভুক্ত জবিদের অযৌন জনন কোন প্রক্রিয়ায় ঘটে?ক) মাইটোসিসখ) অ্যামাইটোসিসগ) মিয়োসিসঘ) বাইনারি২৫৪. ঔষধ শিল্প ও প্রযু্ক্তি বিষয়ক শাখা কোনটি?ক) Pharmacyখ) Medical scienceগ) Pharmacologyঘ) Medicinology২৫৫. Protista জগতভুক্ত জীবদের ক্রোমাটিন বস্তুতে থাকে-
i. DnA
ii. RNA
iii. প্রোটিন
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৫৬. গোত্র বা Family এর অন্তর্ভুক্ত এককগুলো হলো-
i. শ্রেণি
ii. গণ
iii. প্রজাতি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৫৭. কোন পর্বের প্রাণীর দেহ একটিমাত্র কোষ দিয়ে গঠিত?ক) Protozoaখ) Poriferaগ) Coelenterterataঘ) Chordata২৫৮. জীববিজ্ঞানের কোন শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়?ক) ফলিত জীববিজ্ঞানখ) ভৌত জীববিজ্ঞানগ) মৌলিক জীববিজ্ঞানঘ) ব্যবহারিক জীববিজ্ঞান২৫৯. যিনি প্রথম কোন জীবের বিজ্ঞানসম্মত নাম দেন তার নাম কোথায় বসবে?ক) উক্ত জীবের বৈজ্ঞানিক নামের পূর্বেখ) উক্ত জীবের বৈজ্ঞানিক নামের পরেগ) উক্ত জীবের বৈজ্ঞানিক নামের মাঝেঘ) উক্ত জীবের বৈজ্ঞানিক নামের উপরে২৬০. সৃষ্টিজগতে কোনটির মধ্যে প্রাণের স্পন্দন এক রহস্যপূর্ণ বিষয়?ক) জীবকোষেরখ) মানুষেরগ) ভাইরাসেরঘ) ব্যাকটেরিয়ার২৬১. পেশি চালনাকারী কোনটি?ক) সংবহনতন্ত্রখ) স্নায়ুতন্ত্রগ) পরিপাকতন্ত্রঘ) স্বসনতন্ত্র২৬২. biology কোন ধরনের শব্দ?ক) ল্যাটিনখ) ফরাসিগ) গ্রিকঘ) ইংরেজি২৬৩. জীবের ভৌগলিক বিস্তারের সাথে বূমন্ডলের শ্রেণিবিভাগ সম্পর্কিত বিদ্যা কোনটি?ক) অনুজীববিজ্ঞানখ) জীবপ্রযুক্তিগ) জীবভূগোলঘ) জিনতত্ত্ব২৬৪. মনেরা রাজ্যভুক্ত জীবের কোষে কোন অঙ্গাণুটি বর্তমান থাকে?ক) রাইবোজোমখ) নিউক্লিওলাসগ) নিউক্লিওলাস মেমব্রেনঘ) মাইটোকন্ড্রিয়া২৬৫. Systema Naturae গ্রন্থটির লেখক কে?ক) গ্রেগর জোহান মেন্ডেলখ) চার্লস রবার্ট ডারউইনগ) এরিস্টটলঘ) ক্যারোলাস লিনিয়াস২৬৬. রোগ নিয়ে আলোচনা করা হয় যে সকল শাখায় তা হলো-
i. Parasitology
ii. Biochemistry
iii. Medical science
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৬৭. মানুষ ও পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি আলোচিত হয় কোনটিতে?ক) কৃষিবিজ্ঞানখ) প্রাণরসায়নগ) চিকিৎসা বিজ্ঞানঘ) জীবপ্রযু্ক্তি২৬৮. অণুজীব নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়?ক) Microbiologyখ) Parasitologyগ) Medical scienceঘ) Biochemistry২৬৯. Panthera tigris দ্বারা কোন জীবকে বোঝায়?ক) পাটখ) কাঁঠালগ) রয়েল বেঙ্গল টাইগারঘ) দোয়েল২৭০. Margulis; Five kingdom কে কতটি Super kingdom ভুক্ত করেন?ক) একটিখ) দুটিগ) চারটিঘ) ছয়টি২৭১. মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় Artocarpus heterophyllus জীবটির-
i. মাংস
ii. ফল
iii. বীজ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৭২. বিষয়বস্তুর ভিত্তিতে মরফোলজির শাখা কয়টি?ক) দুটিখ) তিনটিগ) চারটিঘ) পাঁচটি২৭৩. উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান কোন রাজ্যে?ক) মনেরাখ) প্রোটিস্টাগ) প্ল্যান্টিঘ) ফানজাই২৭৪. Margulis কত সালে Five kingdom ধারণা পরিবর্তন করেন?ক) ১৯৭৪খ) ১৯৭৫গ) ১৯৭৭ঘ) ১৯৭৮২৭৫. জীববিজ্ঞান কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়?ক) এন্টোমোলজিখ) ইকোলজিগ) এন্ডোক্রাইনোলজিঘ) মাইকোবায়োলজি২৭৬. অ্যারিস্টটল কোন দেশের নাগরিক ছিলেন?ক) সুইডেনখ) গ্রিকগ) জার্মানিঘ) আমেরিকা২৭৭. কে সর্বপ্রথম জীবের পূর্ণ শেণিবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন?ক) হুইটটেকারখ) লুইপাস্তুরগ) সলিম আলীঘ) ক্যারোলাস লিনিয়াস২৭৮. Bio ও logus শব্দ দুটি কোন ভাষার শব্দ?ক) গ্রিকখ) ল্যাটিনগ) ইংরেজিঘ) ফারসি২৭৯. Parasitology-এর আলোচিত বিষয় হলো-
i. পরজীবীর
ii. পরজীবীর জীবনপ্রণালি
iii. রোগ
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৮০. মানুষের বৃদ্ধি হরমোন (GH) সম্পর্কে জানা যাবে কোন শাখায়?ক) ইকোলজিতেখ) এন্ডোক্রাইনোলেজিতেগ) সাইটোলজিতেঘ) এমব্রায়োলজিতে২৮১. যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে-
i. ফাইনজাই
ii. প্ল্যান্টি
iii. অ্যানিমেলিয়া
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৮২. জীববিজ্ঞানের প্রধান শাখাসমূহ হলো-
i. উদ্ভিদ বিজ্ঞান
ii. প্রাণিবিজ্ঞান
iii. কৃষিবিজ্ঞান
নিচের কোনটি সঠিক?ক) iখ) i ও iiiগ) ii ও iiiঘ) i, ii ও iii২৮৩. নিচের কোনটি পাটের বৈজ্ঞানিক নাম?ক) Oryza sativaখ) Corchorus capsularisগ) Symphea mouchilaঘ) Mongifiera indica২৮৪. Whittaker-এর Five kingdom ধারণার পরিবর্তিত ও বিস্তারিত রূপদাতা কে?ক) বেনথাম হুকারখ) লিনিয়াসগ) হাচিনসনঘ) মারগুলিস২৮৫. ফাইভ কিংডম ধারণামতে প্রোটোজোয়া কোন জগতে অবস্থিত?ক) Moneraখ) Fungiগ) Protisstaঘ) Animalia২৮৬. কোন বিজ্ঞানী মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনঃনামকরণ করেন?ক) লিনিয়াসখ) কেভলিয়ার স্মিথগ) মারগুলিসঘ) হুইটেকার২৮৭. আমাদের জাতীয় ফুলের প্রজাতির নাম কী?ক) indicaখ) rosa-sinensisগ) nouchaliঘ) sativa২৮৮. অণুজীববিজ্ঞানে আলোচনা করা হয়-
i. মানবজীবন সম্বন্ধে
ii. ভাইরাস সম্বন্ধে
iii. ব্যাকটেরিয়া সম্বন্ধে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৮৯. ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত কোনটিতে?ক) Spirogyra-তেখ) কাঁঠাল গাছেগ) Penicillium-এঘ) ধান গাছে২৯০. জীবের বৈশিষ্য হলো-
i. বহুকোষী
ii. অযৌন প্রজনন ঘটে
iii. দ্বি-বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৯১. কোনগুলোতে উচ্চমাত্রায় প্রাণিজ চর্বি থাকে?ক) ভাত, রুটি, আলুখ) ফল, সবজি, মাংসগ) ডিম, দুধ, সবজিঘ) বার্গার, ক্রিসপস, পিঠা২৯২. ফানজাই রাজ্যের জীবে-
i. হ্যাপ্লয়েড স্পোর সৃষ্টি হয়
ii. মিয়োসিস কোষ বিভাজন হয়
iii. সালোকসংশ্লেষণ হয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৯৩. জবা ফুলের বৈজ্ঞানিক নাম কী?ক) Hibiscus rosa-sinensisখ) Periplaneta Americanaগ) Copsychus saularisঘ) Plasmodium vivax২৯৪. নীল তিমি পৃথিবীর বৃহত্তম প্রাণী। এ প্রাণী সম্পর্কে জানতে পারবে-ক) মৎস বিজ্ঞানেখ) কৃষিবিজ্ঞানেগ) জিন প্রযুক্তিতেঘ) সমুদ্র বিজ্ঞানে২৯৫. মানবজীবনম রোগ, চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞানই হলো-ক) চিকিৎসা বিজ্ঞানখ) শারীরবিজ্ঞানগ) পরজীবী বিজ্ঞানঘ) জীবপরিসংখ্যান বিজ্ঞান২৯৬. অ্যারিস্টটলের জীবনকাল কোনটি?ক) খ্রিস্টপূর্ব ৩৮৩-৩২২খ) খ্রিস্টপূর্ব ৩৮৪-৩২২গ) খ্রিস্টপূর্ব ৩৮৪-৩২০ঘ) খ্রিস্টপূর্ব ৩৮৪-৩২৩২৯৭. Plantae-এর ক্ষেত্রে সঠিক তথ্য হলো-
i. বহুকোষী ফটোসিনথেটিক জীব
ii. নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না
iii. নিজ ক্ষমতায় নড়াচড়া করতে পারে না
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii২৯৮. বিজ্ঞানের অন্যতম মৌলিক শাখা হচ্ছে কোনটি?ক) জীববিজ্ঞানখ) উদ্ভিদবিজ্ঞানগ) প্রাণিবিজ্ঞানঘ) জড় বিজ্ঞান২৯৯. কখন বস্তুর উৎসেচকের পরিমাণ বৃদ্ধি ঘটে খাদ্যকে নষ্ট করে?ক) তাপ হ্রাস পেলেখ) তাপ বৃদ্ধি পেলেগ) জীবাণুর হ্রাস পেলেঘ) আর্দ্রতা হ্রাস পেলে৩০০. একটি পুকুরের পানি দিয়ে স্লাইড তৈরি করে যৌগিক অণুবিক্ষণ যন্ত্রের নিচে পর্যবেক্ষণ করলে কী পাবে?ক) ঈস্টখ) পেনিসিলিয়ামগ) ডায়াটমঘ) ম্যালেরিয়া জীবাণু৩০১. শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন একক কোনটি?ক) জগৎখ) শ্রেণিগ) প্রজাতিঘ) গণ৩০২. জীবের বৈজ্ঞানিক নাম কয়টি অংশ নিয়ে গঠিত?ক) ১খ) ২গ) ৩ঘ) ৪৩০৩. জীবের টিস্যুর গঠন বিন্যাস ও কার্যাবলি কোন শাখার আলোচ্য বিষয়?ক) Morphologyখ) Anatomyগ) Histologyঘ) Cytology৩০৪. সুপার কিংডম-১: প্রোক্যারিওটা এর অন্তর্গত কয়টি রাজ্য বা কিংডম আছে?ক) ১খ) ২গ) ৩ঘ) ৪৩০৫. বেঁচে থাকার জন্য কোনটি প্রয়োজন?ক) নাইট্রোজেনখ) কার্বন ডাইঅক্সাইডগ) অক্সিজেনঘ) হাইড্রোজেন৩০৬. জীববিজ্ঞানের ভূমিকা অপরিসীম-
i. খাদ্য উৎপাদনে
ii. চিকিৎসাশাস্ত্রের উন্নয়নে
iii. জীবের অস্তিত্ব রক্ষায়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩০৭. নামকরণে অবশ্যই কোন শব্দটি ব্যবহার করতে হবে?ক) গ্রিকখ) ল্যাটিনগ) ইংরেজিঘ) হীব্রু৩০৮. ICZN এর পূর্ণরূপ কী?ক) International Code of Zoological Nomenclatureখ) International Coade of Zollogical Nameগ) International Code of Zoological Numberঘ) international Code of Zollogical Nomenculture৩০৯. জীবজগতকে ফাইভ কিংডমে ভাগ করার প্রস্তাব করেন কে?ক) ক্যারোলাস লিনিয়াসখ) বেনথাম ও হুকারগ) আর এইচ হুইটটেকারঘ) মারগুলিস৩১০. জীবকোষের মধ্যে রহস্যপূর্ণ বিষয় কোনটি?ক) প্রাণখ) প্রাণকেন্দ্রগ) প্রাণের স্পন্দনঘ) ক্রোমোজোম৩১১. আলোচনার ভিত্তিতে জীববিজ্ঞানের শাখা কয়টি?ক) দুটিখ) তিনটিগ) চারটিঘ) ছয়টি৩১২. Fungi-এর উদাহরণ কোনটি?ক) Homo sapiensখ) Penicillium notatumগ) Bufo melanostictusঘ) Periplaneta Americana৩১৩. কোনটি বন্যপ্রাণী বিষয়ক বিজ্ঞান?ক) Wildlifeখ) Forestryগ) Agricultureঘ) Morphology৩১৪. শ্রেণিবিন্যাসের উল্লেখযোগ্য অবদান রেখেছেন কোন বিজ্ঞানী?ক) রবার্ট হুকখ) মেন্ডেলগ) লিনিয়াসঘ) ওয়াটসন৩১৫. গবার গণ নাম কোনটি?ক) Oryzaখ) Hibiscusগ) Homoঘ) Mangifera৩১৬. টমাস কেভলিয়ার স্মিথ জগতকে কয়টি রাজ্যে ভাগ করেন?ক) ৪টিখ) ৫টিগ) ৬টিঘ) ৭টি৩১৭. মোঃ কাদের মিয়া জীববিজ্ঞানের একজন ছাত্র। সে উদ্ভিদের বিভিন্ন দল ও উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করতে শিখবে-
i. উদ্ভিদবিজ্ঞানের শ্রেণিবিন্যাস
ii. প্রাণীর শ্রেণিবিন্যাস
iii. মৌলের শ্রেণিবিন্যাস
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩১৮. শ্রেণিবিন্যাসের ১ম, ২য় এবং ৩য় একক কোনটি?ক) জগৎ, বিভাগ, শ্রেণিখ) গোত্র, বর্গ, শ্রেণিগ) প্রজাতি, গণ, গোত্রঘ) গোত্র, গণ, প্রজাতি৩১৯. নিম্নোক্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে Whittaker; Five kingdom ধারণা দেন-
i. DNA RNA এর প্রকারভেদ
ii. কোষের বৈশিষ্ট্য
iii. কোষের সংখ্যা ও খাদ্যাভাস
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩২০. ঔষধ শিল্প ও প্রযু্ক্তি বিষয়ক বিজ্ঞান হলো-ক) Forestryখ) Pharmacyগ) Medical scienceঘ) Biotechnology৩২১. জীবন-সংশ্লিষ্ট শাখা কোনটি?ক) ফলিত জীববিজ্ঞানখ) ভৌত জীববিজ্ঞানগ) ফলিত পদার্থঘ) ভৌত রসায়ন৩২২. শ্রেণিবিন্যাসেকে প্রধানত ভাগ করা যায়-
i. কৃত্রিম
ii. প্রাকৃতিক
iii. জাতিজনি
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii৩২৩. কোনটি লিনিয়াসের সময়কালের বিজ্ঞানীদের ভাষা হিসেবে ব্যবহৃত হতো?ক) ইংরেজিখ) গ্রিকগ) ল্যাটিনঘ) উর্দু৩২৪. বৈজ্ঞানিক নাম হাতে লেখার সময় কোনটি প্রযোজ্য?ক) গণ ও প্র্রজাতি একসাথে লিখতে হবেখ) গণ ও প্রজাতির নিচে একটি দাগ দিতে হবেগ) গণ ও প্রজাতির নিচে আলাদা আলাদা দাগ দিতে হবেঘ) কোনো দাগ হবে না৩২৫. কৃষি সম্পর্কিত শাখা কোনটি?ক) Agricultureখ) Horlicultureগ) Agronomyঘ) Forestry৩২৬. বৈজ্ঞানিক নামের কয়টি অংশ?ক) ২টিখ) ৩টিগ) ৪টিঘ) ৫টি৩২৭. কোনটির কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি?ক) শৈবালখ) ব্যাকটেরিয়াগ) ছত্রাকঘ) সবকটিঅনুচ্ছেনটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনেই আজ নয়ন ৪টি ক্লাস করল। ১ম ক্লাসটি ছিল বিবর্তন বিদ্যার ওপর। পরবর্তীগুলো ছিল যথাক্রমে অণুজীববিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান ও জীবপ্রযুক্তির ওপর।
৩২৮. নয়ন ভৌত বিজ্ঞান সম্মন্ধে জানতে পেরেছিল কোন ক্লাসটি থেকে?ক) ১মখ) ২য়গ) ৩য়ঘ) ৪র্থ৩২৯. জীববিজ্ঞানের প্রয়োগিক বিষয়ের সাথে সংশ্লিষ্ট হলো নয়নের-
i. ১ম ক্লাসের বিষয়
ii. ২য় ক্লাসের বিষয়
iii. ৩য় ক্লাসের বিষয়
নিচের কোনটি সঠিক?ক) i ও iiখ) ii ও iiiগ) i ও iiiঘ) i, ii ও iii