সেইদিন এই
মাঠ
জীবনানন্দ
দাশ
বহুনির্বাচনী
১. 'সেইদিন এই মাঠ' কবিতায় বর্ণিত ফুলের নাম কী?
ক. গোলাপ
খ. শিউলি
গ. চালতা
ঘ. কদম
উত্তর: গ. চালতা
২. 'আমি চলে যাব' কবি কোথায় চলে যাওয়ার কথা বলেছেন?
ক. গ্রামে
খ. শহরে
গ. পরপারে
ঘ. বিদেশে
উত্তর: গ. পরপারে
নিচের উদ্দীপকটি পড়ে ৩ সংখ্যক প্রশ্নের উত্তর
দাও: যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
তখন আমায় নাই বা তুমি ডাকলে
তারার পানে চেয়ে চেয়ে
নাই বা মনে রাখলে।
৩. উদ্দীপকে 'সেইদিন এই মাঠ' কবিতার কোন দিকটি
প্রকাশ পেয়েছে?
ক. সৌন্দর্য
গ. ঐশ্বর্য
খ. ঐতিহ্য
ঘ.আনন্দ
উত্তর:
[বি.দ্র.: প্রশ্নটি ত্রুটিপূর্ণ। এ প্রশ্নের
সঠিক উত্তর হবে-মৃত্যুচেতনা।]
অতিরিক্ত বহুনির্বাচনী প্রশ্নঃ
৪. 'আমি তো মরে যাব, রেখে যাব সবই' গানের কথার
সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার কোন ভাবের সঙ্গতি আছে? [ঢা. বো. '২২]
ক. মৃত্যু চেতনা
খ. মানুষের স্বপ্নময়তা
গ. প্রকৃতির বহমানতা
ঘ. কৃত্রিমতার ধ্বংস
উত্তর: ক. মৃত্যু চেতনা
৫. 'সেইদিন এই মাঠ' কবিতায় কোনটি শিশিরের জলে
ভিজে রহস্যময় সৌন্দর্য ফুটে উঠবে? [রা. বো. '২২]
ক. মাঠ
খ. নদী
গ. চালতাফুল
ঘ. লক্ষ্মীপেঁচা
উত্তর: গ. চালতাফুল
৬. 'পৃথিবীর এই সব গল্প বেঁচে র'বে চিরকাল'-
এখানে 'এই সব গল্প' দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে? [য. বো. '২২]
ক. মানুষের বিচরণ
খ. সৌন্দর্যের উপমা
গ. প্রাণের প্রবাহ
ঘ. সভ্যতার নিত্য অনুষঙ্গ
উত্তর: খ. সৌন্দর্যের উপমা
৭. কবি শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলেছেন?[কু.
বো. '২২]
ক. কদম ফুল
খ. চালতা ফুল
গ. শিউলি ফুল
ঘ. হিজল ফুল
উত্তর: খ. চালতা ফুল
৮. 'সেইদিন এই মাঠ' কবিতার কবি বিস্ময়কর নিপুণতায়
কোন বিষয়টি উপস্থাপন করেছেন? [চ. বো. '২২]
ক. গভীর জীবনবোধ ও জীবন তৃষ্ণা
খ. মানবসৃষ্ট সভ্যতার ক্ষয়িষ্ণু দিক
গ. প্রকৃতির চিরকালীন সৌন্দর্য
ঘ. মানুষের মৃত্যুর স্বাভাবিকতা
উত্তর: গ. প্রকৃতির চিরকালীন
সৌন্দর্য
৯. 'পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল' বলতে
কী বোঝানো হয়েছে? [সি. বো. '২২]
ক. প্রকৃতির অবিনশ্বরতা
খ. বিস্ময়কর সৌন্দর্য
গ. অসাধারণ ঐশ্বর্য
ঘ. ক্ষয়িষ্ণু হওয়া
উত্তর: ক. প্রকৃতির অবিনশ্বরতা
১০. "রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা
ছেঁড়া পালে ডিঙ্গা বায়- রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে দেখিবে ধবল বক;
আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে।" উদ্দীপকের ভাবের বিপরীত চিত্র ফুটে উঠেছে 'সেইদিন
এই
ক. মাঠ
খ. নদী
গ. চালতাফুল
ঘ. লক্ষ্মীপেঁচা
উত্তর: গ. চালতাফুল
৬. 'পৃথিবীর এই সব গল্প বেঁচে র'বে চিরকাল'-
এখানে 'এই সব গল্প' দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে? [য. বো. '২২]
ক. মানুষের বিচরণ
খ. সৌন্দর্যের উপমা
গ. প্রাণের প্রবাহ
ঘ. সভ্যতার নিত্য অনুষঙ্গ
উত্তর: খ. সৌন্দর্যের উপমা
৭. কবি শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলেছেন
ক. কদম ফুল
খ. চালতা ফুল
গ. শিউলি ফুল
ঘ. হিজল ফুল
উত্তর: খ
৮. 'সেইদিন এই মাঠ' কবিতার কবি বিস্ময়কর নিপুণতায়
কোন বিষয়টি উপস্থাপন করেছেন? [চ. বো. '২২]
ক. গভীর জীবনবোধ ও জীবন তৃষ্ণা
খ. মানবসৃষ্ট সভ্যতার ক্ষয়িষ্ণু দিক
গ. প্রকৃতির চিরকালীন সৌন্দর্য
ঘ. মানুষের মৃত্যুর স্বাভাবিকতা
উত্তর: গ
৯. 'পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল' বলতে
কী বোঝানো হয়েছে? [সি. বো. '২২]
ক. প্রকৃতির অবিনশ্বরতা
খ. বিস্ময়কর সৌন্দর্য
গ. অসাধারণ ঐশ্বর্য
ঘ. ক্ষয়িষ্ণু হওয়া
উত্তর: ক
১০. "রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা
ছেঁড়া পালে ডিঙ্গা বায়- রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে দেখিবে ধবল বক;
আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে।" উদ্দীপকের ভাবের বিপরীত চিত্র ফুটে উঠেছে 'সেইদিন
এই মাঠ' কবিতার কোন পঙ্কতিতে? [ব. বো. '২২]
ক. সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে
খ. এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে
গ. সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি
ঘ. পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল
উত্তর: খ. এশিরিয়া ধুলো আজ
বেবিলন ছাই হয়ে আছে
১১. 'সোনার স্বপ্নের সাধ' বলতে কবি জীবনানন্দ
দাশ কী বুঝিয়েছেন? [দি. বো. '২২]
ক. প্রকৃতির রহস্যময় সৌন্দর্য
খ. মানুষের শাশ্বত সৌন্দর্যবোধ
গ. প্রকৃতির সৌন্দর্যের নিত্যতা
ঘ. নান্দনিক সৌন্দর্যের চিরন্তনতা
উত্তর: ক. প্রকৃতির রহস্যময়
সৌন্দর্য
১২. 'চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে নরম
গন্ধের ঢেউয়ে?'- পঙ্কতিটিতে কোন অনুভব ব্যক্ত হয়েছে? [ম. বো. '২২]
ক. প্রকৃতির শাশ্বত রূপ
খ. সৌন্দর্যবোধ
গ. কল্পনার প্রসার
ঘ. প্রকৃতির বৈচিত্র্য
উত্তর: ক. প্রকৃতির শাশ্বত
রূপ
১৩. "পৃথিবীর এই সব গল্প বেঁচে র'বে চিরকাল"-
বলতে কবি কী বুঝিয়েছেন? [য. বো. '২০]
ক. সভ্যতার বিনির্মাণ
খ. মানুষের নশ্বরতা
গ. সময় গতিশীল
ঘ. প্রকৃতি চিরন্তন
উত্তর: ঘ. প্রকৃতি চিরন্তন
১৪. জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা কোনটি?
[কু. বো. '২০]
ক. প্রাকৃতিক সৌন্দর্য
খ. স্বদেশপ্রেম
গ. প্রকৃতিপ্রীতি
ঘ. প্রকৃতির রহস্যময় সৌন্দর্য
উত্তর: ঘ. প্রকৃতির রহস্যময়
সৌন্দর্য
১৫. "আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারামন
শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন।" উদ্দীপকের ভাবনা 'সেইদিন এই মাঠ'
কবিতার নিচের কোন ভাবনার মূল সুর? [ব. বো. '২০]
ক. মানুষ ও সভ্যতার নশ্বরতা
খ. সৌন্দর্যপিপাসু সত্তা
গ. প্রকৃতির সৌন্দর্য অনুধাবন
ঘ. বাংলার নৈসর্গিক পরিবেশের মমত্ববোধ
উত্তর: ঘ. বাংলার নৈসর্গিক
পরিবেশের মমত্ববোধ
১৬. 'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাব কী? [ঢা.
বো. '১৯]
ক. মানব সভ্যতার পরিণতি
খ. প্রকৃতির সৌন্দর্য নশ্বর
গ. জীবাত্মা রহস্যময়
ঘ. প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী
উত্তর: ঘ. প্রকৃতির সৌন্দর্য
চিরস্থায়ী
১৭. "সেইদিন এই মাঠ' কবিতায় স্বপ্নকে সোনার
সাথে তুলনা করার কারণ, স্বপ্ন- [কু. বো. '১৯]
ক. সুন্দর
খ. চিরন্তন
গ. কল্পনাতৃপ্ত
ঘ. রহস্যময়
উত্তর: খ. চিরন্তন
১৮. 'সেইদিন এই মাঠ' কবিতায় কবির মতে কোনটি টিকে
থাকবে না? [সি. বো. '১৯]
ক. নদী
খ. নক্ষত্র
গ. সভ্যতা
ঘ. স্বপ্ন
উত্তর: গ. সভ্যতা
১৯. কোন চরণে 'সেইদিন এই মাঠ' কবিতায় সভ্যতা
ক্ষণস্থায়ী বোঝানো হয়েছে? [দি. বো. '১৯]
ক. এই নদী নক্ষত্রের তলে সেদিনো দেখিবে স্বপ্ন
খ. নরম গন্ধের ঢেউয়ে
গ. সেদিনো দেখিবে স্বপ্ন
ঘ. এশিরিয়া ধুলো আজ
উত্তর: ঘ. এশিরিয়া ধুলো আজ
২০. 'সেইদিন এই মাঠ' কবিতায় শান্ত বাতি- ভিজে
গন্ধ- মৃদু কলরব- এগুলো কবির কোন ভাবনার ইঙ্গিতবাহী? [কু. বো. '১৭]
ক. মানবের মৃত্যুচেতনা
খ. প্রকৃতির চিরায়ত রূপ
গ. প্রকৃতির রহস্যময়তা
ঘ. মানবমনের অস্থিরতা
উত্তর: খ. প্রকৃতির চিরায়ত
রূপ
২১. নক্ষত্রের তলে সেদিনও কে স্বপ্ন দেখবে?
[চ. বো. '১৭; রা. বো. '১৫]
ক. শিশির
খ. পৃথিবী
গ. নদী
ঘ. মাঠ
উত্তর: গ. নদী
২২. 'সেইদিন এই মাঠ' কবিতায় প্রকৃতির এক শাশ্বত
রূপ মূর্ত হয়ে উঠেছে কোন পঙ্কতিতে? [সি. বো. '১৭]
ক. লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির
তরে?
খ. সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!
গ. এশিরিয়া ধুলো আজ- বেবিলন ছাই হয়ে আছে।
ঘ. খেয়ানৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে;
উত্তর: ক. লক্ষ্মীপেঁচা গান
গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?
২৩. লক্ষ্মীপেঁচা তার লক্ষ্মীটির তরে কী করবে?
[ঢা. বো. '১৬]
ক. নাচবে
খ. হাসবে
গ. গান গাইবে
ঘ. অভিনয় করবে
উত্তর: গ. গান গাইবে
২৪. 'সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি'-
এখানে 'মাঠ' বলতে কী বোঝানো হয়েছে? [রা. বো. '১৬]
ক. প্রকৃতি
খ. সভ্যতা
গ. ঐশ্বর্য
ঘ. সৌন্দর্য
উত্তর: ক. প্রকৃতি
২৫. 'সেইদিন এই মাঠ' কবিতায় বক্তব্য অনুসারে
কোনটির মৃত্যু নেই? [য. বো. '১৫]
ক. সভ্যতার
খ. স্বপ্নের
গ. মানুষের
ঘ. ঐতিহ্যের
উত্তর: খ. স্বপ্নের
২৬. 'সেইদিন এই মাঠ' কবিতায় মানুষের গড়া সভ্যতার
নশ্বরতা প্রকাশ পেয়েছে যে চরণে- [ব. বো. '১৫]
ক. পৃথিবীর এইসব গল্প বেঁচে র'বে চিরকাল
খ. সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি
গ. সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!
ঘ. এশিরিয়া ধূলো আজ বেবিলন ছাই হয়ে আছে।
উত্তর: ঘ. এশিরিয়া ধূলো আজ
বেবিলন ছাই হয়ে আছে।
২৭. সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে সাতটা
পেয়ালা আজও খালি নেই একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি শুধু সেই সেদিনের মালী নেই-
উদ্দীপকের সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার ভাবগত ঐক্য রয়েছে-
[দি. বো. '২০]
i. প্রকৃতির অবিনশ্বরতায়
ii. মানুষের স্বপ্নের অমরতায়
iii. জীবনের অবশ্যম্ভাবী পরিণতিতে
নিচের কোনটি সঠিক?
ক. i, ii ও iii
গ. iii
খ. ii
ঘ. i ও iii
উত্তর: ক. i, ii ও iii
২৮. 'সেইদিন এই মাঠ' কবিতায় যে সভ্যতার কথা বলা
হয়েছে, তা হলো- [সি. বো. '১৭]
i. এশিরীয়
ii. বেবিলনীয়
iii. মিশরীয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
নিচের উদ্দীপকটি পড় এবং ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের
উত্তর দাও:
i. পৃথিবীতে সব কিছু জীর্ণ হয়, হারিয়ে যায়, প্রাচীন
সভ্যতা নিশ্চিহ্ন হয়, বিমূঢ় লোকালয় নিঃশেষ হয়।
ii. অপরদিকে সমুদ্রের কোনো শেষ নেই। সমুদ্র সর্বদাই
স্বতন্ত্র এবং নিশ্চিন্ত।
২৯. উদ্দীপক i. এর সঙ্গে 'সেইদিন এই মাঠ' কবিতার
সাদৃশ্যপূর্ণ চরণ হলো- [রা. বো.'১৫]
ক. সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে
খ. চালতাফুল কি ভিজিবে না শিশিরের জলে
গ. এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে
ঘ. সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি
উত্তর: গ. এশিরিয়া ধুলো আজ
বেবিলন ছাই হয়ে আছে
৩০. উদ্দীপক ii. এবং 'সেইদিন এই মাঠ' কবিতার
ভাবে প্রকাশ পায় প্রকৃতির- [য. বো. '১৫]
i. প্রাণময়তা
ii. ব্যস্ততা
iii. সৌন্দর্য
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও iii
ঘ. ii ও iii
উত্তর: গ. i ও iii
৩১. কোন সভ্যতা ধুলো হয়ে আছে? [য. বো. '২৪]
ক. ব্যাবিলনীয়
খ. সুমেরীয়
গ. ক্যালেডীয়
ঘ. এশিরিয়া
উত্তর: ঘ. এশিরিয়া
৩২. 'সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি'-
পঙ্কতিটিতে কবি 'মাঠ' বলতে কী বুঝিয়েছেন? [কু. বো. '২৪]
ক. জীবনপ্রবাহ
খ.সভ্যতার অবস্থান
গ. মানুষের স্বপ্নভূমি
ঘ. প্রাকৃতিক সৌন্দর্য
উত্তর: ঘ. প্রাকৃতিক সৌন্দর্য
৩৩. 'এশিরিয়া ধূলো আজ.....' এখানে 'এশিরিয়া'
কীসের প্রতীক? [কু. বো. '২৩]
ক. রহস্যময় সৌন্দর্য
খ. শাশ্বত প্রকৃতি
গ. ক্ষয়িষ্ণু সভ্যতা
ঘ. বিচিত্র বিবর্তন
উত্তর: গ. ক্ষয়িষ্ণু সভ্যতা
৩৪. মঙ্গলবার্তা কার কণ্ঠে ধ্বনিত হয়? [চ. বো.
'২৩]
ক. মাছরাঙা
খ. হুতুমপেঁচা
গ. লক্ষ্মীপেঁচা
ঘ. ডাহুক
উত্তর: গ. লক্ষ্মীপেঁচা
৩৫. 'সেইদিন এই মাঠ' কবিতার কোন চরণে সভ্যতা
ক্ষণস্থায়ী বোঝানো হয়েছে? [সি. বো. '২৩]
ক. সেদিনো দেখিবে স্বপ্ন
খ. আমি চলে যাব বলে
গ. চারিদিকে শান্ত বাতি
ঘ. এশিরিয়া ধুলো আজ
উত্তর: ঘ. এশিরিয়া ধুলো আজ
৩৬. 'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাব কী? [ব. বো.
'২৩]
ক. মানবসভ্যতার পরিণতি
খ. প্রকৃতির সৌন্দর্য নশ্বর
গ. প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী
ঘ. মানবের মৃত্যুচেতনা
উত্তর: গ. প্রকৃতির সৌন্দর্য
চিরস্থায়ী
৩৭. বাংলা সাহিত্যে আধুনিক জীবন চেতনার কবি কে?
[দি. বো. '২৩]
ক. কাজী নজরুল ইসলাম
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. জীবনানন্দ দাশ
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তর: গ. জীবনানন্দ দাশ
৩৮. 'সেইদিন এই মাঠ' কবিতায় কোনটি শিশিরের জলে
ভিজে রহস্যময় সৌন্দর্য ফুটে উঠবে? [রা. বো. '২২]
ক. মাঠ
খ. নদী
গ. চালতাফুল
ঘ. লক্ষ্মীপেঁচা
উত্তর: গ. চালতাফুল
৩৯. 'পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল'-
এখানে 'এই সব গল্প' দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে? [য. বো. '২২]
ক. মানুষের বিচরণ
খ. সৌন্দর্যের উপমা
গ. প্রাণের প্রবাহ
ঘ. সভ্যতার নিত্য অনুষঙ্গ
উত্তর: খ. সৌন্দর্যের উপমা
৪০. কবি শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলেছেন?
[কু. বো. '২২]
ক. কদম ফুল
খ. চালতা ফুল
গ. শিউলি ফুল
ঘ. হিজল ফুল
উত্তর: খ. চালতা ফুল
৪১. 'সেইদিন এই মাঠ' কবিতার কবি বিস্ময়কর নিপুণতায়
কোন বিষয়টি উপস্থাপন করেছেন? [চ. বো. '২২]
ক. গভীর জীবনবোধ ও জীবন তৃষ্ণা
খ. মানবসৃষ্ট সভ্যতার ক্ষয়িষ্ণু দিক
গ. প্রকৃতির চিরকালীন সৌন্দর্য
ঘ. মানুষের মৃত্যুর স্বাভাবিকতা
উত্তর: গ. প্রকৃতির চিরকালীন
সৌন্দর্য
৪২. জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা কোনটি?
ক. প্রাকৃতিক সৌন্দর্য
খ. স্বদেশপ্রেম
গ. প্রকৃতিপ্রীতি
ঘ. প্রকৃতির রহস্যময় সৌন্দর্য
উত্তর: ঘ. প্রকৃতির রহস্যময়
সৌন্দর্য
৪৩. "সেইদিন এই মাঠ' কবিতায় স্বপ্নকে সোনার
সাথে তুলনা করার কারণ, স্বপ্ন- [কু. বো. '১৯]
ক. সুন্দর
খ. চিরন্তন
গ. কল্পনাতৃপ্ত
ঘ. রহস্যময়
উত্তর: খ. চিরন্তন
৪৪. নক্ষত্রের তলে সেদিনও কে স্বপ্ন দেখবে?
[চ. বো. '১৭; রা. বো. '১৫]
ক. শিশির
খ. পৃথিবী
ঘ. মাঠ
গ. নদী
উত্তর: গ. নদী
৪৫. লক্ষ্মীপেঁচা তার লক্ষ্মীটির তরে কী করবে?
[ঢা. বো. '১৬]
ক. নাচবে
খ. হাসবে
গ. গান গাইবে
ঘ. অভিনয় করবে
উত্তর: গ. গান গাইবে
৪৬. 'সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি'-
এখানে 'মাঠ' বলতে কী বোঝানো হয়েছে? [রা. বো. '১৬]
ক. প্রকৃতি
খ. সভ্যতা
গ. ঐশ্বর্য
ঘ. সৌন্দর্য
উত্তর: ক. প্রকৃতি
৪৭. 'সেইদিন এই মাঠ' কবিতার বক্তব্য অনুসারে
কোনটির মৃত্যু নেই? [য. বো. '১৫]
ক. সভ্যতার
খ. স্বপ্নের
গ. মানুষের
ঘ. ঐতিহ্যের
উত্তর: খ. স্বপ্নের
৪৮. বেবিলন সভ্যতা কী হয়ে আছে?
[জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ]
ক. ধ্বংস
খ. ছাই
গ. ধুলো
ঘ. বিলীন
উত্তর: খ. ছাই
৪৯. 'সেইদিন এই মাঠ' কবিতার কবির মতে কোনটি টিকে
থাকবে? [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. নদী
খ. নক্ষত্র
গ. সভ্যতা
ঘ. স্বপ্ন
উত্তর: ঘ. স্বপ্ন
৫০. "পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল-
এখানে প্রকাশ পেয়েছে- [রা. বো. '২৩]
i. প্রকৃতির নিত্যতা
ii. জগতের সৌন্দর্যময়তা
iii. পৃথিবীর বহমানতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. ii ও iii
খ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৫১. 'সেইদিন এই মাঠ' কবিতায় যে সভ্যতার কথা বলা
হয়েছে, তা হলো- [দি. বো. '১৫]
i. এশিরীয়
ii. বেবিলনীয়
iii. মিশরীয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
উদ্দীপকটি পড়ে ৫২ ও ৫৩ নম্বর প্রশ্নের উত্তর
দাও:
"এ পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে সুন্দর
এ পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে।
[য. বো. '২৩]
৫২. উদ্দীপকটি কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ
?
ক. পল্লিজননী
খ. সেইদিন এই মাঠ
গ. আমার পরিচয়
ঘ. জীবন-সঙ্গীত
উত্তর: খ. সেইদিন এই মাঠ
৫৩. উদ্দীপক ও পঠিত কবিতার সাদৃশ্যপূর্ণ ভাব
হলো-
i. পৃথিবীর অবিনশ্বর সৌন্দর্য
ii. মানব জীবনের দুঃখ
iii. পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i ও iii
উত্তর: ঘ. i ও iii
.png)
Social Plugin