এসএসসি - BGS বহুনির্বাচনী প্রশ্ন - দশম অধ্যায় - জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা

 


বহুনির্বাচনী প্রশ্ন 

দশম অধ্যায়

জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা 

১. সমষ্টিগত সম্পদ নিচের কোনটি?

ক. ঘরবাড়ি

খ. সাগর

গ. কলকারখানা

ঘ. বনাঞ্চল

উত্তর: ঘ. বনাঞ্চল 

২.

 উপরের কোন বৃত্তে ব্যক্তিগত সম্পদ রয়েছে?

ক. ১

খ. ২

গ. ১ ও ২

ঘ. ২ও৩

উত্তর: ক. ১

৩. মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হলো-

i. সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তির স্বাধীনতা ও সরকারি খাতের প্রাধান্য

 ii. কোনো দ্রব্য কী পরিমাণ উৎপাদিত হবে সরকার কর্তৃক স্থিরকৃত থাকে

iii. একক উৎপাদনকারী হিসেবে একক ব্যবসার প্রচলন নিচের কোনটি সঠিক?

ক. i

খ. i ও ii

গ. iii

ঘ. i ও iii

উত্তর: ক. i

২. উপরের কোন বৃত্তে ব্যক্তিগত সম্পদ রয়েছে?

ক. ১

খ. ২

গ. ১ ও ২

ঘ. ২ও৩

উত্তর: ক. ১

৩. মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হলো-

i. সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তির স্বাধীনতা ও সরকারি খাতের প্রাধান্য

ii. কোনো দ্রব্য কী পরিমাণ উৎপাদিত হবে সরকার কর্তৃক স্থিরকৃত থাকে

iii. একক উৎপাদনকারী হিসেবে একক ব্যবসার প্রচলন নিচের কোনটি সঠিক?

ক. i

খ. i ও ii

গ. iii

ঘ. i ও iii

উত্তর: ক. i

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও গাজীপুর জেলার বক্তারপুর গ্রামের তানভীর লক্ষ্মণপুরের গ্রামের তানভীর লক্ষ লক্ষ টাকার বনের গাছ কেটে নিচ্ছে। তানভীর গ্রামের লোকজনের সহায়তায় গাছ কাটার সঙ্গে জড়িত লোকদরে ধরে পুলিশের হাতে তুলে দেন।

৪. তানভীরের কাজটি জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধের কোন ধরনের উদ্যোগ?

ক. ব্যক্তিগত

খ. রাষ্ট্রীয়

গ. সমষ্টিগত

ঘ. আন্তর্জাতিক

উত্তর: গ. সমষ্টিগত

৫. উক্ত উদ্যোগটি গ্রহণের ফলে-

i. জাতীয় সম্পদ রক্ষা পাবে

ii. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে

iii. কর্মসংস্থান সৃষ্টি করবে

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii

গ. i ও ii

উত্তর: গ. i ও ii

ঘ. ii ও iii

টপিক - পাঠ ১: ভূমিকা

১. অর্থনীতি সম্পর্কে জানতে হলে প্রথমে কোনটি সম্পর্কে জানতে হবে?

ক. সম্পদ

খ. জনসংখ্যা

গ. পরিবেশ

ঘ. আবহাওয়া

উত্তর: ক. সম্পদ

২. একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা বুঝতে হলে কোনটি জানা আবশ্যক?

ক. জনসংখ্যা বৃদ্ধির হার

খ. সম্পদের পরিমাণ

গ. সম্পদের উৎপাদন ও বণ্টন প্রক্রিয়া

ঘ. প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতা

উত্তর: গ. সম্পদের উৎপাদন ও বণ্টন প্রক্রিয়া

টপিক- পাঠ ২: জাতীয় সম্পদের ধারণা

৩. অর্থনীতির ভাষায় নিচের কোনটি সম্পদ? [ঢা. বো. ১৬]

ক. ফসলি জমি

খ. কালিবিহীন কলম

গ. সূর্যের আলো

ঘ. নদীর পানি

উত্তর: ক. ফসলি জমি

৪. প্রকৃত অর্থে কোনো বস্তু বা দ্রব্যকে সম্পদ বলতে হলে, তার কয়টি বৈশিষ্ট্য থাকতে হবে? [য. বো. ১৫]

ক. দুটি

খ. তিনটি

গ. চারটি

ঘ. পাঁচটি

উত্তর: গ. চারটি

৫. কোনটি সম্পদের বৈশিষ্ট্য? [সি. বো. ১৫]

ক. অপ্রাচুর্য

খ. চাহিদা

গ. অভাব

ঘ. ঘরবাড়ি

উত্তর: ক. অপ্রাচুর্য

৬. উপযোগ বলতে বোঝায়- [সকল বোর্ড ১৮]

ক. মানুষের মোট চাহিদা

খ. দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা

গ. অভাবের মোট পরিমাণ

ঘ. চাহিদা ও যোগানের সমষ্টি

উত্তর: খ. দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা

৭. নিচের কোনটি সম্পদ নয়?

ক. বাতাস

খ. পানি

গ. গাছ

ঘ. মাছ

উত্তর: ক. বাতাস

৮. বাতাস সম্পদ নয় কেন?

ক. উপযোগ নেই

খ. অপ্রাচুর্য নেই

গ. বাহ্যিকতা নেই

ঘ. মানুষের লাগে না বলে

উত্তর: খ. অপ্রাচুর্য নেই

৯. মালিকানার ওপর ভিত্তি করে সম্পদকে কত শ্রেণিতে বিন্যাস করা যায়? [সি. বো. ২৩]

ক. ৫

খ. ৪

গ. ৩

ঘ. ২

উত্তর: ক. ৫

১০. সম্পদকে কত শ্রেণিতে বিন্যস্ত করা যায়?[য. চ. বো. ২৩, রা. বো. ২০]

ক. ৩

খ. ৪

গ. ৫

ঘ. ৬

উত্তর: গ. ৫

১১. গাড়ি, অর্থবিত্ত ইত্যাদি কোন শ্রেণির সম্পদ?

ক. ব্যক্তিগত

খ. জাতীয়

গ. আন্তর্জাতিক

ঘ. সমষ্টিগত

উত্তর: ক. ব্যক্তিগত

১২. নিজ বাড়ির আঙিনায় পুকুর খনন করলে কোন ধরনের সম্পদ সৃষ্টি করা হবে? [য. বো. ২৩]

ক. সমষ্টিগত

খ. ব্যক্তিগত

গ. জাতীয়

ঘ. আন্তর্জাতিক

উত্তর: খ. ব্যক্তিগত

১৩. নিজস্ব প্রতিতা, ব্যক্তির দক্ষতা ইত্যাদি কী ধরনের সম্পদ?

ক. একান্ত ব্যক্তিগত

খ. জাতীয়

গ. সমষ্টিগত

ঘ. সম্পদ নয়

উত্তর: ক. একান্ত ব্যক্তিগত

১৪. মালিকানার ওপর ভিত্তি করে 'কর্মদক্ষতা' কোন ধরনের সম্পদ? [ঢা. বো. ২৪, চ. বো. ২৪]

ক. জাতীয়

খ. সমষ্টিগত

গ. ব্যক্তিগত

ঘ. আন্তর্জাতিক

উত্তর: গ. ব্যক্তিগত

১৫. সিয়াম আইডিয়াল স্কুলে পড়ে। সিয়ামের স্কুলটি কোন ধরনের সম্পদ?

ক. সামাজিক সম্পদ

খ. ব্যক্তিগত সম্পদ

গ. জাতীয় সম্পদ

ঘ. আন্তর্জাতিক সম্পদ

উত্তর: গ. জাতীয় সম্পদ

১৬. নদনদী কোন ধরনের সম্পদ? [দি. বো. ২৩]

ক. সামাজিক

খ. ব্যক্তিগত

গ. জাতীয়

ঘ. আন্তর্জাতিক

উত্তর: গ. জাতীয়

১৭. কোন ধরনের সম্পদ ব্যবহারের ক্ষেত্রে মিতব্যয়িতা অবলম্বন করা উচিত? [ম. বো. ২৪]

ক. জাতীয়

খ. সমষ্টিগত

গ. একান্ত ব্যক্তিত্ব

ঘ. ব্যক্তিগত

উত্তর: ক. জাতীয়

১৮. সমষ্টিগত সম্পদ নিচের কোনটি? [ব. বো. ১৫]

ক. ঘরবাড়ি

খ. সাগর

গ. কলকারখানা

ঘ. বনাঞ্চল

উত্তর: ঘ. বনাঞ্চল

১৯. যে সম্পদের ওপর সকল নাগরিকের সমান অধিকার ও দায়িত্ব রয়েছে তাকে কোন ধরনের সম্পদ বলে?

[সি. বো. ২৪]

ক. ব্যক্তিগত

খ. সমষ্টিগত

গ. জাতীয়

ঘ. আন্তর্জাতিক

উত্তর: খ. সমষ্টিগত

২০. নাবিল ও তার বন্ধুরা মিলে মধুপুরে পিকনিকে যায়। সেখানে তারা অনেক বৃক্ষ দেখতে পায়। উক্ত বৃক্ষ কোন ধরনের সম্পদ? [কু. বো. ১৬]

ক. ব্যক্তিগত

খ. জাতীয়

গ. আন্তর্জাতিক

ঘ. সমষ্টিগত

উত্তর: ঘ. সমষ্টিগত

২১. সম্প্রতি ব্যস্ততম একটি রাস্তার ধারে যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে। আসা-যাওয়ার পথে পথিকগণ এখানে বিশ্রাম নেন। এই নির্মাণকৃত বিষয়টি কোন ধরনের সম্পদ? [রা. বো. ২৩]

ক. ব্যক্তিগত

খ. একান্ত ব্যক্তিগত

গ. সমষ্টিগত

ঘ. জাতীয়

উত্তর: গ. সমষ্টিগত

২২. জাতীয় সম্পদ যেক্ষেত্রে ব্যবহৃত হয়-

ক. জনগণের সার্বিক কল্যাণ

খ. বিদেশের সাথে সম্পর্ক স্থাপন

গ. প্রভাব বিস্তার করা

ঘ. সকলের সাথে সম্ভাব বজায় রাখা

উত্তর: ক. জনগণের সার্বিক কল্যাণ

২৩. সাগর-মহাসাগর কোন ধরনের সম্পদ? [ম. বো. ২০]

ক. ব্যক্তিগত

খ. সমষ্টিগত

গ. আন্তর্জাতিক

ঘ. জাতীয়

উত্তর: গ. আন্তর্জাতিক

২৪. নিচের কোনটি আন্তর্জাতিক সম্পদ? [দি. বো. ১৫]

ক. সাগর-মহাসাগর

খ. নদনদী

গ. শিল্প প্রতিষ্ঠান

ঘ. বাড়িঘর

উত্তর: ক. সাগর-মহাসাগর

বৈজ্ঞানিক আবিষ্কার কোন ধরনের সম্পদ? [চ. বো. ১৯, দি. বো. ১৬]

ক. ব্যক্তিগত

খ. সমষ্টিগত

গ. জাতীয়

ঘ. আন্তর্জাতিক

উত্তর: ঘ. আন্তর্জাতিক

২৬. 'প্রযুক্তি' কোন ধরনের সম্পদ? [ব. বো. ১৭, য. বো. ১৬]

ক. ব্যক্তিগত

খ. জাতীয়

গ. সমষ্টিগত

ঘ. আন্তর্জাতিক

উত্তর: ঘ. আন্তর্জাতিক

২৭. নিচের কোনটি আন্তর্জাতিক সম্পদের অন্তর্ভুক্ত?

ক. পেটেন্টবিহীন বৈজ্ঞানিক আবিষ্কার

খ. ব্যক্তির প্রতিভা

গ. বড় বিল্ডিং

ঘ. সাধারণ নীতি

উত্তর: ক. পেটেন্টবিহীন বৈজ্ঞানিক আবিষ্কার

২৮. জাতীয় সম্পদের উৎস কয়টি?[দি. বো. ১৯, য. কু. বো. ১৭]

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৫

উত্তর: ক. ২

২৯. নিচের কোনটি আন্তর্জাতিক সম্পদ?[কু. বো. ২৩]

ক. প্রযুক্তি

খ. কর্মদক্ষতা

গ. উদ্ভাবনী শক্তি

ঘ. খনিজ সম্পদ

উত্তর: ক. প্রযুক্তি

৩০. সম্পদের উপাদান হলো-

i. উপযোগ

ii. অপ্রাচুর্যতা

iii. বাহ্যিকতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

৩১. কর্মদক্ষতা, উদ্ভাবনী শক্তি, প্রযুক্তিগত জ্ঞান ইত্যাদি কোন সম্পদের উদাহরণ?

i. ব্যক্তিগত

ii. সমষ্টিগত

iii. জাতীয়

নিচের কোনটি সঠিক?  [য. বো. ১৫]

ক. i

খ. ii

গ. iii

ঘ. i, ii ও iii

উত্তর: গ. iii

৩২. জাতীয় সম্পদ বলতে বোঝায়-

i. ব্যক্তিগত সম্পদ

ii. সমষ্টিগত সম্পদ

iii.আন্তর্জাতিক সম্পদ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

উত্তর: ক. i ও ii

ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও:

সুমনের জেলায় অনেক বনভূমি আছে। সুমন লক্ষ করল, কতিপয় লোক গাছ কেটে নিয়ে যাচ্ছে। সুমন গোপনে পুলিশকে খবর দিয়ে তাদেরকে ধরিয়ে দেয়। [ঢা. বো. ২৪]

৩৩. সুমনের কাজটি জাতীয় সম্পদ সংরক্ষণ ও অপচয় রোধের কোন ধরনের উদ্যোগ

ক. সমষ্টিগত

খ. রাষ্ট্রীয়

গ. ব্যক্তিগত

ঘ. আন্তর্জাতিক

উত্তর: ক. সমষ্টিগত

৩৪. উক্ত উদ্যোগটি গ্রহণের ফলে-

i. জাতীয় সম্পদ রক্ষা পাবে

ii. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে

iii. বেকারত্ব সৃষ্টি হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

টপিক- পাঠ ৩: জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয়রোধ

৩৫. কোনটি অর্থনৈতিক অবকাঠামো?

ক. শিক্ষা

খ. স্বাস্থ্য

গ. বিনোদন

ঘ. পরিবহন

উত্তর: ঘ. পরিবহন

৩৬. নিচের কোনটি সমষ্টিগত সম্পদ? [কু. বো. ১৯, ঢা. বো. ১৫]

ক. বাড়ি

খ. গাড়ি

গ. নদী

ঘ. শিল্প

উত্তর: গ. নদী

৩৭. বাংলাদেশে এমন একটি সম্পদ রয়েছে যার অপব্যবহারে রাসায়নিকীকরণসহ নানা কারণে পরিবেশ ও জীবজগতের অস্তিত্ব বিপন্ন হতে পারে। সম্পদটি হলো-

ক. বনজ

খ. খনিজ

গ. পানি

ঘ. মৎস্য

উত্তর: গ. পানি

৩৮. জাতীয় সম্পদ রক্ষায় নাগরিকদের করণীয় হলো-

i. সম্পদের সুষ্ঠু ব্যবহার করা

ii. রাষ্ট্রের আইন ভঙ্গ করা

iii .সম্পদের অপচয় কর

নিচের কোনটি সঠিক?[দি. বো. ১৫]

ক. i

খ. ii

গ. iii

ঘ. i, ii ও iii

উত্তর: ক. i

৩৯. সমষ্টিগত সম্পত্তি হলো-

i. বাড়িঘর

ii. রাস্তাঘাট

iii. স্কুল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: গ. ii ও iii

উদ্দীপকটি পড়ে ৪০ ও ৪১ নং প্রশ্নের উত্তর দাও:

মিসেস হানী তার স্বামীর সাথে বাজারে গিয়ে তার জন্য সোনার গহনা ও কিছু আসবাবপত্র কিনে স্বামীর গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথে তিনি একটা উড়াল সেতু ও একটা হাসপাতাল দেখতে পান। [ঢা. বো. ২০]

৪০. মিসেস হানীর দেখা জিনিসগুলো কোন ধরনের সম্পদ?

ক. ব্যক্তিগত

খ. সমষ্টিগত

গ. আন্তর্জাতিক

ঘ. জাতীয়

উত্তর: খ. সমষ্টিগত

৪১. মিসেস হানীর ক্রয়কৃত জিনিসগুলোর বৈশিষ্ট্য

i. অযথা অপচয় করে না

ii.প্রয়োজনাতিরিক্ত ব্যয় না করার জন্য সদা তৎপর

iii. ক্ষতি হলে তা রোধ করে না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ওiii

উত্তর: ক. i ও ii

টপিক পাঠ ৪: বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা

৪২. উৎপাদন বলতে বোঝায়-[ম. বো. ২৩]

ক. সম্পদের রূপান্তর

খ. দ্রব্য সৃষ্টি

গ. উপযোগ সৃষ্টি

ঘ. অভাব পূরণের দ্রব্য

উত্তর: ক. সম্পদের রূপান্তর

৪৩. উৎপাদনের উপাদান কয়টি? [য. বো. ১৯]

ক. দুটি

খ. তিনটি

গ. চারটি

ঘ. পাঁচটি

উত্তর: গ. চারটি

৪৪. উৎপাদন বলতে বোঝায় [ম. বো. ২৩]

ক. সম্পদের রূপান্তর

খ. দ্রব্য সৃষ্টি

গ. উপযোগ সৃষ্টি

ঘ. অভাব পূরণের দ্রব্য

উত্তর: ক. সম্পদের রূপান্তর

৪৫. উৎপাদন প্রক্রিয়া সম্পাদনে কোন উপাদান লাভ-ক্ষতির দায়িত্ব বহন করে? [দি. বো. ২৩]

ক. সংগঠন

খ. ভূমি

গ. শ্রম

ঘ. মূলধন

উত্তর: ক. সংগঠন

৪৬. সাইফুল এন্ড সন্স কোম্পানি বছর শেষে ২,০০,০০০ লভ্যাংশ পান। এর মধ্যে জমি ব্যবহার বাবদ মালিককে ৫,০০০ টাকা দিতে হয় উক্ত ৫,০০০ টাকাকে অর্থনীতির ভাষায় কী বলে? [রা. বো. ২৩]

ক. খাজনা

খ. মজুরি

গ. সুদ

ঘ. মুনাফা

উত্তর: ক. খাজনা

৪৭. উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদিত উপাদানকে কী বলে? [রা. বো. ২৩]

ক. সংগঠন

গ. মূলধন

খ. বণ্টন

ঘ. শ্রম

উত্তর: গ. মূলধন

৪৮. উৎপাদনের ক্ষেত্রে ভূমির ব্যবহারের জন্য ভূমির মালিককে কী দেয়া হয়?

[সি. বো. ২৩]

ক. মজুরি

খ. মূলধন

গ. মুনাফা

ঘ. খাজনা

উত্তর: ঘ. খাজনা

৪৯. কাঠ চেয়ার?

উদ্দীপকের খালিঘরের জন্য কোনটি সাদৃশ্যপূর্ণ?[সকল বোর্ড ১৮]

ক. চাহিদা

গ. যোগান

খ. সম্পদ

ঘ. উৎপাদন

উত্তর: ঘ. উৎপাদন

৫০. অভাব? উৎপাদন বন্টন ভোগ '?' চিহ্নিত স্থানে কোনটি বসবে? [চ. বো. ১৭]

ক. চাহিদা

খ. অর্থ

গ. প্রচেষ্টা

ঘ. উপযোগ

উত্তর: গ. প্রচেষ্টা

৫১. অভাব ' প্রচেষ্টা? বন্টন ভোগ ?' চিহ্নিত স্থানে কোনটি বসবে? [রা. বো. ২৩, সি. বো. ২০]

ক. উৎপাদন

খ. উপযোগ

গ. বিনিয়োগ

ঘ. সঞ্চয়

উত্তর: ক. উৎপাদন

৫২. অভাব প্রচেষ্টা উৎপাদন ? ভোগ  '?' চিহ্নিত স্থানে কোনটি বসবে? [ঢা. বো. ১৭]

ক. বণ্টন

খ. সঞ্চয়

গ. বিনিয়োগ

ঘ. উপযোগ

উত্তর: ক. বণ্টন

৫৩. ? প্রচেষ্টা উপলক্ষণ বন্টন ভোগ  '?' চিহ্নিত স্থানে কী বসবে? [ব. বো. ২৪]

ক. উপযোগ

খ. চাহিদা

গ. যোগান

ঘ. অভাব

উত্তর: ঘ. অভাব

৫৪. বর্তমান বিশ্বে কত প্রকার অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে?[ম. বো. ২৩, চ. বো. ১৬]

ক. সাত প্রকার

খ. ছয় প্রকার

গ. পাঁচ প্রকার

ঘ. চার প্রকার

উত্তর: ঘ. চার প্রকার

 ৫৫. শুধু ব্যক্তিগত প্রচেষ্টা দ্বারা অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় না-

i. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়

ii. মিশ্র অর্থব্যবস্থায়

iii.ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়

নিচের কোনটি সঠিক?

[রা. বো. ১৫]

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

উদ্দীপকটি পড়ে ৫৬ ও ৫৭ নং প্রশ্নের উত্তর দাও: ঢাকার রমিজ সাহেব তার পোশাক কারখানার জন্য প্রায় দশ লক্ষ টাকার নতুন কিছু মেশিন কিনলেন। ফলে তার কারখানায় আরও কিছু শ্রমিক নিয়োগ দিতে হয় এবং তার মুনাফা আগের চেয়েও বেড়ে যায়। [ঢা. বো. ১৬]

৫৬. রমিজ সাহেবের দশ লক্ষ টাকা ব্যয়কে অর্থনীতির ভাষায় কী বলে?

ক. বিনিয়োগ

খ. মূলধন

গ. ভূমি

ঘ. ভোগব্যয়

উত্তর: ক. বিনিয়োগ

৫৭. রমিজ সাহেবের এ ধরনের ব্যয়ের ফলে-

i. দেশের মোট জাতীয় ব্যয় বৃদ্ধি পাবে

ii. শ্রমিক শোষণ বেড়ে যাবে

iii.জনগণের জীবনযাত্রার মান বাড়বে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও iii

উদ্দীপকটি পড়ে ৫৮ ও ৫৯ নং প্রশ্নের উত্তর দাও:

গার্মেন্টস ব্যবসায়ী সৈকত সাহেব কাপড় তৈরির জন্য তুলা সংগ্রহ করেন। তিনি তুলা হতে সুতা ও কাপড় তৈরির যন্ত্রপাতি কেনার জন্য অর্থ সংগ্রহ করে কাপড় তৈরি করেন। [কু. বো. ২৩]

৫৮. সৈকত সাহেবের কাপড় তৈরি করার প্রক্রিয়াকে কী?

ক. উৎপাদন

খ. ভোগ

গ. বিনিয়োগ

ঘ. বণ্টন

উত্তর: ক. উৎপাদন

৫৯. উদ্দীপকের এ প্রক্রিয়াটিতে-

i. চারটি উপাদানের সমন্বয় প্রয়োজন

ii. মানুষের সকল অভাব পূরণ হয়

iii.একজন ঝুঁকি বহন করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও iii

৬০. জনাব নিখিল মাটি ক্রয় করে ইট ভাটায় ব্যবহার করে ইট তৈরি করে এবং বাজারে বিক্রি করে। জনাব নিখিল-এর কার্যক্রমকে কী বলা হয়?

ক. ভোগ

গ. উৎপাদন

খ. বণ্টন

ঘ. বিনিয়োগ

উত্তর: গ. উৎপাদন

উদ্দীপকটি পড়ে ৬১ ও ৬২ নং প্রশ্নের উত্তর দাও: চট্টগ্রাম পেপার মিলে আখের ছোবড়া কাজে লাগিয়ে কাগজ তৈরি করা হয়। মিলে তৈরিকৃত কাগজ বাংলাদেশের চাহিদা অনেকাংশে পূরণ করে। [ব. বো. ১৯]

৬১. অর্থনীতির ভাষায় উপরিউক্ত পেপার মিলে কাগজ তৈরির প্রক্রিয়াকে কী বলে?

ক. বণ্টন

খ. উৎপাদন

গ. ভোগ

ঘ. সংগঠন

উত্তর: খ. উৎপাদন

৬২. উপরিউক্ত কারখানায় নিয়োজিত শ্রমিকেরা কাজ করার মাধ্যমে পায়-

i. মজুরি

ii. শিল্পদ্রব্য

iii.মূলধন

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii

গ. iii

ঘ. i, ii ও iii

উত্তর: ক. i

উদ্দীপকটি পড়ে ৬৩ ও ৬৪ নং প্রশ্নের উত্তর দাও: জনাব তামিম 'ক' দেশে বসবাস করেন। তিনি চেয়ার তৈরির ব্যবসা করেন ও বাজারে বিক্রি করেন। তিনি নিজ ইচ্ছামত দাম নির্ধারণ করেন। [ব. বো. ২৩]

৬৩. জনাব তামিম তাঁর ব্যবসা থেকে কী পাবেন?

ক. খাজনা

খ. মজুরি

গ. সুদ

ঘ. মুনাফা

উত্তর: ঘ. মুনাফা

৬৪. 'ক' দেশটিতে-

i. ভোক্তারা স্বাধীনতা ভোগ করে

ii. ব্যক্তিগত সম্পদ নিশ্চিত হয়

iii.জনগণ কল্যাণের নিশ্চয়তা পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

ছকটি পড়ে ৬৫ ও ৬৬ নং প্রশ্নের উত্তর দাও: অভাব প্রচেষ্টা উৎপাদন ? ভোগ [রা. বো. ১৯]

৬৫.'?' চিহ্নিত স্থানে কোনটি বসবে?

ক. মুনাফা

খ. চাহিদা

গ. মজুরি

ঘ. বণ্টন

উত্তর: ঘ. বণ্টন

৬৬. কোন অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো ব্যক্তিমালিকানাধীন?

ক. ধনতান্ত্রিক

খ. সমাজতান্ত্রিক

গ. মিশ্র

ঘ. ইসলামি

উত্তর: ক. ধনতান্ত্রিক

উদ্দীপকটি পড়ে ৬৭ ও ৬৮ নং প্রশ্নের উত্তর দাও: ঢাকার জামিল সাহেব তার পোশাক কারখানার জন্য প্রায় আট লক্ষ টাকার নতুন কিছু মেশিন কিনলেন। ফলে তার কারখানায় আরও কিছু শ্রমিক নিয়োগ দিতে হয় এবং তার মুনাফা আগের চেয়েও বেড়ে যায়। [ম. বো. ২৩]

৬৭. জামিল সাহেবের আট লক্ষ টাকার ব্যয়কে অর্থনীতির ভাষায় কী বলে?

ক. বিনিয়োগ

খ. ভূমি

গ. মূলধন

ঘ. ভোগব্যয়

উত্তর: ক. বিনিয়োগ

৬৮. জামিল সাহেবের এ ধরনের ব্যয়ের ফলে-

i. দেশের মোট জাতীয় ব্যয় বৃদ্ধি পাবে

ii. শ্রমিক শোষণ বেড়ে যাবে

iii.জনগণের জীবনযাত্রার মান বাড়বে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: গ. ii ও iii

৬৯. কোন অর্থনৈতিক ব্যবস্থায় প্রত্যেক ব্যক্তি উৎপাদনে পূর্ণ স্বাধীনতা ভোগ করে? [দি. বো. ১৫]

ক. মিশ্র অর্থনীতি

খ. ধনতান্ত্রিক

গ. সমাজতান্ত্রিক

ঘ. ইসলামি অর্থব্যবস্থা

উত্তর: খ. ধনতান্ত্রিক

৭০. কোন অর্থনৈতিক ব্যবস্থাটি সারাবিশ্বে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য?

[ব. বো. ২৩]

ক. ধনতান্ত্রিক

গ. সমাজতান্ত্রিক

খ. মিশ্র

ঘ. ইসলামি

উত্তর: ক. ধনতান্ত্রিক

৭১. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ কার মালিকানাধীন?[ব. বো. ১৬]

ক. ব্যক্তির

খ. সমাজের

গ. রাষ্ট্রের

ঘ. রাষ্ট্র ও সমাজের

উত্তর: ক. ব্যক্তির

৭২. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা-[ম. বো. ২৩]

ক. রাষ্ট্রের

খ. সমাজের

গ. সকলের

ঘ. ব্যক্তির

উত্তর: ঘ. ব্যক্তির

১০৯. জাতীয় আয়ের বৃহত্তম অংশ অল্প সংখ্যক গোষ্ঠী ভোগ করে কোন অর্থব্যবস্থায়? [কু. বো. ২৩]

ক. ধনতান্ত্রিক

গ. মিশ্র

খ. সমাজতান্ত্রিক

ঘ. ইসলামি

উত্তর: ক. ধনতান্ত্রিক

৭৪. উৎপাদনের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই কোন অর্থব্যবস্থায়? [য. বো. ২০]

ক. ধনতান্ত্রিক

গ. মিশ্র

খ. ইসলামি

ঘ. সমাজতান্ত্রিক

উত্তর: ক. ধনতান্ত্রিক

৭৫. ব্যক্তি পর্যায়ে কোন অর্থনৈতিক ব্যবস্থাটি বেশি গ্রহণযোগ্য?[য. বো. ১৯]

ক. ধনতান্ত্রিক

খ. মিশ্র

গ. সমাজতান্ত্রিক

ঘ. ইসলামি

উত্তর: ক. ধনতান্ত্রিক

৭৬. কোন অর্থনৈতিক ব্যবস্থাকে মুক্তবাজার অর্থনীতি বলে? [ব. বো. ২০,১৫; চ. বো. ১৭]

ক. ইসলামি

খ. সমাজতান্ত্রিক

গ. মিশ্র

ঘ. ধনতান্ত্রিক

উত্তর: ঘ. ধনতান্ত্রিক

৭৭. শ্রমিক শোষণ লক্ষ করা যায় কোন অর্থব্যবস্থায়?[য. বো. ২০]

ক. সমাজতান্ত্রিক

খ. মিশ্র

গ. ধনতান্ত্রিক

ঘ. ইসলামি

উত্তর: গ. ধনতান্ত্রিক

৭৮. জনাব 'A' উৎপাদনকার্য পরিচালনা করেন। তিনি তার নিয়োগকৃত শ্রমিকদের কাজ অনুযায়ী কম বেতন পরিশোধ করেন। তার উৎপাদনকার্য কোন অর্থনৈতিক ব্যবস্থাকে ইঙ্গিত করে? [ঢা. বো. ২৩]

ক. ধনতান্ত্রিক

খ. সমাজতান্ত্রিক

গ. মিশ্র

ঘ. ইসলামি

উত্তর: ক. ধনতান্ত্রিক

৭৯. ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হলো-

i. সর্বোচ্চ মুনাফা অর্জন করা

ii. সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত করা

iii.উৎপাদনে অবাধ প্রতিযোগিতা

নিচের কোনটি সঠিক?[দি. বো. ১৯]

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও iii

৮০. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়-

i. সম্পদের সুষম বণ্টন হয়

ii. ভোক্তার স্বাধীনতা আছে

iii.শ্রমিক শোষণ হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: গ. ii ও iii

৮১. ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে?

i. অবাধ প্রতিযোগিতা

ii. শ্রমিক শোষণ

iii. সম্পদের মালিকানা

নিচের কোনটি সঠিক?[য. বো. ২৩]

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৮২ ও ৮৩ নং প্রশ্নের উত্তর দাও:

জনাব 'M' একটি পোশাক কারখানার মালিক। নিজের সম্পদ বৃদ্ধির জন্য শ্রমিকদের প্রাপ্য পারিশ্রমিক যথাযথভাবে প্রদান করেন না। [ম. বো. ২০]

৮২. জনাব 'M' এর পোশাক কারখানাটি কোন উৎপাদন ব্যবস্থায় পরিচালিত হচ্ছে?

ক. ধনতান্ত্রিক

খ. মিশ্র

গ. সমাজতান্ত্রিক

ঘ. ইসলামিক

উত্তর: ক. ধনতান্ত্রিক

৮৩. উক্ত অর্থব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য-

i. শ্রেণি বৈষম্য সৃষ্টি হয়

ii. অতিরিক্ত লাভের সুযোগ

iii.সম্পদের অসম বণ্টন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৮৪ ও ৮৫ নং প্রশ্নের উত্তর দাও:

তালহা নিজ জমিতে একটি কারখানা স্থাপন করে কিছু সংখ্যক শ্রমিক নিয়োগ দেন।[য. বো. ২৩]

৮৪. উদ্দীপকে কোন অর্থব্যবস্থার ইঙ্গিত রয়েছে?

ক. মিশ্র

খ. সমাজতান্ত্রিক

গ. ইসলামি

ঘ. পুঁজিবাদী

উত্তর: ঘ. পুঁজিবাদী

৮৫. উক্ত অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হলো-

i. ব্যক্তিমালিকানা

ii. মুনাফা অর্জন

iii.উৎপাদনের স্বাধীনতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৮৬ ও ৮৭ নং প্রশ্নের উত্তর দাও:

জনাব আফজাল একজন শিল্পপতি। তার মূল উদ্দেশ্যই হচ্ছে সর্বাধিক মুনাফা অর্জন করা। ঈদের সময় তৈরী পোশাকের চাহিদা বেড়ে যায় বলে তিনি একটি গার্মেন্টস কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেন। [ঢা. বো. ১৫]

৮৬. জনাব আফজালের কাজটি কোন অর্থনৈতিক ব্যবস্থার অন্তর্গত?

ক. সমাজতান্ত্রিক

খ. ধনতান্ত্রিক

গ. মিশ্র

ঘ. ইসলামি

উত্তর: খ. ধনতান্ত্রিক

৮৭. উল্লিখিত অর্থনৈতিক ব্যবস্থার সাথে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার কী মিল রয়েছে?

ক. কেন্দ্রীয় পরিকল্পনা

খ. মুনাফা অর্জন

গ. রাষ্ট্রীয় মালিকানায় উৎপাদন

ঘ. ভোক্তার স্বাধীনতার অভাব

উত্তর: খ. মুনাফা অর্জন

টপিক পাঠ ৬: সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ

৮৮. কোনটি প্রাচীন বাংলার অর্থনৈতিক ব্যবস্থা?

[য. বো. ২৪]

ক সামন্ততান্ত্রিক

খ. মিশ্র

গ. ইসলামি

ঘ. ধনতান্ত্রিক

উত্তর: ক. সামন্ততান্ত্রিক

৮৯. কোন অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন? [দি. বো. ১৯]

ক. ধনতান্ত্রিক

খ. সমাজতান্ত্রিক

গ. মিশ্র

ঘ. ইসলামি

উত্তর: খ. সমাজতান্ত্রিক

৯০. কোন অর্থব্যবস্থায় অর্জিত মুনাফার মালিক রাষ্ট্র? [কু. বো. ১৫]

ক. ধনতান্ত্রিক

খ. সমাজতান্ত্রিক

গ. মিশ্র

ঘ. ইসলামি

উত্তর: খ. সমাজতান্ত্রিক

৯১. কোন অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা থাকে না? [সি. বো. ১৫]

ক. ধনতান্ত্রিক

খ. সমাজতান্ত্রিক

গ. মিশ্র অর্থনীতি

ঘ. ইসলামি অর্থনীতি

উত্তর: খ. সমাজতান্ত্রিক

৯২. 'X' রাষ্ট্রের সকল অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্রীয় পরিকল্পনার আওতায় পরিচালিত হয়। তাই ধনী-গরিব বৈষম্য কম হয়। উক্ত দেশের অর্থনৈতিক ব্যবস্থা কোনটি? [কু. বো. ২৪]

ক. ধনতান্ত্রিক

গ. মিশ্র

খ. সমাজতান্ত্রিক

ঘ. ইসলামিক

উত্তর: খ. সমাজতান্ত্রিক

৯৩. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো-

ক. সর্বাধিক মুনাফা অর্জন

খ. ব্যক্তির কল্যাণ সাধন

গ. সর্বাধিক জনকল্যাণ সাধন

ঘ. দেশের উন্নয়ন

উত্তর: গ. সর্বাধিক জনকল্যাণ সাধন

৯৪. আয় বণ্টনের ক্ষেত্রে বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা লক্ষণীয়?[কু. বো. ২০]

ক. ধনতান্ত্রিক

খ. সমাজতান্ত্রিক

গ. মিশ্র

ঘ. ইসলামি

উত্তর: ক. ধনতান্ত্রিক

৯৫. সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি? [চ. বো. ২০]

ক. ব্যক্তিমালিকানা

খ. উদ্যোক্তার স্বাধীনতা

গ. ভোগকারীর স্বাধীনতা

ঘ. যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক

উত্তর: ঘ. যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক

৯৬. কোনটি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য? [সি. বো. ১৯]

ক. বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকা

খ. কর্মদক্ষতা অনুযায়ী মজুরি পাওয়া

গ. নিজের ইচ্ছেমতো দ্রব্য তৈরি করা

ঘ. মালিক-শ্রমিকের আয় বৈষম্য থাকা

উত্তর: খ. কর্মদক্ষতা অনুযায়ী মজুরি পাওয়া

৯৭. কোন অর্থব্যবস্থায় বেকারত্ব থাকে না?[দি. বো. ২০]

ক. সমাজতান্ত্রিক

খ. ধনতান্ত্রিক

গ. মিশ্র

ঘ. ইসলামিক

উত্তর: ক. সমাজতান্ত্রিক

টপিক পাঠ ৭: মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ

৯৮. জনাব শফিকের এক ছেলে সরকারি স্কুলে ও এক মেয়ে বেসরকারি স্কুলে পড়ছে। বেসরকারি স্কুল থেকে সরকারি স্কুলে খরচ কম। এখানে কোন ধরনের অর্থনীতির ইঙ্গিত রয়েছে?[রা. বো. ১৭]

ক. ধনতান্ত্রিক

খ. সমাজতান্ত্রিক

গ. মিশ্র

ঘ. ইসলামি

উত্তর: গ. মিশ্র

৯৯. ব্যক্তি বা বেসরকারি খাতের প্রাধান্য থাকে কোন অর্থব্যবস্থায়? [চ. বো. ১৫]

ক. সামন্ততান্ত্রিক

খ. সমাজতান্ত্রিক

গ. ইসলামি

ঘ. মিশ্র

উত্তর: ঘ. মিশ্র

১০০. মিশ্র অর্থব্যবস্থায় দ্রব্যের দাম নির্ধারিত হয় কীভাবে?

ক. ক্রেতা-বিক্রেতার প্রতিযোগিতার মাধ্যমে

খ. দ্রব্যের চাহিদা ও যোগানের মাধ্যমে

গ. সরকার নির্ধারিত

ঘ. ব্যক্তির নিজস্ব চাহিদা অনুযায়ী

উত্তর: খ. দ্রব্যের চাহিদা ও যোগানের মাধ্যমে

১০১. মিশ্র অর্থব্যবস্থায় কোনটির ওপর নিষেধাজ্ঞা থাকে?

ক. একচেটিয়া ব্যবসায়

খ. দ্রব্য উৎপাদনের স্বাধীনতা

গ. ভোগ করার স্বাধীনতা

 ঘ. ব্যক্তিমালিকানায়

উত্তর: ক. একচেটিয়া ব্যবসায়

১০২. মিশ্র অর্থব্যবস্থায়-

i. সম্পদের সুষ্ঠু বণ্টন ঘটে

ii. আয় বৈষম্য দেখা যায়

iii.শ্রমিক শোষণ বিদ্যমান

নিচের কোনটি সঠিক? [ঢা. বো. ১৬]

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: গ. ii ও iii

১০৩. মিশ্র অর্থব্যবস্থার মূল বৈশিষ্ট্য হলো-

i.সম্পদের ব্যক্তিমালিকানা

ii.সম্পদের রাষ্ট্রীয় মালিকানা

iii.সর্বাধিক মুনাফা অর্জন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

টপিক - পাঠ ৮: ইসলামি অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ

১০৪. ইসলামি অর্থনৈতিক ব্যবস্থার মূলভিত্তি হলো-

ক. রাষ্ট্রের সংবিধান

খ. কুরআন ও হাদিস

গ. ফিকহ শাস্ত্র

ঘ. ইসলামি রাষ্ট্রের নীতি

উত্তর: খ. কুরআন ও হাদিস

১০৫. ইসলামি অর্থব্যবস্থায় সকল অর্থনৈতিক কার্যাবলি কিসের ভিত্তিতে প্রচলিত হয়?

ক. বাদশাহর হুকুম

খ. ব্যক্তিগত মতামত

ঘ. রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ

গ. শরিয়ত

উত্তর: গ. শরিয়ত

১০৬. কোন অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তির নিকট নির্দিষ্ট সময়ব্যাপী নির্ধারিত পরিমাণ অর্থ সম্পদ থাকলে তার একটি নির্ধারিত অংশ দরিদ্র জনগণের মধ্যে বণ্টনের ব্যবস্থা রয়েছে?

ক. ধনতান্ত্রিক

খ. সমাজতান্ত্রিক

গ. মিশ্র

ঘ. ইসলামি

উত্তর: ঘ. ইসলামি

১০৭. জনাব কামাল একটি পোশাক শিল্পের মালিক। তিনি প্রতিবছর যাকাত দেন। জনাব কামালের ক্ষেত্রে কোন ধরনের অর্থনীতির ইঙ্গিত রয়েছে? [দি. বো. ২০]

ক. সমাজতান্ত্রিক

খ. ধনতান্ত্রিক

গ. মিশ্র

ঘ. ইসলামি

উত্তর: ঘ. ইসলামি

১০৮. ইসলামি অর্থব্যবস্থায় কোনটি হারাম?

ক. ব্যক্তিগত মালিকানা

খ. অধিক পণ্য উৎপাদন

গ. সুদ লেনদেন

ঘ. যোগান বৃদ্ধি

উত্তর: গ. সুদ লেনদেন

১০৯. ইসলামিক অর্থব্যবস্থায় কোন বৈশিষ্ট্যটি অনুসরণ করা হয়? [সি. বো. ১৯]

ক. সর্বাধিক মুনাফা অর্জন

খ. শোষণহীন উৎপাদন প্রক্রিয়া

গ. সামগ্রিকভাবে মুনাফা অর্জন

ঘ. সর্বজনীন বিনিয়োগ

উত্তর: খ. শোষণহীন উৎপাদন প্রক্রিয়া

১১০. কোন অর্থব্যবস্থায় শোষণহীন উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করা হয়? [ঢা. বো. ২৩]

ক. ধনতান্ত্রিক

খ. সমাজতান্ত্রিক

গ. মিশ্র

ঘ. ইসলামি

উত্তর: ঘ. ইসলামি

টপিক পাঠ ৯: বাংলাদেশে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা

১১১. ব্রিটিশ শাসনামলে বাংলাদেশে কোন অর্থব্যবস্থা প্রচলিত ছিল?

ক. ধনতান্ত্রিক

খ. মিশ্র

গ. সামন্ততান্ত্রিক

ঘ. ইসলামি

উত্তর: গ. সামন্ততান্ত্রিক

১১২. উল্লেখযোগ্য পরিমাণ জমির মালিককে প্রাচীন বাংলায় কী বলা হতো?

ক. ভূস্বামী

খ. জমিদার

গ. সামন্ত

ঘ. মালিক

উত্তর: ক. ভূস্বামী

১১৩. প্রাচীন বাংলার অর্থনীতি কেমন ছিল?

ক. শিল্পনির্ভর

খ. কৃষিনির্ভর

গ. শিকারনির্ভর

ঘ. বাণিজ্যনির্ভর

উত্তর: খ. কৃষিনির্ভর

১১৪. প্রাচীন বাংলায় অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ ছিলেন কে?

ক. ভূস্বামী

খ. রাজনীতিবিদ

গ. শিক্ষক

ঘ. কৃষক

উত্তর: ক. ভূস্বামী

১১৫. প্রাচীন বাংলার জমিদারি প্রথার স্থলে কোন অর্থব্যবস্থা স্থান করে নেয়?

ক. ধনতান্ত্রিক

খ. সামন্ততান্ত্রিক

গ. মিশ্র

ঘ. ইসলামি

উত্তর: ক. ধনতান্ত্রিক

১১৬. পাকিস্তান আমলে বাংলাদেশে কোন অর্থব্যবস্থা প্রচলিত ছিল?

ক. সমাজতান্ত্রিক

খ. মিশ্র

গ. ইসলামি

ঘ. ধনতান্ত্রিক

উত্তর: ঘ. ধনতান্ত্রিক

১১৭. স্বাধীনতার পর বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা প্রতিষ্ঠা লাভ করে?

ক. ধনতান্ত্রিক

খ. সমাজতান্ত্রিক

গ. মিশ্র

ঘ. ইসলামি

উত্তর: খ. সমাজতান্ত্রিক

১১৮. বাংলাদেশে বর্তমানে কোন অর্থব্যবস্থা চালু আছে?

ক. ধনতান্ত্রিক

খ. সমাজতান্ত্রিক

গ. মিশ্র

ঘ. ইসলামি

উত্তর: গ. মিশ্র

টপিক পাঠ ১০: বাংলাদেশের জাতীয় আয়ের বণ্টন পরিস্থিতি

১১৯. রহিম একটি পোলট্রি ফার্মে কর্মরত। তার অর্জিত আয় অর্থনীতিতে কী হিসেবে বিবেচিত হবে?[য. বো. ১৬]

ক. খাজনা

গ. সুদ

খ. মজুরি

ঘ. মুনাফা

উত্তর: খ. মজুরি

১২০. 'র' পৈতৃক সূত্রে প্রাপ্ত অর্থ দিয়ে একটা ব্যবসায় শুরু করে। ব্যবসায় অনেক লোক কাজ করে। বছর শেষে 'র' আয়ের যে অংশ পাবে তাকে অর্থনীতির ভাষায় কী বলে?[ঢা. বো. ১৯]

ক. মজুরি

খ. খাজনা

গ. মুনাফা

ঘ. সুদ

উত্তর: গ. মুনাফা

১২১. উৎপাদন কাজে নিয়োজিত অর্থকে কী বলে?[কু. বো. ১৬]

ক. মূলধন

গ. সঞ্চয়

খ. বিনিয়োগ

ঘ. মুনাফা

উত্তর: ক. মূলধন

১২২. সংগঠন বা উদ্যোক্তার আয় কী?

ক. সুদ

খ. মুনাফা

গ. মজুরি

ঘ. খাজনা

উত্তর:খ. মুনাফা

১২৩. বাংলাদেশের শ্রমিকশ্রেণির জীবনযাত্রার মান কেমন?

ক. নিম্ন

খ. উচ্চ

গ. মাঝারি

ঘ. মোটামুটি

উত্তর: ক. নিম্ন