ষষ্ঠ অধ্যায় : রাষ্ট্র, নাগরিকতা ও আইন
বহুনির্বাচনী
১. 'আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের
কতকগুলো সাধারণ নিয়ম, যা সার্বভৌম শক্তি কর্তৃক প্রণীত হয়'- উক্তিটি কার?
ক. টি. এইচ. গ্রীন
গ. উড্রো উইলসন
খ. হল্যান্ড
ঘ. এরিস্টটল
উত্তর: খ. হল্যান্ড
২. নাগরিকের দায়িত্ব হলো-
ক. রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
খ. অধিক সংখ্যক লোককে শিল্পকারখানায় কাজে লাগানো
গ. দক্ষ জনশক্তি তৈরি করা
ঘ. রাজনৈতিক সংগঠন গড়ে তোলা
উত্তর: ক. রাস্তায় ট্রাফিক
আইন মেনে চলা
৩. আইনের বৈশিষ্ট্য হচ্ছে-
i)মানুষের বাহ্যিক আচরণ
নিয়ন্ত্রণ করা
ii. সকলের অধিকার সমভাবে সংরক্ষণ করা
iii. বিধিবিধান মানতে বাধ্য করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৪. অভি ও রাফি দুই বন্ধু একদিন প্রতিবেশীর গাছ
থেকে পেয়ারা পাড়তে গিয়ে ধরা পড়ে যায়। বাড়িওয়ালা দু'জনকে থানায় সোপর্দ করেন। রাফির বাবা
প্রভাবশালী হওয়ায় তিনি তাকে থানা থেকে ছাড়িয়ে নেন। অভির দরিদ্র বাবা-মা অনেক মিনতি
করেও অভিকে ছাড়াতে পারেননি।
অভির ক্ষেত্রে আইনের অনুশাসনের যে দিকটি প্রযোজ্য
হয়নি-
i. আইনের প্রাধান্য
ii. আইনের দৃষ্টিতে সাম্য
iii. আইনের সর্বজনীনতা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: খ. ii
৫. অভি ও রাফি দুই বন্ধু একদিন প্রতিবেশীর গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে ধরা পড়ে যায়। বাড়িওয়ালা দু'জনকে থানায় সোপর্দ করেন। রাফির বাবা প্রভাবশালী হওয়ায় তিনি তাকে থানা থেকে ছাড়িয়ে নেন। অভির দরিদ্র বাবা-মা অনেক মিনতি করেও অভিকে ছাড়াতে পারেননি।
উক্ত দিকটি সমাজে প্রতিষ্ঠিত হলে, আইনের দৃষ্টিতে-
ⅰ. ধনী-গরিব সকলেই সমান
হবে
ii. সকলের জন্য আইন সমানভাবে প্রযোজ্য হবে
iii. কেউ বাড়তি সুবিধা পাবে না
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৬. রাষ্ট্রের প্রাথমিক কাজ কোনটি?
ক. আইন-শৃঙ্খলা রক্ষা
খ. সার্বভৌমত্ব রক্ষা
গ. কূটনৈতিক সম্পর্ক স্থাপন
ঘ. আইন প্রণয়ন
উত্তর: ক. আইন-শৃঙ্খলা রক্ষা
৭. নাগরিকের প্রধান কর্তব্য কী?
ক. প্রচলিত আইন মান্য করা
খ. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ
গ. ভোট প্রদান
ঘ. নিয়মিত কর প্রদান
উত্তর: খ. রাষ্ট্রের প্রতি
আনুগত্য প্রকাশ
৮. "রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতাসমূহ
আইন"- উক্তিটি কার?
ক. অধ্যাপক হল্যান্ড
খ. উড্রো উইলসন
গ. আইনবিদ কোক
ঘ. টি, এইচ, গ্রিন
উত্তর: ঘ. টি, এইচ, গ্রিন
৯. আইনের উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেন কে?
ক. অধ্যাপক হল্যান্ড
খ. টি, এইচ, গ্রিন
গ. হ্যারল্ড জে লাস্কি
ঘ. উড্রো উইলসন
উত্তর: ঘ. উড্রো উইলসন
১০. তথ্য অধিকার আইনে তথ্যের অন্তর্ভুক্ত নয়
কোনটি?
ক. আদেশ-বিজ্ঞপ্তি
খ. অঙ্কিত চিত্র
গ. হিসাব বিবরণী
ঘ. নোট শিটের প্রতিলিপি
উত্তর: ঘ. নোট শিটের প্রতিলিপি
১১. একটি বৃহৎ রাষ্ট্রের মধ্যে 'ক' একটি অঙ্গরাজ্য।
'ক' অঙ্গরাজ্যটি কোনটির অভাবে রাষ্ট্র গঠনে ব্যর্থ?
ক. ভূখণ্ড
খ. জনসংখ্যা
গ. সরকার
ঘ. সার্বভৌমত্ব
উত্তর: ঘ. সার্বভৌমত্ব
১২. 'The Modern State' গ্রন্থটি কে লিখেছেন?
ক. অধ্যাপক গার্নার
খ. আর. এম. ম্যাকাইভার
গ. অধ্যাপক হল্যান্ড
ঘ. টি এইচ গ্রিন
উত্তর: খ. আর. এম. ম্যাকাইভার
১৩. রাষ্ট্রের সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন
কে?
ক. অ্যারিস্টটল
খ. আর. এম. ম্যাকাইভার
গ. অধ্যাপক হল্যান্ড
ঘ. অধ্যাপক গার্নার
উত্তর: ঘ. অধ্যাপক গার্নার
১৪. রাষ্ট্রের অপরিহার্য কাজ কোনটি?
ক. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা
খ. দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখা
গ. খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা
ঘ. স্বাস্থ্যসেবা নিশ্চিত করা
উত্তর: খ. দ্রব্যের দাম নিয়ন্ত্রণে
রাখা
১৫. রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয়?
ক. জনসমষ্টি
খ. নির্দিষ্ট ভূখণ্ড
গ. সরকার
ঘ. সার্বভৌমত্ব
উত্তর: গ. সরকার
১৬. বিশ্বের বিখ্যাত আইনবিদগণের অভিমতকে আইনের
কোন
উৎস হিসেবে
বিবেচনা করা হয়?
ক. বিচার সংক্রান্ত
খ. আইনসভা
গ. বিজ্ঞানসম্মত আলোচনা
ঘ. ন্যায়বোধ
উত্তর: ঘ. ন্যায়বোধ
১৭. তথ্য কমিশন গঠনের ফলে-
ক. সবাই সব তথ্য পাবে
খ. প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি পাবে
গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বাড়বে
ঘ. যেকোনো সময় প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে
উত্তর: ঘ. যেকোনো সময় প্রয়োজনীয়
তথ্য পাওয়া যাবে
১৮. আধুনিক যুগে কোনটি আইনের উৎস?
ক. ধর্ম
খ. আইনসভা
গ. প্রথা
ঘ. ন্যায়বোধ
উত্তর: খ. আইনসভা
১৯. প্রাচীনকাল থেকে মানুষ নিচের কোনটি অনুসরণ
করে আসছে?
ক. আইনসভার আইন
খ. ঐশ্বরিক আইন
গ. আইনবিদদের আইন
ঘ. বিচারকের আইন
উত্তর: খ. ঐশ্বরিক আইন
২০. রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা কোনটি?
ক. জনসমষ্টি
খ. নির্দিষ্ট ভূখণ্ড
গ. সার্বভৌমত্ব
ঘ. সরকার
উত্তর: গ. সার্বভৌমত্ব
২১. রাষ্ট্রের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ
কোনটি?
ক. নাগরিকের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করা
খ. দ্রব্যের দাম জনগণের সামর্থ্যের মধ্যে রাখা
গ. রাষ্ট্রের সামগ্রিক শান্তি-শৃঙ্খলা নিশ্চিত
করা
ঘ. জনসাধারণের শিক্ষার সুব্যবস্থা করা
উত্তর: গ. রাষ্ট্রের সামগ্রিক
শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা
২২. রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কোনটি?
ক. জনসমষ্টি
খ. সরকার
গ. নির্দিষ্ট ভূখণ্ড
ঘ. সার্বভৌমত্ব
উত্তর: ঘ. সার্বভৌমত্ব
২৩. আইনের ৬টি উৎসের কথা উল্লেখ করেন কে?
ক. হল্যান্ড
খ. গার্নার
গ. এরিস্টটল
ঘ. প্লেটো
উত্তর: ক. হল্যান্ড
২৪. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
ক. জন লক
খ. ম্যাকাইভার
গ. এরিস্টটল
ঘ. রুশো
উত্তর: গ. এরিস্টটল
২৫. রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা
পরিচালিত একটি সংগঠন, যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত
অধিবাসীদের ওপর বলবৎ হয়।- উক্তিটি কার?
ক. অধ্যাপক গার্নার
খ. এরিস্টটল
গ. হল্যান্ড
ঘ. ম্যাকাইভার
উত্তর: ঘ. ম্যাকাইভার
২৬. আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র
কোনটি?
ক. রাশিয়া
গ. ভারত
খ. চীন
ঘ. কানাডা
উত্তর: ক. রাশিয়া
২৭. রাষ্ট্রের উপাদান কয়টি?
ক. ৪
খ. ৫
গ. ৬
ঘ. ১২
উত্তর: ক. ৪
২৮. কোনটি একজন নাগরিকের গুণ?
ক. বিবেক
খ. আনুগত্য
গ. কর প্রদান
ঘ. ভোটদান
উত্তর: ক. বিবেক
২৯. রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের কয়টি প্রধান
উৎসের কথা বলেছেন?
ক. ৫টি
খ. ৬টি
গ. ৭টি
ঘ. ৮টি
উত্তর: খ. ৬টি
৩০. রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে কে?
ক. জনগণ
খ. সংগঠন
গ. কেন্দ্রীয় কর্তৃপক্ষ
ঘ. রাষ্ট্রের বিভাগসমূহ
উত্তর: গ. কেন্দ্রীয় কর্তৃপক্ষ
৩১. বাংলাদেশ সরকার ভারতের সাথে ছিটমহল বিষয়ক
চুক্তি করে ছিটমহল বিনিময় করে। এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ?
ক. কল্যাণমূলক
খ. ঐচ্ছিক
গ. মুখ্য
ঘ. গৌণ
উত্তর: গ. মুখ্য
৩২. আইনের প্রাধান্য বলতে বোঝায়-
ক. আইন সকলের জন্য সমান
খ. আইনের অপপ্রয়োগ করা
গ. যখন যাকে খুশি গ্রেফতার করা
ঘ. সবকিছু আইন অনুসারে চলা
উত্তর: ঘ. সবকিছু আইন অনুসারে
চলা
৩৩. "স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার
ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র।" উক্তিটি কার?
ক. গার্নার
খ. গেটেল
গ. ম্যাকাইভার
ঘ. এরিস্টটল
উত্তর: ঘ. এরিস্টটল
৩৪. নিচের কোনটির সাথে রাষ্ট্রের নিবিড় সম্পর্ক
রয়েছে?
ক. সরকারের
খ. জনগণের
গ. আইন বিভাগের
ঘ. শাসন বিভাগের
উত্তর: খ. জনগণের
৩৫. আইনের উৎস কয়টি?
ক. ৫টি
খ. ৬টি
গ. ৭টি
ঘ. ৮টি
উত্তর: খ. ৬টি
৩৬. কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আইন?
ক. আইনসভা কর্তৃক প্রণীত আইন
খ. নৈতিক আইন
গ. সামাজিক আইন
ঘ. সংবিধান
উত্তর: ঘ. সংবিধান
৩৭. তথ্য অধিকার আইনে কোন স্বাধীন প্রতিষ্ঠানের
সৃষ্টি হয়েছে?
ক. তথ্য অধিকার আইন
খ. তথ্যপ্রাপ্তি আইন
গ. তথ্য মন্ত্রণালয়
ঘ. তথ্য কমিশন
উত্তর: ঘ. তথ্য কমিশন
৩৮. আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস হলো-
ক. ধর্ম
খ. আইনসভা
গ. ন্যায়বোধ
ঘ. প্রথা
উত্তর: ঘ. প্রথা
৩৯. ব্রিটেনের আইনসভার নাম হলো-
ক. কংগ্রেস
খ. পার্লামেন্ট
গ. মজলিশ
ঘ. কেবিনেট
উত্তর: খ. পার্লামেন্ট
৪০. শাসকগোষ্ঠীর পরিবর্তন রাষ্ট্রের কোন উপাদানের
স্থায়িত্বকে নষ্ট করে না?
ক. জনসমষ্টি
খ. নির্দিষ্ট ভূখণ্ড
গ. সরকার
ঘ. সার্বভৌমত্ব
উত্তর: ঘ. সার্বভৌমত্ব
৪১. ইসলামিক রাষ্ট্রের আইন প্রধানত কুরআন ও শরিয়ার
ওপর নির্ভরশীল। এক্ষেত্রে আইনের কোন উৎসকে প্রাধান্য দেওয়া হয়?
ক. প্রথা
খ. ধর্ম
গ. ন্যায়বোধ
ঘ. আইনসভা
উত্তর: খ. ধর্ম
৪২. রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদান কোনটি?
ক. সার্বভৌমত্ব
খ. সরকার
গ. জনসমষ্টি
ঘ. নির্দিষ্ট ভূখণ্ড
উত্তর: খ. সরকার
৪৩. 'রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো এর
মস্তিষ্কস্বরূপ'- কে বলেছেন?
ক. ম্যাকাইভার
খ. অধ্যাপক গার্নার
গ. এরিস্টটল
ঘ. ই. এম. হোয়াইট
উত্তর: খ. অধ্যাপক গার্নার
ক. i ও ii
৪৪. প্রয়োজনে রাষ্ট্রের জরুরি অবস্থা ঘোষণা করেন
কে?
ক. প্রধানমন্ত্রী
খ. রাষ্ট্রপতি
গ. প্রধান বিচারপতি
ঘ. সামরিক বাহিনীর প্রধান
উত্তর: খ. রাষ্ট্রপতি
৪৫. জাতীয় সংসদের নেতা কে?
ক. স্পিকার
খ. প্রধানমন্ত্রী
গ. বিরোধীদলের প্রধান
ঘ. চিফ হুইপ
উত্তর: খ. প্রধানমন্ত্রী
৪৬. তথ্য অধিকার আইনের দ্বারা-
i. সঠিক তথ্য পাবে
ii. ভোগান্তি বাড়বে
iii. গণতন্ত্রের ভিত মজবুত হবে
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. প্রথা
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
৪৭. আইনের বৈশিষ্ট্য হচ্ছে-
i. মানুষের কাজকে নিয়ন্ত্রণ করা
ii. নাগরিকদের সমতা নিশ্চিত করা
iii. মানুষের চিন্তার পরিবর্তন করা
নিচের কোনটি সঠিক?
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৪৮. তথ্য অধিকার আইন নিশ্চিত করে-
i. কার্যক্রমের স্বচ্ছতা আনা
ii. আইনের শাসন প্রতিষ্ঠা
iii. দক্ষতা বৃদ্ধিতে সহায়তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৪৯. নাগরিকের অন্যতম দায়িত্ব ও কর্তব্য হলো-
i. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা
ii. রাষ্ট্রের প্রচলিত আইন মেনে চলা
iii. সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৫০. রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো এর
মস্তিষ্কস্বরূপ-উক্তিটিতে প্রকাশ পেয়েছে-
i. মানুষের কাছে রাষ্ট্রের প্রয়োজনীয়তা
ii. মানুষ ও রাষ্ট্রের অবিচ্ছেদ্য সম্পর্ক
iii. রাষ্ট্র সৃষ্টির রূপরেখা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
৫১. আইনের বৈশিষ্ট্য হচ্ছে-
i. মানুষের আচরণকে সংযত করে
ii. সকলের অধিকারের সাম্যতা বজায় রাখে
iii. সকলের সুযোগ-সুবিধা অসমান থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. ii ও iii
খ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৫২. রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ডের মতে আইনের উৎস
হলো-
i. ন্যায়বোধ
ii. বিচারসংক্রান্ত রায়
iii. সামাজিক দৃষ্টিভঙ্গি
নিচের কোনটি সঠিক?
ক. i
গ. i ও iii
খ. iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i
৫৩. আইনের শাসন কায়েম হয় না, যখন-
i. বিচার বিভাগের স্বাধীনতা থাকে না
ii. গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয় না
iii. সকলের অধিকার সমভাবে সংরক্ষিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৫৪. বীণা তার পিতার মৃত্যুর পর সম্পদের একটি
অংশ পাবে। বড় ভাই রশিদ মিয়া প্রত্যেক ভাইবোনকে বাবার রেখে যাওয়া সম্পত্তি বণ্টনের ব্যবস্থা
করেন।
রশিদ মিয়া আইনের কোন উৎসটি প্রয়োগ করেছেন?
ক. ন্যায়বোধ
খ. প্রথা
গ. বিচার সংক্রান্ত
ঘ. ধর্ম
উত্তর: ঘ. ধর্ম
৫৫. বীণা তার পিতার মৃত্যুর পর সম্পদের একটি
অংশ পাবে। বড় ভাই রশিদ মিয়া প্রত্যেক ভাইবোনকে বাবার রেখে যাওয়া সম্পত্তি বণ্টনের ব্যবস্থা
করেন। রশিদ মিয়া যেভাবে সম্পত্তি ভাগ করবেন তাতে বীণা কত অংশ পাবে?
ক. এক ভাইয়ের অর্ধেক
খ. এক ভাইয়ের এক-তৃতীয়াংশ
গ. এক ভাইয়ের এক-চতুর্থাংশ
ঘ. এক ভাইয়ের সমান অংশ
উত্তর: ক. এক ভাইয়ের অর্ধেক
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
৫৬. সমাজজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক
প্রতিষ্ঠান কোনটি?
ক. পরিবার
খ. সংগঠন
গ. রাষ্ট্র
ঘ. প্রতিষ্ঠান
উত্তর: গ. রাষ্ট্র
৫৭. রাষ্ট্রের আবির্ভাব ঘটেছে-
ক. জাতীয় পরিচয় দেওয়ার জন্য
খ. মানুষের কল্যাণ সাধনের জন্য
গ. সংগঠিত হওয়ার জন্য
ঘ. জনসংখ্যা বৃদ্ধির জন্য
উত্তর: খ. মানুষের কল্যাণ
সাধনের জন্য
৫৮. রাষ্ট্রের উৎপত্তি হয়েছে কিসের মধ্য হতে?
ক. সমাজের
খ. পরিবারের
গ. সংগঠনের
ঘ. প্রতিষ্ঠানের
উত্তর: ক. সমাজের
৫৯. প্রাচীন যুগে রাষ্ট্রকে কী মনে করা হতো?
ক. অসামাজিক প্রতিষ্ঠান
খ. ঈশ্বরের সৃষ্টি
গ. সংঘ
ঘ. গোষ্ঠী
উত্তর: খ. ঈশ্বরের সৃষ্টি
৬০. রাষ্ট্র বলতে বোঝায়-
ক. নির্দিষ্ট স্থানকে
খ. সরকার, সমাজ ও জাতিকে
গ. সরকারের সংগঠনকে
ঘ. সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানকে
উত্তর: খ. সরকার, সমাজ ও
জাতিকে
৬১. আদিম মানুষ প্রথমে কীভাবে বসবাস করত?
ক. একাকি
খ. পরিবারে
গ. গোত্রভিত্তিক
ঘ. পরস্পর দূরত্ব বজায় রাখা
উত্তর: গ. গোত্রভিত্তিক
৬২. সময়ের পরিবর্তনে এক সময় কিসের উৎপত্তি হয়?
ক. রাষ্ট্রের
খ. পরিবারের
গ. সংঘের
ঘ. প্রাকৃতিক পরিবেশ
উত্তর: ক. রাষ্ট্রের
৬৩. রাষ্ট্রে বসবাসকারী জনসাধারণকে কী বলে?
ক. জনগণ
খ. সভ্য মানুষ
গ. নাগরিক
ঘ. সমাজ
উত্তর: গ. নাগরিক
৬৪. মানুষই সৃষ্টি করে-
ক. পাহাড়
খ. সেতুবন্ধ
গ. রাষ্ট্র
ঘ. প্রাকৃতিক পরিবেশ
উত্তর: গ. রাষ্ট্র
৬৫. কাদের সুন্দর ও সুষ্ঠুভাবে বাঁচার জন্য রাষ্ট্র
অনেক কাজ করে থাকে?
ক. নারীদের
খ. পুরুষদের
গ. শিশুদের
ঘ. নাগরিকদের
উত্তর: ঘ. নাগরিকদের
৬৬. "স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার
ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র"- কে বলেছেন?
ক. অ্যারিস্টটল
খ. অধ্যাপক গার্নার
গ. ম্যাকাইভার
ঘ. অগাষ্ট কোঁৎ
উত্তর: ক. অ্যারিস্টটল
৬৭. রাষ্ট্রকে সরকার কর্তৃক প্রণীত আইনি সংগঠন
বলেছেন কে?
ক. ম্যাকাইভার
খ. এরিস্টটল
গ. জন লক
ঘ. গার্নার
উত্তর: ক. ম্যাকাইভার
৬৮. "রাষ্ট্র হলো বহুসংখ্যক ব্যক্তি নিয়ে
গঠিত এক জনসমাজ" -কে বলেছেন?
ক. রুশো
খ. অ্যারোস্টো
গ. অধ্যাপক গার্নার
ঘ. অগাস্ট কোঁৎ
উত্তর: গ. অধ্যাপক গার্নার
৬৯. রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করলে আমরা রাষ্ট্রের
কয়টি উপাদান দেখতে পাই?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তর: গ. চারটি
৭০. রাষ্ট্রের প্রাথমিক উপাদান কোনটি?
ক. সরকার
খ. জনসমষ্টি
গ. সার্বভৌমত্ব
ঘ. নির্দিষ্ট ভূখণ্ড
উত্তর: খ. জনসমষ্টি
৭১. জনসমষ্টি বলতে বোঝায়-
ক. সংগঠিত জনগণ
খ. জনগণ
গ. সমাজের মানুষ
ঘ. জনসাধারণ
উত্তর: ক. সংগঠিত জনগণ
৭২. রাষ্ট্রের উৎপত্তির পেছনে প্রাথমিক কারণ
হলো-
ক. প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা
খ. রাজনীতি চর্চা করা
গ. সকলের সাথে সদ্ভাব গড়া
ঘ. ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টা
উত্তর: ঘ. ঐক্যবদ্ধ হওয়ার
প্রচেষ্টা
৭৩. একটি রাষ্ট্র গঠিত হতে কতজন জনসংখ্যার দরকার?
ক. দশ হাজার
গ. দশ লক্ষ
খ. পঁচিশ হাজার
ঘ. অনির্দিষ্ট
উত্তর: ঘ. অনির্দিষ্ট
৭৪. একশ কোটির উপরে জনসংখ্যা নিচের কোন দেশের?
ক. গণচীন
খ. ইতালি
গ. মোনাকো
ঘ. স্যানম্যারিনো
উত্তর: ক. গণচীন
৭৫. স্যানম্যারিনোর জনসংখ্যা কতজন?
ক. ৩৮,৩০০
খ. ৩৮,২০০
গ. ৩৩,২২৯
ঘ. ৩৩,২৩০
উত্তর: ক. ৩৮,৩০০
.png)
Social Plugin