এসএসসি - বাংলা ১ম - আম আঁটির ভেঁপু ( বহুনির্বাচনী প্রশ্ন ও সমাধান )



আম আঁটির ভেঁপু

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

বহুনির্বাচনী

০১। উঠানের কোন জায়গা থেকে দুর্গা অপুকে ডাকছিল?

ক. আমতলা

খ. বটতলা

গ. কাঁঠালতলা

ঘ. জামতলা

উত্তর: গ. কাঁঠালতলা

০২। তেলের ভাঁড় ছুঁলে দুর্গাকে মারার কারণ হচ্ছে-

i. কুসংস্কার

ii. অপচয়

iii. না জানানো

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii

গ. iii

ঘ. ii, iii

[বি.দ্র.: গল্পে অপুকে মারার কথা বলা হয়েছে।]

উত্তর: ক. i

নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও: রিপন ও রুমা দুই ভাই-বোন। তাদের বয়সের পার্থক্য চার বছর। একে অন্যের উপর নির্ভরশীল হলেও বিভিন্ন জিনিস একে অন্যকে তারা দেখাতে চায় না। রুমার খেলার সামগ্রী রিপন লুকিয়ে রাখে। রুমার বিভিন্ন আদেশ, আবদার রিপন মানতে চায় না। এই নিয়ে ওদের মাকে নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়।

০৩। উদ্দীপকটি 'আম-আঁটির ভেঁপু' গল্পের কোন দিককে প্রতিফলিত করেছে?

ক. ভাই-বোনের সম্পর্ক

খ. ভাই-বোনের বিরোধ

গ. ভাই-বোনের আবদার

ঘ. মায়ের চিন্তা

উত্তর: ঘ. মায়ের চিন্তা

০৪। উদ্দীপকের ভাবনা 'আম-আঁটির ভেঁপু' গল্পের কোন উদ্ধৃতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

ক. নারকেলের মালাটা আমায় দে

খ. তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত

গ. দুর্গার হাতে একটি নারকেলের মালা

ঘ. একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস? আমের

কুশি জারাবো

উত্তর: খ. তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত

অতিরিক্ত বহুনির্বচনী প্রশ্ন ও উত্তর:

১. পিঁজরাপোলের আসামির ন্যায় কোনটি? [চা.বো. '২৪] অথবা, পিঞ্জরাপোলের আসামির ন্যায় এক পাশে পড়ে আছে কোনটি? [বা. যো. '২৪]

ক. টিনের বাঁশি

গ. নাটাফল

খ. কাঠের ঘোড়া

ঘ. খাপরাগুলি

উত্তর: খ. কাঠের ঘোড়া

২. নিচের কোন চরিত্রটি পল্লি মায়ের শাশ্বত রূপ হয়ে উঠেছে? [চি. বো, '২৪; সি. বো. '১৬]

ক. জাহানারা ইমাম

খ. অভাগী

গ. সর্বজয়া

ঘ. খোদেজা

উত্তর: গ. সর্বজয়া

৩. সর্বজয়া কোন মাসের রোদে জ্বর আসার কথা বলেছে? [ম. বো. '২৪]

ক. আশ্বিন

খ. পৌষ

গ. কার্তিক

ঘ. চৈত্র

উত্তর: ঘ. চৈত্র

৪. অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠস্বরে ছিল- [রা. বো, '২৩]

ক. সতর্কতা

গ. ভয়

খ. আদর

ঘ. জড়তা

উত্তর: ক. সতর্কতা

৫. 'ওতে খেলো হয়ে যেতে হয়' বলতে হরিহর বোঝাতে চেয়েছে-- [চ. বো, '২৩]

ক. বামুনদের প্রতি শ্রদ্ধাবোধ কমে যায়

খ. বামুনদের প্রতি খারাপ ধারণা তৈরি হয়

গ. নীলমণি রায়ের দরিদ্রতা ধরা পড়ে

ঘ. ব্যক্তিত্ব হালকা হয়ে যায়

উত্তর: ঘ. ব্যক্তিত্ব হালকা হয়ে যায়

৬. দশঘরায় বসবাসের সিদ্ধান্তে হরিহর কার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিলেন? [রা. বো., '১৬; সি. বো. '২৩]

ক. ভুবন

খ. সর্বজয়া মুখার্জী

গ. মজুমদার মহাশয়

ঘ. নীলমণি রায়

উত্তর: গ. মজুমদার মহাশয়

৭. 'আম-আঁটির ভেঁপু' গল্পে কাদের ডোবার ধারের আমগাছটায় গুটি ধরেছে? [ব. বো. ২৩]

ক. পটলিদের

খ. গোপদের

গ. রায়দের

ঘ. হরিহরের

উত্তর: ক. পটলিদের

৮. 'আম-আঁটির ভেঁপু' গল্পে অপু কোন জিনিসটি কলের পুতুলের মতো লুকিয়ে ফেলল?

[ডা. বো. '২২; সি. বো, '১৭; ব. বো. ২২]

ক. চুপড়ির কড়ি

খ. তেলের ভাঁড়

গ. নুনের বৈয়াম

ঘ. নারকেলের মালা

উত্তর: ক. চুপড়ির কড়ি

৯. দুর্গা সুর নিচু করিয়া বলিল, 'মা ঘাট থেকে আসেনি তো'? দুর্গার এ কথায় কী প্রকাশ পেয়েছে? [রা. বো. '২২; ব. বো. '১৫]

ক. ভীরুতা/সতর্কতা

খ. আকুলতা

গ. কৌতূহল

ঘ. দুরন্তপনা

উত্তর: ক. ভীরুতা/সতর্কতা

১০. 'আম-আঁটির ভেঁপু গল্পের সমাপ্তিতে কোন বিষয়টি ব্যক্ত হয়েছে? [য. বো. '২২]

ক. পল্লি মাতার শাশ্বত রূপ

খ. প্রকৃতির প্রতি দুর্গার আকর্ষণ

গ. অপুর দুরন্ত শৈশব

ঘ. ভাই-বোনের মিলন মধুর সম্পর্ক

উত্তর: খ. প্রকৃতির প্রতি দুর্গার আকর্ষণ

১১. 'তেলের ভাঁড় ছুঁলে মা মারবে যে। আমার কাপড় যে বাসি।'- অপুর এ উক্তিতে তৎকালীন সমাজের কোন চিত্রটি ফুটে উঠেছে? [কু. বো. '২২]

ক. বিধিবদ্ধ সংস্কার

গ. কুসংস্কার

খ. সংস্কার

ঘ. প্রচলিত নিয়ম-কানুন

উত্তর: খ. সংস্কার

১২. 'আম-আঁটির ভেঁপু' গল্পটি শিশু-কিশোরদের মনে কিসের অনুপ্রেরণা জোগায়? [চ. বো. '২২]

ক. আনন্দিত জীবনের

খ. বিস্ময় ও কৌতূহলের

গ. প্রকৃতিমুখী হওয়ার

ঘ. চিরায়ত শৈশবের

উত্তর: গ. প্রকৃতিমুখী হওয়ার

১৩. বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর তাৎক্ষণিক রাজি হলো না কেন? [বি. বো. '২২]

ক. পাওনাদারের ভয়ে

খ. আত্মসম্মানবোধের কারণে

গ. জাতভেদের কারণে

ঘ. আর্থিক নিরাপত্তার অভাবে

উত্তর: খ. আত্মসম্মানবোধের কারণে

১৪. হরিহরের পক্ষে গ্রাম ছাড়া সহজ নয় কেন? [দি. বো. '২২]

ক. অনেক দেনা আছে বলে

খ. বংশানুক্রমিকভাবে স্থায়ী বলে

গ. বাড়ি বিক্রি করতে দেরি হবে বলে

ঘ. জাতবৈষম্যের কারণে

উত্তর: ক. অনেক দেনা আছে বলে

১৫. 'আম-আঁটির ভেঁপু' গল্পে ফুটে উঠেছে- [ঢা. বো. '২০]

i. প্রকৃতির বৈচিত্র্য

ii. সামাজিক জীবন

iii. মুক্ত জীবনের প্রতি আসক্তি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

১৬. কোন বাগানের আম গুড়ের মতো মিষ্টি? [কু. বো. '২০]

ক. কাঁকুড়তলির

খ. ডোবার ধারের

গ. সিঁদুরকৌটার

ঘ. পটলিদের

উত্তর: ক. কাঁকুড়তলির

১৭. 'আম-আঁটির ভেঁপু' গল্পের মূল সুর কী? [ব. বো. '২০]

ক. প্রকৃতিঘনিষ্ঠতা

খ. জীবনঘনিষ্ঠতা

গ. দারিদ্র্য

ঘ. চিরায়ত শৈশব

উত্তর: ঘ. চিরায়ত শৈশব

১৮. হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা কে? [দি. বো. '২০]

ক. অন্নদা রায়

খ. অধর রায়

গ. নীলমণি রায়

ঘ. নীলকান্ত রায়

উত্তর: গ. নীলমণি রায়

১৯. হরিহরের ঘরের দোর জানালার কপাট কিসের দড়ি দিয়ে গরাদের সঙ্গে বাঁধা ছিল? [মি. বো. '২০]

ক. পাটের দড়ি

খ. খড়ের দড়ি

গ. নারকেলের দড়ি

ঘ. নাইলনের দড়ি

উত্তর: গ. নারকেলের দড়ি

২০. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য পুরস্কারে ভূষিত হন? [সি. বো., '১৯; ঢা, বো, '১৫]

ক. পথের পাঁচালী

খ. অপরাজিত

গ. ইছামতি

ঘ. আরণ্যক

উত্তর: গ. ইছামতি

২১. রায়বাড়িতে হরিহরের বেতন ছিল কত টাকা? [ব.বো.১৯]

ক. আট

খ. দশ

গ. চৌদ্দ

ঘ. বারো

উত্তর: ক. আট

২২. গঙ্গা-যমুনা খেলার জন্য অপু কী হাতে নিল? [দি.বো.১৬]

ক. লাটিম

খ. মার্বেল

গ. বাঁশি

ঘ. খাপরা

উত্তর: ঘ. খাপরা

২৩. দুর্গা আঁচলের খুঁট খুলে কিসের বিচি বের করেছিল? [সি. বো. '১৫]

ক. নাটা ফলের

খ. বৈঁচি ফলের

গ. রড়া ফলের

ঘ. তেলকুচার

উত্তর: গ. রড়া ফলের

২৪. অনেকদিন হরিহর রায়ের বাড়িটি [দি. বো. '১৫]

ক. রং করা হয়নি

খ. ধোয়ামোছা হয়নি

গ. মেরামত করা হয়নি

ঘ. পরিষ্কার করা হয়নি

উত্তর: গ. মেরামত করা হয়নি

২৫. দুর্গার মাথার চুল-- [দি. বো. '১৫]

ক. রুক্ষ

খ. ভেজা

গ. বড়ো

ঘ. ছোটো

উত্তর: ক. রুক্ষ

২৬. 'অতি ভোরে উঠি, তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম'-

উদ্দীপকটি নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?

ক. গ্রোগ্রাসে জারানো আম খাওয়া

খ. জ্বরে আক্রান্ত হওয়া

গ. সন্ন'র গাই দুইতে আসা

ঘ. দুর্গার বাইরে ঘোরাঘুরি

উত্তর: ঘ. দুর্গার বাইরে ঘোরাঘুরি

২৭. 'আম-আঁটির ভেঁপু' গল্পে নারিকেলের মালার মধ্যে কী ছিল? মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়

ক. নারিকেল

খ. জাম

গ. বরই

ঘ. কচি আম কাটা

উত্তর: ঘ. কচি আম কাটা

২৮. হরিহরের বাড়িটা অনেক দিন মেরামত হয় নাই, ফলে-

i. সামনের দিকের রোয়াক ভাঙা

ii. ঘরের দোর-জানালার কপাট সব ভাঙা

iii. জানালার কপাট নারিকেলের দড়ি দিয়ে গরাদের সঙ্গে বাঁধা আছে

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii

গ. iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:

ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই,: মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই? [ঢা. বো, '২৩]

২৯. উদ্দীপকে প্রকাশিত ভাব 'আম-আঁটির ভেঁপু' গল্পের কোন দিকটি ইঙ্গিত করে?

ক. পল্লি প্রকৃতি

খ. শৈশবের দুরন্তপনা

গ. ভাই-বোনের সম্পর্ক

ঘ. বাবা-মায়ের শাশ্বত রূপ

উত্তর: গ. ভাই-বোনের সম্পর্ক

৩০. উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের যে দিকগুলো অনুপস্থিত-

i. দারিদ্র্যের চিত্র

ii. কুসংস্কার

iii. প্রকৃতিঘনিষ্ঠতা

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii

গ. i ও ii

ঘ. ii ও iii

উত্তর: গ. i ও ii

উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও:

প্রদীপ রায়ের অবস্থা এতই শোচনীয় যে, ঘরের ভাঙা বেড়াটিও মেরামত করতে পারছে না। দুই সন্তান উদয় ও ঊষা স্কুলে যায়। দুপুরে স্কুল থেকে ফিরেই খেয়ে না খেয়ে মাঠের দিকে দেয় ছুট! গাভী ও ছাগলটি চরানো আর বিরামহীন খেলাধুলায় বিকালটা বড় আনন্দের মনে হয় তাদের। [য. বো. ২০]

৩১. প্রদীপ রায় ও 'আম-আঁটি ভেঁপু' গল্পের হরিহরের মধ্যে সাদৃশ্যপূর্ণ দিক কোনটি?

ক. প্রবল বাৎসল্য

খ. চরম দারিদ্র্য

গ. সামাজিক প্রেক্ষাপট

ঘ. অনিশ্চিত কর্মসংস্থান

উত্তর:

৩২. উদ্দীপকের উদয়-ঊষা এবং 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপু-দুর্গা উভয়ের ক্ষেত্রেই-

i. প্রেক্ষাপট অভিন্ন

ii. দুরন্তপনা বিদ্যমান

iii. দারিদ্র্যের ছাপ অনুপস্থিত

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii ও iii

গ. iii

ঘ. i ও ii

উত্তর: খ. ii ও iii

৩৩. 'আম-আঁটির ভেঁপু' গল্পে অপু কোন জিনিসটি কলের পুতুলের মতো লুকিয়ে ফেলল?

[ঢা. বো. '২১; সি. বো. '১৭; য. বো. '২২; ব. বো. '২২]

ক. চুপড়ির কড়ি

খ. তেলের ভাঁড়

গ. নুনের বৈয়াম

ঘ. নারকেলের মালা

উত্তর: ক. চুপড়ির কড়ি

৩৪. দুর্গা সুর নিচু করিয়া বলিল, 'মা ঘাট থেকে আসেনি তো'? দুর্গার এ কথায় কী প্রকাশ পেয়েছে? [রা.বো. '২২; ব.বো. '১৫]

ক. আকুলতা

খ. ভীরুতা/সতর্কতা

গ. কৌতূহল

ঘ. দুরন্তপনা

উত্তর: খ. ভীরুতা/সতর্কতা

৩৫. 'আম-আঁটির ভেঁপু' গল্পের সমাপ্তিতে কোন বিষয়টি ব্যক্ত হয়েছে? [য. বো. '২২]

ক. পল্লি মাতার শাশ্বত রূপ

খ. প্রকৃতির প্রতি দুর্গার আকর্ষণ

গ. অপুর দুরন্ত শৈশব

ঘ. ভাই-বোনের মিলন মধুর সম্পর্ক

উত্তর: খ. প্রকৃতির প্রতি দুর্গার আকর্ষণ

৩৬. 'তেলের ভাঁড় ছুঁলে মা মারবে যে! আমার কাপড় যে বাসি।' অপুর এ উক্তিতে তৎকালীন সমাজের কোন চিত্রটি ফুটে উঠেছে? [কু. বো. '২২]

ক. বিধিবদ্ধ সংস্কার

খ. সংস্কার

গ. কুসংস্কার

ঘ. প্রচলিত নিয়ম-কানুন

উত্তর: গ. কুসংস্কার

৩৭. 'আম-আঁটির ভেঁপু' গল্পটি শিশু-কিশোরদের মনে কিসের অনুপ্রেরণা জোগায়? [চ. বো. '২২]

ক. আনন্দিত জীবনের

খ. বিস্ময় ও কৌতূহলের

গ. প্রকৃতিমুখী হওয়ার

ঘ. চিরায়ত শৈশবের

উত্তর: গ. প্রকৃতিমুখী হওয়ার

৩৮. বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর তাৎক্ষণিক রাজি হলো না কেন? [ব. বো. '২২]

ক. পাওনাদারের ভয়ে

খ. আত্মসম্মানবোধের কারণে

গ. জাতভেদের কারণে

ঘ. আর্থিক নিরাপত্তার অভাবে

উত্তর: খ. আত্মসম্মানবোধের কারণে

৩৯. হরিহরের পক্ষে গ্রাম ছাড়া সহজ নয় কেন? [দি. বো. '২২]

ক. অনেক দেনা আছে বলে

খ. বংশানুক্রমিকভাবে স্থায়ী বলে

গ. বাড়ি বিক্রি করতে দেরি হবে বলে

ঘ. জাতবৈষম্যের কারণে

উত্তর: ক. অনেক দেনা আছে বলে

৪০. "আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা"

--কথাটিতে হরিহর কোনটি প্রকাশ করেছেন? [ম. বো. '২২]

অথবা, "আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা ভদ্দর লোকেরই হয়ে পড়েছে হা ভাত যো ভাত।" হরিহরের এ উক্তিতে প্রকাশ পেয়েছে- [বি. বো. '১৭]

ক. ক্ষোভ

খ. আক্ষেপ

গ. বিস্ময়

ঘ. অভিমান

উত্তর: খ. আক্ষেপ

৪১. 'আম-আঁটির ভেঁপু' গল্পে ফুটে উঠেছে- [ঢা. বো. '২০]

ক. প্রকৃতির বৈচিত্র্য

খ. সামাজিক-জীবন

গ. মুক্ত জীবনের প্রতি আসক্তি

ঘ. প্রকৃতির সাথে জীবনের মিল

উত্তর: ঘ. প্রকৃতির সাথে জীবনের মিল

৪২. কোন বাগানের আম গুড়ের মতো মিষ্টি? [কু. বো. '২০]

ক. সিঁদুরকৌটার

খ. কাঁকুড়তলির

গ. নীলমণি রায়ের

ঘ. ডোবার ধারের

উত্তর: খ. কাঁকুড়তলির

৪৩. 'আম-আঁটির ভেঁপু গল্পে কার উক্তিতে তৎকালীন বন্ধক প্রথার পরিচয় পাওয়া যায়? [ব. বো. '২০]

ক. সেজ ঠাকুরুণ

খ. ভুবন মুখুজ্যে

গ. রাধা বোষ্টমের বউ

ঘ. নীলমণি রায়

উত্তর: ক. সেজ ঠাকুরুণ

৪৪. 'আম আঁটির ভেঁপু' গল্পের লেখক যেটি এড়িয়ে গেছেন তা হলো- [সি বো. '২০]

ক. শৈশবের দারিদ্র্যের কষ্ট

খ. অপু ও দুর্গার দুরন্তপনা

গ. প্রকৃতি ও মানুষের জীবন

ঘ. ফল-ফলাদি গ্রহণের আনন্দ

উত্তর: ক. শৈশবের দারিদ্র্যের কষ্ট

৪৫. 'আম-আঁটির ভেঁপু' গল্পের মূল সুর কী? [ব. বো. '২০]

ক. জীবন ঘনিষ্ঠতা

খ. প্রকৃতি ঘনিষ্ঠতা

গ. দারিদ্র

ঘ. চিরায়ত শৈশব

উত্তর: ঘ. চিরায়ত শৈশব

৪৬. হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা কে?

ক. নীলমনি রায়

খ. অন্নদা রায়

গ. অধর রায়

ঘ. নীলকান্ত রায়

উত্তর: ক. নীলমনি রায়

৪৭. হরিহরের ঘরের দোর জানালার কপাট কিসের দড়ি দিয়ে গরাদের সঙ্গে বাঁধা ছিল?

ক. পাটের দড়ি

খ. খড়ের দড়ি

গ. নাইলনের দড়ি

ঘ. নারকেলের দড়ি

উত্তর: ঘ. নারকেলের দড়ি

৪৮. 'তার স্বর একটু সতর্কতা মিশ্রিত'- এখানে কার স্বরের কথা বলা হয়েছে?

ক. অপুর

খ. হরিহরের

গ. সর্বজয়ার

ঘ. দুর্গার

উত্তর: ঘ. দুর্গার