CHANGING SENTENCES
'Sentence' বা 'বাক্য' হলো ভাব আদানপ্রদানের মাধ্যম। বাক্য গঠনের সময়
আমরা Word-গুলোকে এমন এক বিশেষ নিয়মে সাজাই যার ফলে এটা একটা অর্থপূর্ণ রূপ লাভ করে।
অথচ Word-গুলোকে এলোমেলোভাবে পাশাপাশি স্থাপন করলে তার কোনো অর্থ হয় না। যেমন-
We love our country very much.-এটা একটা বাক্য।
Definition of Sentence (বাক্যের সংজ্ঞা): একগুচ্ছ শব্দ একত্র হয়ে মনের
ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে Sentence বা বাক্য বলে।
একটি আদর্শ (Typical) ইংরেজি বাক্যের গঠন নিম্নরূপ
CLASSIFICATION OF SENTENCES
কাজ ও গঠন অনুযায়ী Sentence-কে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা যায়:
ASSERTIVE SENTENCE
I did not go to school yesterday. আমি গতকাল স্কুলে যাইনি।
I have just received your email. আমি এইমাত্র তোমার ইমেইলটি পেলাম।
He is a businessman. তিনি একজন ব্যবসায়ী।
I am a painter. আমি একজন চিত্রকর।
Sabina works hard, সাবিনা কঠোর পরিশ্রম করে।
Mitu does not go to school regularly. মিতু নিয়মিত স্কুলে যায় না। Sumi can dance very excellently. সুমি খুব চমৎকারভাবে নাচতে পারে।
- Tumpa is singing a song. টুম্পা গান গাইতেছে।
- Shimu is a very intelligent girl. শিমু খুবই বুদ্ধিমতী মেয়ে।
- I have received your letter. আমি তোমার চিঠিটি পেয়েছি।
- Computer is very useful. কম্পিউটার খুবই প্রয়োজনীয়।
- I live in Dhaka. আমি ঢাকায় বাস করি।
- She gets up at 6 am. সে সকাল ৬টায় ঘুম থেকে উঠে।
- Támal can play on harmonium. তমাল হারমোনিয়াম বাজাতে পারে।
- Gold is a precious metal. স্বর্ণ একটি মূল্যবান ধাতু।
- Man is mortal. মানুষ মরণশীল।
- জয়নুল আবেদিন একজন গুণী চিত্রশিল্পী। Zainul Abedin is a great artist.
- পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। Industry is the key to success.
- We should utilize our time properly. আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করা উচিত।
Sabina doesn't like idle people. সাবিনা অলস লোকদেরকে পছন্দ করে না।
- We should not waste time. আমাদের সময় নষ্ট করা উচিত নয়।
- I don't want any juice now. আমি এখন কোনো ফলের রস চাই না।
- On weekends, I don't take breakfast. সপ্তাহের ছুটির দিনগুলোতে আমি নাস্তা খাই না।
- I can't operate computer. আমি কম্পিউটার চালাতে পারি না।
- Bobi has no brother. ববির কোনো ভাই নেই।
- The rich are not always happy. ধনীরা সবসময় সুখী নয়।
- Rita is not a dancer. রিতা একজন নৃত্যশিল্পী নয়।
- They were not inattentive to their studies. তারা তাদের লেখাপড়ায় অমনোযোগী ছিল না।
- I am not a cricketer. আমি একজন ক্রিকেট খেলোয়াড় নই।
- They are not idle, তারা অলস নয়।
- Tarin has no golden necklace. তারিনের কোনো সোনার হার নেই।
- Abid had no English Grammar. আবিদের কোনো ইংরেজি ব্যাকরণ ছিল না।
- We have not any cultivable land. আমাদের আবাদযোগ্য কোনো জমি নেই।
- Tipu does not read attentively. টিপু মনোযোগসহকারে পড়ে না।
- I do not waste time in vain. আমি বৃথা সময় নষ্ট করি না।
- Shimu does not disobey her superiors. শিমু তার গুরুজনদের অমান্য করে না।
dare) + not + verb-এর base form + object/extension.
- I cannot do the sum. -আমি অঙ্কটি কষতে পারি না।
- We could not finish the work in time. আমরা সময়মতো কাজটি শেষ করতে পারলাম না।
- We shall not help you. আমরা তোমাকে সাহায্য করব না।
- We should not tell a lie.আমাদের মিথ্যা বলা উচিত নয়।
- They will not go to Khulna tomorrow. তারা আগামীকাল খুলনা যাবে না।
- She would visit, her mother regularly.সে তার মাকে নিয়মিত দেখতে যেত।
- It may rain today. আজ বৃষ্টি হতে পারে।
- He might not help you. সে হয়তো তোমাকে সাহায্য নাও করতে পারে।
- We must not waste time. আমরা অবশ্যই সময় অপচয় করব না।
- I need not go there. আমার সেখানে যাওয়ার দরকার নেই।
- We ought to study regularly. আমাদের নিয়মিত অধ্যয়ন করা প্রয়োজন।
- I dare not go there at night. আমি সেখানে রাতের বেলা যেতে সাহস করি না.
INTERROGATIVE SENTENCE
Can I help you? আমি কি তোমাকে সাহায্য করতে পারি?
What is the time? সময় কত?
(i) Auxiliary Verb দ্বারা।
Auxiliary verb চার প্রকার:
(a) To be Verb: am, is, are, was, were.
(b) To do verb: do, does, did.
(c) To have verb : have, has, had.
(d) Modals: can, could, shall, should, will, would, may, might, must, ought to, need, dare.
গঠন: To be verb + sub + extension + note of interrogation.
Examples:
Are you a student? তুমি কি একজন ছাত্র?
Were they happy there? তারা কি সেখানে সুখী ছিল?
Am I a singer? আমি কি একজন গায়ক?
Is Sumi a meritorious student? সুমি কি একজন মেধাবী ছাত্রী?
Examples:
Is he not a doctor? তিনি কি একজন ডাক্তার নন।
Am I not responsible for this? আমি কি সেজন্য দায়ী নই?
Are you not angry with me? তুমি কি আমার উপর রেগে নেই?
গঠন: Do/does/did + sub + মূল verb-এর present form + extension + note of interrogation.
Do you study regularly? তুমি কি নিয়মিত অধ্যয়ন করো?
Does she read the book? সে কি বইটি পড়ে?
Does he like gardening? সে কি বাগান করা পছন্দ করে? Did you go to school yesterday? তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে?
Do you take physical exercise regularly? তুমি কি নিয়মিত শারীরিক ব্যায়াম করো?
Don't we help you? আমরা কি তোমাকে সাহায্য করি না?
Didn't they waste time? তারা কি সময় অপচয় করত না?
Don't you take physical exercise regularly? তুমি কি নিয়মিত শারীরিক ব্যায়াম করো না?
Doesn't he like gardening? সে কি বাগান করা পছন্দ করে না?
Didn't you go to school yesterday? তুমি কি গতকাল স্কুলে যাওনি?
গঠন: To have verb + sub + extension + note of Interrogation.
Have you any story book? তোমার কি কোনো গল্পের বই আছে?
Has she a golden ring? তার কি একটি সোনার আংটি আছে?
Had they a big pond? তাদের কি একটি বড়ো পুকুর ছিল।
গঠন: Modal Auxiliary + sub + verb-এর present form + extensión + note of interrogation.
Can you lend me some money? তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো?
Could you do the work? তুমি কি কাজটি করতে পারতে?
Should he not go to a doctor?- তার কি একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত নয়?
Shall we go there? আমরা কি সেখানে যাব?
May I use the phone? আমি কি ফোনটি ব্যবহার করতে পারি?
Might Sabiha go there? সাবিহা কি সেখানে যাইলেও যেতে পারত?
Need I buy a dictionary? আমার কি একটি অভিধান কেনা প্রয়োজন?
Must he go to Dhaka? সে কি অবশ্যই ঢাকা যাবে?
Dare we not face him? আমরা কি তার মুখোমুখি হতে সাহস করি না?
Oughtn't Ria to take care of her health? রিয়ার কি তার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত নয়?
গঠন: Question word + সাহায্যকারী verb + subject+ মূল verb + Extension + note of interrogation.
Where are you going? তুমি কোথায় যাচ্ছ?
How do we prevent air pollution? কী করে আমরা বায়ুদূষণ রোধ করতে পারি?
Why have you come here? তুমি এখানে কেন এসেছ?
What are you doing at the moment? এই মুহূর্তে তুমি কী করছ?
Which colour do you like most? কোন রংটি তুমি অধিক পছন্দ করো?
Whom do you want? তুমি কাকে চাও?
IMPERATIVE SENTENCE
Imperative Sentences or Directives (আজজ্ঞাসূচক বাক্য): যে
Sentence দ্বারা কোনো আদেশ, উপদেশ ও অনুরোধ ব্যক্ত করা হয় তাকে Imperative
Sentence বলে। সাধারণত (Second Person-এ) এ জাতীয় বাক্যের Subject (You) উহ্য থাকে।
A sentence which expresses order, advice, request, proposal, etc. is called an
imperative sentence.
যেমন-
গঠন: Verb + extension.
মূল verb ধারা:
Example:
Draw a picture. একটি ছবি আঁকো।
Do the work. কাজটি করো।
Read attentively. মনোযোগসহকারে পড়ো।
Post the letter.চিঠিটি ডাকে দাও।
Come here. এখানে এসো।
Call in a doctor. ডাক্তার ডাক।
Wait for me. আমার জন্য অপেক্ষা করো।
Always speak the truth. সর্বদা সত্য কথা বলবে।
Open the window. জানালাটি খোল।
Give me a glass of water. আমাকে এক গ্লাস পানি দাও।
Give me the book. আমাকে বইটি দাও।
Do not/Never দ্বারা
Listen to your teacher attentively. তোমার শিক্ষকের কথা মনোযোগসহকারে
শোন।
গঠন: Do not/Don't + verb + extension.
Example
Do not put your hands down. তোমার হাত নামাইও না.
Do not run in the sun. রৌদ্রে দৌড়াদৌড়ি করো না।
Do not laugh at lame man. খোঁড়া লোকটিকে উপহাস করো না।
Do not waste time. সময় নষ্ট/অপচয় করো না.
Never tell a lie.. কখনো মিথ্যা বলো না।
- Please/kindly যারা:
গঠন: Please/kindly + verb + extension.
Examples:
Please go there. দয়া করে সেখানে যাও।
Kindly give me a glass of water. দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন।
Please help me. দয়া করে আমাকে সাহায্য করুন।
Please give me some money. দয়া করে আমাকে কিছু টাকা দিন।
- Let দ্বারা:
গঠন: Let + subject-এর object form + verb + extension.
Examples:
Let me read the book. আমাকে বইটি পড়তে দাও।
Let him come in. তাকে ভিতরে আসতে দাও।
Let me do the sum, আমাকে অঙ্কটি কষতে দাও।
Let us go there. চলো আমরা সেখানে যাই।
Let us do the work. চলো কাজটি করি।
◆ Sentence-টি
Let দ্বারা আরম্ভ হলে Negative করার ক্ষেত্রে গঠনটি হবে-
গঠন: Let+ subject-এর object form + not + verb + extension.
Examples:
Let him not do the work. তাকে কাজটি করতে দাও।
Let him not go out. তাকে বাইরে যেতে দিও না।
OPTATIVE
SENTENCE
Optative Sentences Or Desires (ইচ্ছাসূচক বাক্য): যে Sentence দ্বারা
বক্তার মনের ইচ্ছা, প্রার্থনা ও আশীর্বাদ প্রকাশ করা হয়, তাকে Optative Sentence বলে।
এগুলোর শুরুতে সাধারণত 'May' Verb থাকে।
A sentence which expresses the speaker's wish, prayer or
blessing is called an Optative Sentence.
গঠন: May+sub+ verb + extension.
Examples:
May God bless you. আল্লাহ তোমার মঙ্গল করুক।
May you live long. তুমি দীর্ঘজীবী হও।
Live long our president. আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোন।
May you be successful in life. তুমি জীবনে সফল হও।
May you prosper in life. তুমি জীবনে উন্নতি করো।
May Allah fulfil your desire. আল্লাহ তোমার মনোবাসনা পূর্ণ করুক।
EXCLAMATORY SENTENCE
- How beautiful the bird is! পাখিটি কী সুন্দর!
- How great the man is! লোকটি কতই না মহান।
- How clever the girl is! মেয়েটি কতই না চালাক।
- How helpless the old man is! বৃদ্ধ লোকটি কতই না অসহায়।
- How beautiful the Taj Mahal is!তাজমহল কতই না সুন্দর।
- How exciting the match was!খেলাটি কতই না উত্তেজনাকর ছিল!
- How interesting the book is!বইটি কতই না আনন্দদায়ক!
- What a great man he is! কী মহান লোক তিনি।
- What a good ideal কী সুন্দর ধারণা।
- What a wonderful invention computer is! কী অদ্ভুত আবিষ্কার কম্পিউটার।
- What a pity! কী দুঃখের ব্যাপার।
- What a beautiful country Bangladesh is! কী সুন্দর দেশ বাংলাদেশ।
- What a good luck! কী সৌভাগ্য।
- What a pitiful life she leads! কী করুণ জীবন তিনি যাপন করেন।
- Bravo! Bangladesh has defeated Pakistan. শাবাশ। বাংলাদেশ পাকিস্তানকে পরাজিত করেছে।
- Alas! His mother is no more, হায়। তার মা আর নেই।
- Hush! The baby is sleeping. চুপ। শিশুটি ঘুমাচ্ছে।
- Oh! That he were alive. আহা! তিনি যদি বেঁচে থাকতেন।
- Fie! You are a cheat. ছি! তুমি একজন প্রতারক।
- "Hurrah! We have won the match. কী মজা। আমরা খেলায় জিতেছি।
- Ah! How helpless the boy is! আহা। ছেলেটি কী অসহায়।
- If I were a bird! আমি যদি পাখি হতাম।
- Had I the wings of a bird! আমার যদি পাখির মতো ডানা থাকত।
- Were I the Prime Minister of our country! আমি যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী হতাম।
- Could I fly in the sky! আমি যদি আকাশে উড়তে পারতাম। Would that my father were alive! আমার বাবা যদি বেঁচে থাকতেন।
SIMPLE, COMPOUND AND COMPLEX SENTENCES
Simple Sentence (সরল বাক্য): যে বাক্যে একটিমাত্র Subject ও একটিমাত্র
Finite Verb থাকে তাকে Simple Sentence বা সরল বাক্য বলে। Simple Sentence-এর অর্থ
Single Sentence, যেমন-
Abdul Karim is a rich man.
Simple Sentence-টির Structure হলো:
Subject + Verb + Complement.
Simple Sentence-এর বৈশিষ্ট্য:
(1) একটি Subject ও একটি Finite Verb থাকে। তবে Non-finite Verb যে-কোনো
সংখ্যক বা আদৌ নাও থাকতে পারে। যেমন- He went to visit his sister living in
Dhaka.
(11) একাধিক Noun বা Pronoun and, but, or প্রভৃতি Conjunction দ্বারা
যুক্ত হয়ে একটি Subject-রূপে কাজ করতে পারে। যেমন- Abdul Karim and Abdur Rahim
play chess.
(iii) এতে একাধিক Verb, Complement and, but, or ইত্যাদি দ্বারা যুক্ত হয়ে যথাক্রমে একটি Finite Verb ও একটি Complement-রূপে কাজ করতে পারে। যেমন-He went to Dhaka and Cumilla.
Compound Sentence (যৌগিক বাক্য): Compound Sentence হলো দুই বা ততোধিক.
Simple Sentence-এর সমষ্টি, যারা সবাই Co-ordinating Conjunction দ্বারা যুক্ত এবং
স্বাধীনভাবে অবস্থান ও অর্থ প্রকাশ করতে পারে। যেমন-
I went home and found my father ill.
Compound Sentence-এর বৈশিষ্ট্য:
(i) সবগুলো Clause-ই Main Clause অর্থাৎ স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ
Clause.
(ii) প্রতিটি Clause-এ আলাদা আলাদা Subject ও Finite Verb থাকে। যেমন-
He is poor but (he is) honest.
(iii) প্রতিটি Clause-এ (উপবাক্যে) আলাদা আলাদা. Subject ও
Predicate থাকে।
N.B: প্রধান প্রধান Co-ordinate Conjunction যাদের দ্বারা Clause-গুলো
যুক্ত হয় তারা হলো and, but, or, as well as, not only........ but also,
otherwise, whereas, either....... or, neither ....... nor, both....... and,
for, etc.
N.B: Conjunction ছাড়াও Compound Sentence হতে পারে। যেমন-
Waste not, want not.
Complex Sentence (জটিল বাক্য): দুই বা ততোধিক Simple Sentence একত্রে
যুক্ত হবার পর একটি Clause-এর ওপর অন্য Clause-গুলো নির্ভরশীল হলে তাকে Complex
Sentence বা জটিল বাক্য বলে। যেমন- I know where he lives.
NB: ওপরের Sentence-এ মোটা অক্ষরের অংশটুকু Main Clause আর বাকি অংশ
Subordinate Clause.
Complex Sentence-এর বৈশিষ্ট্য:
(i) একটি Clause, Main Clause বাকিগুলো সব Subordinate Clause.
Main Clause-এর ওপর অন্য Clause-গুলো নির্ভরশীল।
(ii) প্রতিটি Clause-এ আলাদা আলাদা Subject ও Finite Verb থাকে।
(iii) প্রতিটি উপবাক্যে (Clause) আলাদা আলাদা Subject ও Predicate থাকে।
NB: প্রধান প্রধান Subordinating Conjunction যাদের দ্বারা Clause-গুলো
যুক্ত হয় তারা হলো-who, what, when, where, why, how, whom, while, except,
though, since, if, before, after, because, so that, as soon as, as long as,
unless, so that, etc.