জীবন বিনিময়
গোলাম মোস্তফা
বহুনির্বাচনী
০১। 'জীবন বিনিময়' কবিতায় কবি হুমায়ুনের মুমূর্ষু
অবস্থা বোঝানোর জন্য কোন উপমাটি ব্যবহার করেছেন?
ক. জীবন-প্রদীপ
খ. অস্তরবির প্রায়
গ. নিষ্ঠুর নীরবতা
ঘ. উষার পূর্বাভাস
উত্তর: খ. অস্তরবির প্রায়
০২। 'তিমির রাতের তোরণে তোরণে উষার পূর্বাভাস'-
বলতে কী বোঝানো হয়েছে?
ক. হুমায়ুনের রোগমুক্তির লক্ষণ
খ. বাবরের শান্ত-অচঞ্চল মন
গ. বাবরের প্রার্থনা কবুল হওয়া
ঘ. বাবরের মৃত্যুশয্যা গ্রহণ
উত্তর: ক. হুমায়ুনের রোগমুক্তির
লক্ষণ
নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের
উত্তর দাও:
পত্রিকায় প্রকাশ: বরিশাল যাবার পথে লঞ্চ ডুবিতে
পুত্রকে বাঁচাতে গিয়ে পিতার মৃত্যু।
০৩। উদ্দীপকে 'জীবন বিনিময়' কবিতার যে দিক প্রকাশ
পেয়েছে তা হলো-
i. সন্তান বাৎসল্য
ii. অপত্যস্নেহ
iii. পিতার আত্মত্যাগ
নিচের কোনটি সঠিক?
ক. i, ii
গ. ii, iii
খ. i, iii
ঘ. i, ii, iii
উত্তর: ঘ. i, ii, iii
০৪। 'জীবন বিনিময়' কবিতার কোন পদ্ধতির সঙ্গে
উদ্দীপকের ভাবের সাদৃশ্য রয়েছে?
ক. জীবন-প্রদীপ নিভিয়া আসিছে অস্তরবির প্রায়
খ. পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়
গ. হৃষ্টচিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের
ঘ. মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারি আপন প্রাণ
উত্তর: গ. হৃষ্টচিত্তে গ্রহণ
করিল শয্যা সে মরণের
অতিরিক্ত
বহুনির্বাচনী প্রশ্ন:
১. গোলাম মোস্তফা কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৯৫
খ. ১৮৯৬
গ. ১৮৯৭
ঘ. ১৮৯৮
উত্তর: গ. ১৮৯৭
২. গোলাম মোস্তফা কোন কলেজ থেকে বি.এ. পাস করেন?
ক. ঢাকা কলেজ
খ. রিপন কলেজ
গ. প্রেসিডেন্সি কলেজ
ঘ. রাজশাহী কলেজ
উত্তর: খ. রিপন কলেজ
৩. গোলাম মোস্তফা কর্মজীবনে কী ছিলেন?
ক. আইনজীবী
খ. চিকিৎসক
গ. প্রধান শিক্ষক
ঘ. সাংবাদিক
উত্তর: গ. প্রধান শিক্ষক
৪. গোলাম মোস্তফার কাব্যচর্চার প্রেরণা কোথা
থেকে এসেছে?
ক. পাশ্চাত্য সাহিত্য
খ. লোকসাহিত্য
গ. ইসলামি ঐতিহ্য
ঘ. প্রকৃতি
উত্তর: গ. ইসলামি ঐতিহ্য
৫. গোলাম মোস্তফার প্রকাশিত কাব্য কোনটি?
ক. শেষের কবিতা
খ. অগ্নিবীণা
গ. রক্তরাগ
ঘ. সোনার তরী
উত্তর: গ. রক্তরাগ
৬. 'ভাঙ্গাবুক' কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. গোলাম মোস্তফা
ঘ. জসীমউদ্দীন
উত্তর: গ. গোলাম মোস্তফা
৭. 'বিশ্বনবী' কী ধরনের রচনা?
ক. উপন্যাস
খ. কাব্য
গ. জীবনী
ঘ. প্রবন্ধ
উত্তর: গ. জীবনী
৮. গোলাম মোস্তফা কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৬২
খ. ১৯৬৩
গ. ১৯৬৪
ঘ. ১৯৬৫
উত্তর: গ. ১৯৬৪
৯. কে কাঁদিয়া ফিরিছেন?
ক. হুমায়ুন
খ. বাবর
গ. দরবেশ
ঘ. কবিরাজ
উত্তর: খ. বাবর
১০. কার চোখে নিদ নাই?
ক. হুমায়ুন
খ. বাবর
গ. দরবেশ
ঘ. কবিরাজ
উত্তর: খ. বাবর
১১. কার চারিধারে মরণ-অন্ধকার ঘনায়ে আসিছে?
ক. হুমায়ুন
খ. বাবর
গ. দরবেশ
ঘ. কবিরাজ
উত্তর: ক. হুমায়ুন
১২. কারা বসিয়া ব্যবস্থা সবিশেষ দিতেছে?
ক. কবিরাজ ও দরবেশ
খ. হেকিম ও কবিরাজ
গ. দরবেশ ও হেকিম
ঘ. হেকিম, কবিরাজ ও দরবেশ
উত্তর: ঘ. হেকিম, কবিরাজ ও
দরবেশ
১৩. বাবরের জীবন-প্রদীপ কিসের ন্যায় নিভিয়া আসিছে?
ক. সন্ধ্যাতারা
খ. অস্তরবি
গ. চন্দ্র
ঘ. প্রদীপ
উত্তর: খ. অস্তরবি
১৪. বাবর ব্যগ্রকণ্ঠে কাদের ডাকিয়াছিলেন?
ক. হেকিমবৃন্দ
খ. কবিরাজবৃন্দ
গ. দরবেশবৃন্দ
ঘ. সবাই
উত্তর: ঘ. সবাই
১৫. দরবেশ সুলতানকে কী দিতে বলেছিলেন?
ক. ধন-সম্পদ
খ. রাজ্য
গ. শ্রেষ্ঠ ধন
ঘ. জীবন
উত্তর: গ. শ্রেষ্ঠ ধন
১৬. বাবর কী দিতে প্রস্তুত ছিলেন?
ক. রাজ্য
খ. ধন-সম্পদ
গ. কোরবানি
ঘ. ক্ষমতা
উত্তর: গ. কোরবানি
১৭. বাবর কোথায় আসন পাতিয়া বসেন?
ক. রাজদরবারে
খ. মসজিদের সামনে
গ. নিরিবিলি গৃহতলে
ঘ. যুদ্ধক্ষেত্রে
উত্তর: গ. নিরিবিলি গৃহতলে
১৯. বাবরের নয়নে কী ছিল?
ক. ক্রোধ
খ. ভয়
গ. অশ্রুজল
ঘ. আনন্দ
উত্তর: গ. অশ্রুজল
২০. বাবর কাকে দয়াল খোদা বলে সম্বোধন করেছেন?
ক. পুত্রকে
খ. বন্ধুকে
গ. আল্লাহকে
ঘ. সেনাপতিকে
উত্তর: গ. আল্লাহকে
২১. বাবর নিজের কোনটিকে সবচেয়ে প্রিয় বলেছেন?
ক. পুত্র
গ. রাজ্য
খ. জীবন
ঘ. ধন
উত্তর: খ. জীবন
২২. গৃহতল কেমন ছিল?
ক. কোলাহলপূর্ণ
গ. স্তব্ধ-নীরব
খ. আলোকোজ্জ্বল
ঘ. আনন্দমুখর
উত্তর: গ. স্তব্ধ-নীরব
২৩. নিখিল বিশ্বরাণী কিসে মগ্ন ছিল?
ক. আনন্দে
খ. দুঃখে
গ. সুপ্তিতে
ঘ. প্রার্থনায়
উত্তর: গ. সুপ্তিতে
২৪. আকাশে বাতাসে কী ধ্বনিত হচ্ছিল?
ক. গান
খ. কানাকানি
গ. চিৎকার
ঘ. নীরবতা
উত্তর: খ. কানাকানি
২৫. বাবর কী বলে ফুকারি উঠলেন?
ক. ভয় নেই
খ. জয় হবে
গ. প্রার্থনা মঞ্জুর
ঘ. যুদ্ধ শুরু
উত্তর: গ. প্রার্থনা মঞ্জুর
২৬. কার চারিপাশে বাবর ঘুরতে লাগলেন?
ক. বন্ধুদের
খ. সেনাপতিদের
গ. পুত্রের
ঘ. শত্রুদের
উত্তর: গ. পুত্রের
২৭. বাবরের হৃদয়ে কী জেগেছিল?
ক. ভয়
খ. ঘৃণা
গ. আশা
ঘ. সন্দেহ
উত্তর: গ. আশা
২৮. কার রোগ-লক্ষণ দেখা দিল?
ক. পুত্রের
খ. বাবরের
গ. বন্ধুর
ঘ. সেনাপতির
উত্তর: খ. বাবরের
২৯. বাবর কীভাবে শয্যা গ্রহণ করলেন?
ক. অনিচ্ছায়
খ. দুঃখের সাথে
গ. হৃষ্টচিত্তে
ঘ. ভয়ে
উত্তর: গ. হৃষ্টচিত্তে
৩০. কে নতুন জীবনে বাঁচিয়া উঠলেন?
ক. বাবর
খ. পুত্র
গ. বন্ধু
ঘ. সেনাপতি
উত্তর: খ. পুত্র
৩১. পিতৃস্নেহের কাছে কার পরাজয় হয়েছে?
ক. শত্রুর
খ. রোগের
গ. মৃত্যুর
ঘ. দুঃখের
উত্তর: গ. মৃত্যুর
৩২. 'জীবন বিনিময়' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে
সংকলিত হয়েছে?
ক. গুলবুলিস্তান
খ. রক্তরাগ
গ. সুর-মুর্ছনা
ঘ. কাফেলা
উত্তর: ক. গুলবুলিস্তান
৩৩. কবিতাটিতে কিসের দৃষ্টান্ত উপস্থাপন করা
হয়েছে?
ক. মাতৃস্নেহ
খ. বন্ধুত্বের স্নেহ
গ. পিতৃস্নেহ
ঘ. দেশপ্রেম
উত্তর: গ. পিতৃস্নেহ
৩৪. এই কবিতায় মৃত্যুর পরাজয় কার কাছে হয়েছে?
ক. রাজার কাছে
খ. পুত্রের কাছে
গ. চিকিৎসকের কাছে
ঘ. পিতার স্নেহ-বাৎসল্যের কাছে
উত্তর: ঘ. পিতার স্নেহ-বাৎসল্যের
কাছে
৩৫. মোগল সম্রাট বাবরের পুত্রের নাম কী?
ক. আকবর
খ. হুমায়ুন
গ. শাহজাহান
ঘ. সেলিম
উত্তর: খ. হুমায়ুন
৩৬. হুমায়ুনের রোগ কেমন ছিল?
ক. সাধারণ
খ. কঠিন
গ. হালকা
ঘ. মারাত্মক নয়
উত্তর: খ. কঠিন
৩৭. চিকিৎসকেরা কী হয়ে গিয়েছিলেন?
ক. হতাশ
খ. সফল
গ. আনন্দিত
ঘ. চিন্তিত
উত্তর: ক. হতাশ
৩৮. কে এসে জানালেন যে সম্রাট তাঁর সর্বশ্রেষ্ঠ
ধন দান করলে পুত্র জীবন লাভকরতে পারেন?
ক. চিকিৎসক
খ. দরবেশ
গ. বন্ধু
ঘ. সেনাপতি
উত্তর: খ. দরবেশ
৩৯. সম্রাট বাবর বিধাতার কাছে কী ভিক্ষা চাইলেন?
ক. ধন
খ. রাজ্য
গ. পুত্রের জীবন
ঘ. নিজের জীবন
উত্তর: গ. পুত্রের জীবন
৪০. কবিতায় 'শ্রেষ্ঠধন' বলতে কী বোঝানো হয়েছে?
ক. রাজ্য
খ. জীবন
গ. ধন-সম্পদ
ঘ. ক্ষমতা
উত্তর: খ. জীবন
৪১. পিতৃস্নেহের কাছে কিসের পরাজয় ঘটেছে?
ক. রাজার
খ. পুত্রের
গ. মরণের
ঘ. চিকিৎসকের
উত্তর: গ. মরণের
.png)
Social Plugin